নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। চাঁদে ভারতের চন্দ্রযান

০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫১



চন্দ্রদর্শন করে ফেলল চন্দ্রযান-৩। চাঁদের কক্ষপথে ঢোকার পর এই প্রথম ছবি পাঠাল ভারতের চন্দ্রযান। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ভারতীয় মহাকাশযান। রবিবার সেই ছবি টুইট করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।ভিডিয়োতে দেখা গিয়েছে, চারদিকে অন্ধকার। তার মধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশ ধরা পড়েছে ছবিতে।শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছয় চন্দ্রযান-৩। মহাকাশযানটি পৃথিবীর মাধ্যাকর্ষণের টান আগেই কাটিয়ে ফেলেছিল। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের আকর্ষণবলের অধীনে প্রবেশ করেছে সেটি। তবে মূল গন্তব্যে পৌঁছতে এখনও অনেকটা ‘পথ’ পেরোনো বাকি। চাঁদের মাটি ছোঁয়ার আগে বেশ কয়েকটি কঠিন পরীক্ষা দিতে হবে চন্দ্রযান-৩-কে।

চন্দ্রযান-৩-কে চাঁদের কক্ষপথে সফল ভাবে পৌঁছে দেওয়ার পর ইসরোর তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছিল, শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। মোট ১৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফল ভাবে করা গিয়েছে। চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রং। ঘটনাচক্রে, শনিবারই ছিল তাঁর ৯৩তম জন্মবার্ষিকী।চন্দ্রযান-৩-এর প্রাথমিক গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। তার পরেই চন্দ্রাভিযানের ‘সবচেয়ে কঠিন পর্ব’টি অপেক্ষা করে আছে ইসরোর জন্য। সেটাই হতে চলেছে কঠিনতম পরীক্ষা। আগামী ২৩ অগস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে ‘পাখির পালকের মতো অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। সেই অভিযান যদি সফল হয়, তবে ভারতের মহাকাশ গবেষণা নতুন মাত্রা পাবে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারত।

আনন্দবাজার

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১০

জ্যাক স্মিথ বলেছেন: অভিযান সফল হউক, শুভকামনা ভারতের জন্য। কেউ কেউ এখানে কমেন্ট করতে পারে- "নীল আর্মস্ট্রং যে চাঁদে গিয়েছিলো তা কি আপনি নিজে দেখেছেন? আমেরিকার চাঁদে যাওয়ার গল্প ভুঁয়া হলিউডে শ্যুট করে বানানো হইছে" =p~

আবার ভারতের চন্দ্র অভিযান সফল হওয়ার পর আমাদের এখানে নিউজ পাবিলিশ হবে, চাঁদে গিয়ে ভারতীয় বিজ্ঞানীরা চৌদ্দশত বছর আগের কি কি নিদর্শন পেলেন তা নিয়ে।


০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৬

শাহ আজিজ বলেছেন: :P

:-B সব কিছুর সাথে ১৪০০ বছর জুড়ে দেওয়া একটা রোগ হয়ে দাঁড়িয়েছে ।

২| ০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩০

ধুলো মেঘ বলেছেন: ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে নতুন পদক্ষেপ হতে যাচ্ছে এই অভিযান। এই অভিযানের সার্বিক সাফল্য কামনা করছি।

০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৮

শাহ আজিজ বলেছেন: আমিও বেশ আগ্রহী ভারতের এই চন্দ্রাভিযানে । আমরাও একদিন পারব চাঁদে যেতে ।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শিক্ষায় ভারতীয়রা সফল; আমরা শিক্ষাক্ষেত্রে ১০ টাকার সিংগারা চমুচায় সফল!!!

০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৯

শাহ আজিজ বলেছেন: -------- পেটোয়া বাহিনী বানাতে সফল ।

৪| ০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১১

ডঃ এম এ আলী বলেছেন:
এই অভিযানের সার্বিক সাফল্য কামনা করছি।

০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

শাহ আজিজ বলেছেন: আমরাও ওদের সফলতা কামনা করি ।

৫| ০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

শেরজা তপন বলেছেন: এবার সফল হবে নিশ্চিত।

০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: ওরা সফলতার দ্বারপ্রান্তে ।

৬| ০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

কামাল১৮ বলেছেন: চীনের পর ভারত তার পর কে।
চৌদ্দশ বছরের আগের ঘটনা না ঘটলে মহাবিশ্ব হতো না।চাঁদে যাওয়াও হতো না, তাই এসে যায়।দাবিটা কিন্তু এই রকমই।

০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

শাহ আজিজ বলেছেন: !:#P B-) কি বিচিত্র !!

৭| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: সেই কবে থেকে চাঁদকে একের পর এক বিরক্ত করেই যাচ্ছে মানুষেরা!

চাঁদের বুড়ি এইবার খেপে গেলে খবর আছে। এতদিনে নিশ্চয় সে শাকচুন্নী হয়ে গেছে। সব কটার ঘাড় মটকাবে। :P

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: এখন চাঁদের বুড়ি ডিজিটাল বুড়ি , ঠ্যাং ভেঙ্গে দেয় :-P

৮| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: ভারত সফল হোক, মনে প্রানে চাই।

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: আমিও তাই চাই ।

৯| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৯

অহরহ বলেছেন: একদিকে চন্দ্রযান এবং নির্ঘুম ভারতের বিজ্ঞানীরা। বিপরিতে বাংলাদেশের সিলেটে কোরাণ পোড়ানো ইস্যুতে যারপরনেই হয়রান মুমিন বিজ্ঞানীরা।


০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: সিলেটে কবে কোরান পোড়াল ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.