নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করোনা কালে অনলাইন খাবারের বিজ্ঞাপনের ছড়াছড়িতে চুই ঝালের ব্যাপারটা উঠে আসে । প্রথমেই চুই এর বৃত্তান্ত বর্ণনা করি । চুইঝালের উদ্ভিদতাত্ত্বিক নাম piper chaba এবং এটি পিপারেসি পরিবারের। পান ও চুইঝাল একই পরিবারের সহোদর। চুইঝাল সাধারণত ২ ধরনের—ঝাড় চুই এবং গেছো চুই।
চুইয়ের কাটিং যেকোনো হালকা উঁচু জায়গায় বা গাছের গোড়ায় রোপণ করা যায়। উঁচু জায়গায় চুইঝাল গাছ ভালো হয়, গোড়ায় পানি জমলে গাছ পচে যায়। বৈশাখ-জ্যৈষ্ঠ ও আশ্বিন-কার্তিকে চুইঝালের লতা লাগানোর উপযুক্ত সময়। একটি চুই গাছের পুরো অংশ স্বাভাবিকভাবে এক থেকে দেড় মণ পর্যন্ত হতে পারে।চুই গাছে ফুল-ফল উভয়ই হয়। চুইয়ের পুরুষ-স্ত্রী ফুল আলাদা লতায় জন্মে। পরাগায়ন প্রাকৃতিকভাবেই সম্পন্ন হয়। ফুল লাল, লম্বাটে। দূর থেকে দেখতে অনেকটা মরিচের মতো। কাছে গেলে ফলের প্রাকৃতিক নান্দনিক কারুকার্য ধরা পড়ে। বীজ থেকে চারাও হয়। শুধুমাত্র চুইয়ের চারা বিক্রি করে খুলনার অন্তত ১০ কৃষক লাখপতি হয়েছেন। খুলনার পাশাপাশি যশোর, বাগেরহাট, সাতক্ষীরাতে এর ব্যাপক চাষ দেখা যায়।
বর্তমান বাজারে প্রতি কেজি চুই মানভেদে ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ঈদের বাজারে এই দাম ২ হাজার টাকাও ছাড়িয়ে যায়।
মাটির নিচের অংশ শিকড় চুইয়ের দাম সবচেয়ে বেশি। এরপর কাণ্ড, ডাল এসবও ভালো দামে বিক্রি হয়।
ছোটবেলায় চুইঝাল বেশ চলত আমাদের বাড়িতে । গরু খাসি মায় কি বুড়ো মুরগিতেও চুইএর ডাল দেয়া হতো । মুখে মাদকতায় মেশানো একটা ঝাল ভাব অনুভুত হতো । ৫/৬ মিনিট পরে ঝাল ভাবটা উধাও হতো । গরুর বা খাসির মাংসে চুই নেই এটা ভাবাটাও অন্যায় ছিল । আমি ৭০ দশকের শেষ দিকে চুই পছন্দ করেন এমন লোকেদের জন্য খুলনা থেকে ঢাকায় নিয়ে আসতাম ।
শুক্রবার অনেকদিন বাদে সিরাজের চুই গোস্ত খেলাম বাপ বেটি মিলে। স্বাদ অসাধারন তবে মাংস বুড়ো গরুর ছিল বলে ওখানে মজতে পারিনি । চুই দিয়ে রান্না করে দেখতে পারেন কেমন এই চুই ঝাল ।
খুলনা বিভাগের ৪ জেলায়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলে মোট ১১০ হেক্টর জমিতে চুইয়ের চাষ হচ্ছে। এর মোট উৎপাদন প্রায় ১৯০ মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য মতে মোট ৩ হাজার ৫৭০ জন কৃষক এসব জেলাতে চুই চাষের সঙ্গে যুক্ত।
ছবি তুলতে মনেই ছিল না তাই স্টার থেকে ছেপে দিলাম ।
১৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৭
শাহ আজিজ বলেছেন: চুই ঝালের ডাটার ছবি । গরুর মাংস চুই দিয়ে রান্না করা ছবি । সাথে আস্ত রসুন । খুব টেস্টি হয় । মিরপুর ১ এ পাওয়া যায় , একদিন খেয়ে যাবেন । ঢাকাতে চুই চেনে না কেউ তবে ফেসবুক চিনিয়ে দিচ্ছে । গুগল করুন পুরো ধারনা পাবেন ।
২| ১৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেসবুক বা অনলাইনের কল্যানে একখন চুই ঝাল ব্যাপক পরিচিতি পেয়েছে।এখন খাওয়া হয়নি তবে খাওয়ার আশা রাখি। আমাদের এদিকে প্রচলন নেই তাই খেতেও তেমন কেই আগ্রহীনা।+++
১৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৮
শাহ আজিজ বলেছেন: খুব মজার , একদিন হয়ে যাক ।
৩| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪২
কামাল১৮ বলেছেন: খাওয়াতো দুরের কথা,কখনো দেখিনাই।
১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৫
শাহ আজিজ বলেছেন: আপনি না সারা বাংলাদেশ ঘুরেছেন ??
৪| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: চুই ঝাল নিয়ে আমার কোনো আগ্রহ নাই।
১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৫
শাহ আজিজ বলেছেন: ভাল ।
৫| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: আমি আর ব্লগার শ্যাইয়ান ভাই একবার সিলেট গিয়েছিলাম। শ্যাইয়ান ভাইয়ের গ্রামের বাড়ি।
সেখানে একলোক চুইঝাল দিয়ে সিঙ্গারা বানায়। স্থানীয়দের মধ্যে ঝুইঝাল সিঙ্গারা অনেক জনপ্রিয়। সেই সিঙ্গারা খেলাম। আমার কাছে আহামরি মনে হয়নি।
১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৬
শাহ আজিজ বলেছেন: চুই দিয়ে শিঙাড়া ? শুনিনাই কখনো !!
৬| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৬
জ্যাক স্মিথ বলেছেন: সারাজীবন শুধু চুই ঝালের নামই শুনে গেলাম, খাওয়ার ভাগ্য হলো না কোন দিন। মিরপুর ১ এ কোন রেস্টুরেন্টে পাওয়া যায় এটা?
তবে খাঁটি চুই ঝাল পাওয়া যায় খুলনা অঞ্চলে।
১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪০
শাহ আজিজ বলেছেন: চুই লিখে গুগল করুন রেস্টুরেন্টের বিস্তারিত পাবেন ০১৯২৮৮১৮৬৯৬ খুলনা হোটেল ত্রন্ড বিরিয়ানী হাউজ, চিড়িয়াখানা রোড , মিরপুর , ঢাকা । আরটিসান এর উল্টো দিকে সিরাজ চুই গোস্ত , মিরপুর ১ ।
৭| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার তিন খালা খুলনায় থাকেন। ওনাদের বাসায় চুই ঝাল দুই একবার খাওয়ার পরে ভয়ে আর খাই নাই।
১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪২
শাহ আজিজ বলেছেন: ভয় কি ? একটু ঝাল , পাচ মিনিট থাকে ।
৮| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: অনলাইনে খাবারের ব্যবসা খুব জমে উঠেছে।
খাবারের অর্ডার করলেই দারুন সব খাবার বাসায় এসে দিয়ে যায়।
১৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৮
শাহ আজিজ বলেছেন: হ্যা , ঢাকা নগরীর নতুন সংস্করন অনলাইনে খাবার । এই সাথে গড়ে উঠেছে বিতরন প্রতিষ্ঠান ফুড পাণ্ডা । দিন বদলাচ্ছে ।
৯| ১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩০
মেহবুবা বলেছেন: প্রিয় চুই ঝাল। প্রায়শ খাই, ভালবেসে খাই।
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৩
শাহ আজিজ বলেছেন: খুব ভাল ।
১০| ১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৪
জুন বলেছেন: খুলনায় এক বাসায় খেয়েছিলাম । অনেক ঝাল লাগছিল
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ১১:১৩
শাহ আজিজ বলেছেন: এর ঝাল বেশিক্ষন থাকেনা ।
১১| ১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৭
সোহানী বলেছেন: খাইছি আজিজ ভাই। খাওয়ার পর মনে হইছে কেন মাইনষে এই কাঠের টুকরা খায়..........
১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৪১
শাহ আজিজ বলেছেন: চুই এর প্রকার ভেদ আছে । একেবারে গোঁড়ার চুই শাঁসে পরিপূর্ণ থাকে , ওটা মজার । ডাল পালায় তেমন থাকে না বলেই ওটাকে কাঠের টুকরো মনে হবে ।
১২| ২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:২৫
আমি ব্লগার হইছি! বলেছেন: গত ঈদে যশোরে যেয়ে আপনার পোষ্টের ছবির মতো চুই ৮০০ টাকা কেজি দামে কিনেছিলাম বড় বাজার থেকে। জিনিষ টা বেশ ভালো ছিলো। ঢাকায় কিছুটা নিয়ে এসেছি।
২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৬
শাহ আজিজ বলেছেন: ৮০০ তাকায় অবশ্যই ভাল চুই পাবেন । সহজে নরম হয় এবং চাবাতে বেশ মজা ।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, প্রথম ছবি দেখে ভাবলাম রসালো কো খাবার আইটেম হবে তাই আগ্রহ নিয়ে দেখলাম এবং পুরো লেখা পড়ে আইটেমটি সম্পর্কে সঠিক ধারনা পেতে ব্যর্থ হলাম । তবে শেষের ছবি দেখে সজনে বা সাজনা কিনা তাই ভাবছি?
যদিও আমার মনে হয় , তা সাজনাও নয় এবং চুই বাবুকে কোথাও দেখেছি বলেও মনে করতে পারছিনা।