নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আইনের প্যাচ ঘোচ

০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৫



সাইবার নিরাপত্তা আইন যেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো দমনমূলক না হয় এমনটা দেশি বিদেশি অনেক সংস্থা সরকারকে তাগাদা দিচ্ছে । বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে প্রতিটি সরকার বিশেষ আইন ব্যাবহার করে হাজার হাজার বিরোধী মতাবলম্বীদের দমন নিপীড়ন করেছে । ডিজিটাল আইন বিলুপ্ত হলেও তার সবটুকু সাইবার আইনে সম্পৃক্ত হচ্ছে । এখানেই সংকট বেধেছে ।

প্রিয় ব্লগার আপনার নাগরিক অধিকার সমুন্নত রাখতে লিখুন আপনার চাওয়া পাওয়া এই পেজে ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০১

মোহামমদ কামরুজজামান বলেছেন: আসুন বলি প্রাণ খুলে ও লিখি হাত খুলে,

" যা লাউ, তাই কদু, ফলাইছে আমার,
(মহামহিম কৃষক) আনিস কাগু"। - ইবার হবে খেলা । জেল নয় টাহা চাই

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে কী থাকছে বা কি থাকছে নতুন আইনে

- ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারা, যেমন মানহানির ধারায় আগে শাস্তি ছিল কারাদণ্ড। প্রস্তাবিত আইনে সেটি পরিবর্তন করে করা হয়েছে জরিমানা (আহা টাহা B-)) আর টাহা) ।

- - ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মানহানির বিষয়টি রয়েছে। এই ধারা অনুযায়ী, মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে।

প্রস্তাবিত নতুন আইনে এই অপরাধের জন্য কারাদণ্ড বাদ দিয়ে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। এখন এই অপরাধের জন্য অনধিক ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, জরিমানা না দিলে তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে। কিন্তু অপরাধের মূল শাস্তি হলো জরিমানা।

- ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা-২১ এ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা বা প্রচারণার জন্য দণ্ডের বিধান রয়েছে। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে।

--প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে এই সাজা কমিয়ে সাত বছর করা হয়েছে।

- ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড বা ২৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

--প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে এই সাজা কমিয়ে সাত বছর করা হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন,"ডিজিটাল নিরাপত্তা আইন আমরা বাতিল করছি না। এই আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন আইন করছি। নতুন আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রায় সব বিধানই থাকছে "। (প্রথম আলো - ০৭ আগস্ট ২০২৩) ।

তবে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের মূল বিষয় বা ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন যা হচছে, তা হলো-" মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের অপরাধে কারাদণ্ডের পরিবর্তে প্রস্তাবিত আইনে শুধু জরিমানার বিধানের কথা বলা হয়েছে"।

কাজেই , " ফেল কড়ি , মাখ তেল" এর মত "লিখুন ইচছামত, আর জরিমানা দিন আইন মতো"।

০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ কামরুজ্জামান একেবারে বস্ত্রহীন করে সবাইকে ডিজিটাল দেখিয়ে দেবার জন্য ।

২| ০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যা লাউ, তাই কদু।

০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩২

শাহ আজিজ বলেছেন: হুম , ধন্যবাদ বাঙালী ।

৩| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৪

অরণি বলেছেন: সব ফন্দিফিকির হলো জনগনের কন্ঠরোধ করা।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩১

শাহ আজিজ বলেছেন: আমার জীবনে ২০০৭ এর সেনা সমর্থিত সরকারের সময় ছাড়া এত মুক্ত বিহঙ্গের মত আর কখনো ঘুরতে পারিনি ।

৪| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৫

তানভির জুমার বলেছেন: এরা নিজেরা ইডিয়েট এই জন্য অন্য মানুষদেরও ইডিয়েট মনে করে।

০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৬

শাহ আজিজ বলেছেন: লীগ সরকার তার সরবচ্চ আচরন সীমা লঙ্ঘন করেছে , আর নয় ।


অথচ তার অর্জন ছিল যথেষ্ট ঈর্ষনীয় । খুব সহজেই পার পেতে পারত সেতু ।

৫| ০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

জ্যাক স্মিথ বলেছেন: সবচেয়ে বড় প্যাঁচ হচ্ছে কথার প্যাঁচ, আর সবচেয়ে বড় ফাঁক হচ্ছে আইনের ফাঁক।

০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: কথা সত্য । আমরা এদের উচ্ছেদ করলেও অন্য দল এই সুবিধা গ্রহন করবে ।

৬| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১০

কামাল১৮ বলেছেন: সরকারের আয়ের একটা পথ খুলে গেলো।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: ওই আর কি !

৭| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৭

ঢাবিয়ান বলেছেন: এই সরকারের পতন না হলে , সামনের সময় অন্ধকারছন্ন ।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৫

শাহ আজিজ বলেছেন: আমি লীগের ভোট ব্যাঙ্ক । আমিই চাইছি পার্টিতে সংস্কার হোক । যারা পার্টি পদ নিতে চান তারা মন্ত্রীসভায় স্থান পাবেন না । আমরা পারিবারিক শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি ।

৮| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




সহব্লগার মোহামমদ কামরুজজামান এর মন্তব্যের সাথে সহমত। তার বলা--- " ফেল কড়ি , মাখ তেল" এর মত "লিখুন ইচছামত, আর জরিমানা দিন আইন মতো"। কথাটি সেই রকম হয়েছে! ;)

"যাহা লাউ তাহাই কদু" র একেবারে সার্থক উদাহরণ.....................

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: মনিরুজ্জামান খোলাসা করেই লিখেছে ।

৯| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: সামনে নির্বাচন। সরকার এখন অনেক কিছুই করবে। সব লোক দেখানো। নির্বাচনের পর সরকার চোখ পালটি দেবে।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: বাদরের খেলা ।

১০| ১০ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৪

শেরজা তপন বলেছেন: ওই লাদু-কদুর ব্যাপার আর কি! সামনে কোনভাবে উলটা পালটা হইলে আইনের ফাঁক গলে বের হবার একটা উপায় করে রাখলেন আরকি।

১০ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: আমরা কবে সভ্য হব ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.