নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
১৯ বছর বয়সে তিনি বাবা হন
২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...
৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।
স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন।
সংগৃহীত
১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:০০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
২| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৮
সাদা মনের মানুষ বলেছেন: এমন ইতিসাহগুলো আমাদের অনুপ্রেরণা জোগায়, ধন্যবাদ ভাইজান।
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ মুল্যবান তথ্য সমৃদ্ধ পোষ্ট ।
KFC আমার খুবই প্রিয় একটি
খাবারের জায়গা , বাসার খুব কাছেই
আছে একটা KFC আউটলেট । প্রায়
নিয়মিতই সেখানে যাওয়া ও খাওয়া হয় ।
KFC এর প্রতিষ্টাতার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী ।
তিনি অনেকের কাছেই অনুকরনীয় ।
পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম ।
শুভেচ্ছা রইল
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ডঃ আলী ।
কেনটাকি চিকেন শুরু পিকিঙ্গের বিশাল আউটলেটে । টানা তিন মাস খেয়ে বোর হয়ে ছেড়ে দিলাম সেই ১৯৮৭ সালে ।
৪| ১৪ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
শায়মা বলেছেন: এই জন্যই বলে আশাই মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে।
আশার কাছে হার মানা চলবেই না।
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৯
শাহ আজিজ বলেছেন: বিষয়বস্তুতে নতুনত্ব থাকতে হবে তাহলেই মার্কেট পাবে ।
৫| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: আজ সন্ধ্যায় কেএফসি'র চিকেন খেয়েছি। হে হে
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৪
শাহ আজিজ বলেছেন: হা হা হা
৬| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫১
ঋণাত্মক শূণ্য বলেছেন: একদা এক মোটিভেশনাল স্পিকার এমন এক কাহীনি শুনাইলো। তাহার পর সে সকল জিজ্ঞাসা করিলো, উনারা এত সমস্যার পরও পারিয়াছেন, তোমরা কেন পারিবে না? জনতা হইতে এক যুবক খাড়া হইয়া বলিলো, আমার বাপে আমার মাকে পোয়াতি বানাইয়া পালাইয়া যায় নাই, আমার বাপ মায় আমাকে অন্যের কাছে পালনের জন্য দেয় নাই, আমাকে না খাইয়া কোন মিশনের দরজায় দাড়াইতে হয় নাই, আমার বউই নাই-তাই কেউ তালাক দেয় নাই, আমার ইত্যাদি ইত্যাদি সমস্যা নাই---- তাই আমি "পারিবো না"!
১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫১
শাহ আজিজ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪০
রানার ব্লগ বলেছেন: কথা সত্য !