নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শ্রাবনের শেষ ধারা

১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৫





শ্রাবনের শেষ দিনগুলোতে বর্ষা তার অফুরন্ত ভাণ্ডার খুলে দিয়েছে যেন । আষাঢ় একরকম ফাকিই দিয়ে গেছে । যাক ফসল নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল তারা আশার আলো দেখছেন । চারিদিকে একটা শীতল আমেজ , কাঁথা মুড়ি দিয়ে আলসে হবার দিন এখন । তার ভেতরে জীবন থেমে নেই । রিকশাওয়ালাদের কষ্টটা বেশী । কাক ভেজা হয়ে গাহাক নিয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে । রাস্তার কিনারে যে ফকিরগুলো ভিক্ষা করত তারা শ্রাবনের ধারায় উধাও । ওদের চাল বাড়ন্ত বলেই একটু নিশ্চিন্ত ওরা । দালান সাইটে কর্মীরা বসে বিড়িতে দম দিচ্ছে । খিচুড়ি খাওয়ার দিন এখন । সঙ্গে মাছের টুকরো ভাজি । ইলিশের নাম নাইবা নিলাম ।

এরকম বৃষ্টিতে কাক ভেজা হয়েছেন কখনো ? ঐ ভেজার মজাই আলাদা । বিকেলে ধোয়া ওঠা চা আর চানাচুর মুড়ি মাখা , আহা কিসব দিন গেছে যৌবনে । বৃষ্টির একটা সোঁদা গন্ধ আছে যা প্রেমিকার শরীরে পাওয়া যায় শুধু । রাত যত গভীর হয় উত্তেজনা ততই বাড়ে , নিঃসঙ্গদের কোন সমাধান নেই ।

বিদায় শ্রাবন ।।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৪

রানার ব্লগ বলেছেন: নিঃসঙ্গদের কোন সমাধান নাই !!!

১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৮

শাহ আজিজ বলেছেন: আছে , কায়দা কইরা সমাধান করতে হয় B-)

২| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: বর্ষাকাল শেষের দিকে।
আজ ইচ্ছা করেই ভিজলাম। ব্যাংকে কাজ ছিলো। সেটা করলাম। ছাতা সাথে নিই নি। ভিজতে ভালোই লাগলো। আমার আবার বৃষ্টির পানি মাথায় পড়লেই জ্বরজারি আসে না।

১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৪

শাহ আজিজ বলেছেন: তুমি মৎস্য কুলের বংশধর , তোমার জ্বরজারি আসবে না ।

৩| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: হাদিস পার্কের পাশে দুইটা পুরির দোকান ছিলো। ছোট্ট সাইজের ডাল পুরি বিক্রি করতো। সন্ধ্যায় যখন টিপটিপ করে বৃষ্টি পড়তো, ঐ দোকানে বসে পুরি খাওয়া আমার শখের একটা কাজ ছিলো। বৃষ্টির ছিটা পায়ে লাগতো, অদ্ভুত একটা ফিলিংস হতো।

১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৯

শাহ আজিজ বলেছেন: আমরা তখন বাংলা খাইয়া রাস্তায় এক হিন্দু দোকানদার পেয়াজু ,বেগুনি, আলু চপ, ছোলাভাজা মুড়ি মাখিয়ে বিক্রি করত , আহা কি স্বাদের । পুজা মণ্ডপের উল্টো দিকে । ওর ভাজা পোড়া খেয়ে নেশা এক ডিগ্রি বেড়ে যেত ।

৪| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেসমেস বৃষ্টিটা ভালোই লাগলো।

১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১০

শাহ আজিজ বলেছেন: হুম বেশ এঞ্জয় করলাম ।

৫| ১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর কাব্যিক গদ্য।

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ হাসান ।

৬| ১৩ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: আজ বৃষ্টি ছিলো প্রায় সারাদিনই। স্কুল ছুটির সময় বাচ্চাদেরকে হ্যান্ডওভার করতে গিয়ে পা ভিজে চুপচুপা। এখন আমার পা ব্যাথা করছে! :((

সব টিচারদেরই নাকি জ্বর জ্বর সর্দি কাশি গলাব্যাথা!

গেছি :(

১৩ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৪

শাহ আজিজ বলেছেন: খুব সাবধান থাকবে । করোনা তার ভিন্ন রুপ নিয়ে এগুচ্ছে আর ডেংগু মিয়া তো আছেই ।

৭| ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



বৃষ্টির পানিতে শরীরে কাপড় ভিজেছে, আবার শরীরে থেকেই কাপড় শুকিয়েছে। এই গুলো কষ্ট ছিলো নাকি সুখ জানিনা, তবে দায়িত্ব ছিলো ডিউটি ছিলো এইটুকু জানি।


১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৩০

শাহ আজিজ বলেছেন: ধনীর জন্য তা সুখের এবং গরীবের জন্য দুঃখ আর অভিশাপের কারন সে তার একমাত্র কাপড় ভিজিয়ে ফেলল ।

৮| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৬

কামাল১৮ বলেছেন: স্মৃতি বলতেই মধুর।সেই সব স্মৃতি কার না ভালো লাগে।যেদিন গেছে সেদিন আর আসবে না।

১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: হুম , তা বটে । বৃষ্টিতে ভেজার অনেক গল্প আছে আমার কৈশোরে ।

৯| ১৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রায় দশ দিন ধরে একাধারে বৃষ্টি। যাক শ্রাবণটা ভালই কাটছে। ঝুম বৃষ্টিতে ভিজার মজাটাই আলাদা।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: আমি ভিজিনি তবে মজা নিয়েছি ।

১০| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৩

রানার ব্লগ বলেছেন: যতো যাই বলে এই ধারায় কৃষকের লাভ হচ্ছে । পুরা আষাঢ় জুড়ে বৃষ্টি হীন । শ্রাবনের শেষেই যা একটু ঝড়ছে ।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০০

শাহ আজিজ বলেছেন: আমারও তাই মনে হয়েছে ।

১১| ১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: দুঃখ এ বছর বর্ষাকাল টা উপভোগ করতে পারলাম না।
বর্ষাকাল উপভোগ করতে জানতেন আমাদের রবীন্দ্রনাথ। বজরা নৌকায় বসে পদ্মানদীতে বর্ষাকাল উপভোগ করতেন কবি।

১৪ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:০১

শাহ আজিজ বলেছেন: ব্যাঙ্কে যাইতে আইতে পুরা ভিজেস , তাতেও শখ মেটেনি???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.