নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিমান দুর্ঘটনায় অন্যদের সঙ্গে নিহত হয়েছেন ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। রাশিয়া তথা সারাবিশ্বে তিনি এক আলোচিত নাম। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে স্বল্প সময়ের জন্য বিদ্রোহ করে অমিত সাহসের পরিচয় দিয়ে তিনি সারাবিশ্বের নজরে আসেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতটা দুর্বল অবস্থায় আছেন, তা প্রকাশ হয়ে পড়ে তার ওই বিদ্রোহে। দেশ বিদেশে পুতিনের এই সামরিক দুর্বলতার বিষয়ে ফলাও করে রিপোর্ট প্রকাশ হয়। অর্থাৎ পুতিনের চেয়ে দৃশ্যত নিজের শক্তিমত্তা প্রদর্শন করেন প্রিগ্রোজিন। বিমান দুর্ঘটনায় তার মৃত্যুকে ঘিরে তাই এখন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি স্বাভাবিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন নাকি তাকে হত্যার নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন? এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। এমন প্রশ্ন অমূলকও নয়। কারণ, সাবেক গোয়েন্দা সংগঠন কেজিবির সাবেক বস পুতিন খেলেন খুব ঠাণ্ডা মাথায়।
কে এই প্রিগোজিন
ইভজেনি প্রিগোজিনের জন্ম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। একই শহরে জন্ম পুতিনেরও। ১৯৭৯ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথমবার অপরাধী সাব্যস্ত হন প্রিগোজিন। চুরির দায়ে আড়াই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয় তাকে।এর দুই বছর পরেই চুরি ও ডাকাতির মামলায় ১৩ বছর কারাদণ্ড হয় প্রিগোজিনের। এর মধ্যে নয় বছর কারাভোগ করতে হয়েছিল তাকে।কারাভোগ শেষে ব্যবসা শুরু করেন প্রিগোজিন। সেন্ট পিটার্সবার্গে দোকান দিয়ে হট ডগ বিক্রি শুরু করেন তিনি। ব্যবসা বেশ ভালো চলতে শুরু করে।
নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনে অরাজকতার মধ্যেই শহরটিতে একটি বিলাসবহুল রেস্তোরাঁ চালু করেন প্রিগোজিন। তখন থেকেই বিত্তবান, ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মেলামেশা শুরু হয় তার। রেস্তোরাঁর সূত্রেই পরিচয় হয় পুতিনের সঙ্গে। তখন তিনি শহরটির ডেপুটি মেয়র। প্রেসিডেন্ট হওয়ার পরেও পুতিন তার বিদেশি অতিথিদের প্রিগোজিনের রেস্তোরাঁয় নিয়ে যেতেন।
এভাবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন প্রিগোজিন। কয়েক বছর পরে তার মালিকানাধীন ক্যাটারিং কোম্পানি কনকর্ড ক্রেমলিনে খাবার সরবরাহের দায়িত্ব পায়। এর মধ্য দিয়ে ‘পুতিনের বাবুর্চি’ বলে পরিচিতি পান প্রিগোজিন। এরপর সামরিক বাহিনী ও সরকারি স্কুলেও খাবার সরবরাহের দায়িত্ব পায় কনকর্ড।
২০০০ সালের পর থেকে নজরকাড়া উত্থান শুরু হয় প্রিগোজিনের। একসঙ্গে একাধিক কোম্পানির মালিক হয়ে যান তিনি। তার কোম্পানিগুলো একচেটিয়াভাবে রুশ সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ পেতে শুরু করে। এভাবে বিপুল অর্থ উপার্জন করেন তিনি।
ধারণা করা হয়, এই অর্থ দিয়েই ওয়াগনার বাহিনী গড়ে তোলেন প্রিগোজিন। পরে তিনি নিজেই বাহিনীর শীর্ষ নির্বাহী ও কমান্ডার পদে যুক্ত হন।
ওয়াগনার বাহিনী কারা?
এই বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন সম্ভবত চেচনিয়ায় যুদ্ধ করা রুশ সেনা কর্মকর্তা দিমিত্রি উটকিন। তবে এর বড় উত্থান ঘটে প্রিগোজিনের হাত ধরে।ক্রিমিয়া দখলের জন্য ২০১৪ সালের যুদ্ধে রাশিয়ার হয়ে প্রথমবার মাঠে নামে ওয়াগনার গ্রুপ। তখনই এ বাহিনীর অস্তিত্ব টের পায় পুরো বিশ্ব। এরপর ২০১৫ সালে সিরিয়াতে সরকার সমর্থিত বাহিনীর পাশে থেকে যুদ্ধ করে ওয়াগনার বাহিনী। সেসময় সিরিয়ার তেলের খনিগুলো পাহারা দিতো এই বাহিনীর সদস্যরা। ইউক্রেন যুদ্ধেও সক্রিয় অংশ নিয়েছে ওয়াগনার গ্রুপ।
প্রথমদিকে এই গ্রুপের সৈন্যসংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার, যাদের অধিকাংশই ছিল বিভিন্ন রেজিমেন্টের সাবেক সৈন্য। তবে ক্রেমলিন নিয়মিত বাহিনীর জন্য লোক পেতে সমস্যায় পড়ার পর ওয়াগনার বাহিনী বড় সংখ্যায় নিয়োগ দিতে শুরু করে। বর্তমানে তাদের সৈন্যসংখ্যা ২৫ হাজারের বেশি, যার ৮০ শতাংশই এসেছে রাশিয়ার কারাবন্দিদের মধ্য থেকে।
সূত্র: বিবিসি
কেএএ/
মানবজমিন
২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৫
শাহ আজিজ বলেছেন: হয়ত কাজ শেষ করে রাশিয়ায় ফিরেছিল । প্রিগোজিনের সাথে ৮ জন সাধারন যাত্রী ছিল যারা নিহত হয়েছে ।
২| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ অপরাধী হিসাবে তার মৃত্যু দন্ড প্রাপ্য ছিলো। তার বস থেকে সে সেটা পেয়ে গেছে।
২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৬
শাহ আজিজ বলেছেন: এইবার বসের শাস্তি কে দেবে ?
৩| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩
জুন বলেছেন: ভাড়াটে সৈন্যবাহিনী প্রধান প্রিগোজিনের সাথে দিমিত্রি উতকিন ও নিহত হয়েছে। জুন মাসে যখন সে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন তার পরিনতি নিয়ে এমন আশংকাই ছিল আর সবার মত আমারও। কেজিবি প্রধানের দিল অত নরম না যে যেই ঘটনায় তার গদি টলমল করে দিয়েছে তাকে ক্ষমা করবে শাহ আজিজ ভাই।
২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: রাশিয়ায় কার্যত আন্তঃ বিবাদ শুরু হয়েছে । পুতিন যতই শক্তিধর হোক তাকে পরাজয় মেনে নিতে হবে । রাশিয়াকে ধ্বংসের মুখে নিয়ে যাবার জন্য এই পুতিন দায়ী ।
৪| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: উহার উত্থানের গল্প বেশ জমজমাট! আমারও বড় একটা রেষ্টুরেন্ট দিতে মন চায়!
২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৭
শাহ আজিজ বলেছেন: দিয়ে দিন , রেস্টুরেন্ট ব্যাবসায় সময় দিতে হবে তাহলে জমবে । স্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় ।
৫| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩২
জ্যাক স্মিথ বলেছেন: লোকটা বোকা ছিল, তা না হলে পুতিনের ধারে কাছে ঘেষতেন না। এত বড় অপরাধ করেও পুতিনের মাফ করে দেয়ার বিষয়টা সবাই সন্দেহের চোখেই দেখেছিল।
রাশিয়াকে ধ্বংসের মুখে নিয়ে যাবার জন্য এই পুতিন দায়ী ।
২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৮
শাহ আজিজ বলেছেন: প্রিগোজিন লোভী মানুষ ছিল ।
সহমত ।
৬| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫২
জগতারন বলেছেন:
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ময়দানের
এক মীর জাফর -এর চির বিদায় হয়েছে।
২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৯
শাহ আজিজ বলেছেন: পুতিনের বিদায় কবে হবে ?/
৭| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৮
রানার ব্লগ বলেছেন: মাইনাস ফর্মুলা কাজ করেছে ।
২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২০
শাহ আজিজ বলেছেন: হুম বটে ।
৮| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিদ্রোহ করার পরই ও পুতিন থেকে মাইনাস হয়েছে; যাতে হইচই না হয় তাই এ ব্যবস্থা।
২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৫
শাহ আজিজ বলেছেন: চোর ডাকাত নিয়ে হৈচৈ ?? ছিঃ ----------------------------------
৯| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৯
বাকপ্রবাস বলেছেন: রাশিয়া অনেকদিন চুপ মেরে ছিল, এখন আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, যার ফলে দুই সুপার পাওয়ার নিজেদের আধিপত্য এর জন্য পৃথিবীতে আবার যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করে দিচ্ছে। বাংলাদেশও হিট লিষ্টে মনে হচ্ছে
২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৮
শাহ আজিজ বলেছেন: এখন বাজার খারাপ । পুতিন ব্যার্থ । বেটার মাজা ভাইঙ্গা গেছে ।
১০| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৬
কামাল১৮ বলেছেন: রাশিয়া ধ্বংস হলে আমেরিকা ইউরোপ সে ধ্বংস করে দিবে,এই ঘোষণা সে দিয়ে রেখেছে।
২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৫
শাহ আজিজ বলেছেন: এখন পুতিন মাজা ভাঙ্গা চেয়ার
১১| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: আপনার পোস্ট থেকে জানলাম।
পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি। টিভিতে খবরও দেখি না।
২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৬
শাহ আজিজ বলেছেন: আমার অনেকগুলি ট্যাব চালু থাকে বিবিধ খবর জানার জন্য ।
১২| ২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: "পিপিলীকার পাখা গজায় মরিবার তরে"। ছোটবেলায় শেখা এই প্রবাদবাক্যটি সত্য বলে প্রমাণিত হয়েছে আরো একবার।
২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৭
শাহ আজিজ বলেছেন: প্রিগোজিন এটাকে খাবার সারভিং এর মত ভেবেছিল ।
১৩| ২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
জুন বলেছেন: আপনার ঘরের সামনে যখন শত্রু আস্তানা বানাবে তখন আপনিও তার প্রতিবাদ করবেন শাহ আজিজ ভাই। কিউবাতে রাশিয়া কি কাজে জানি গিয়েছিল আল্লাহ মালুম , আমেরিকা তার সপ্তম নৌবহর নিয়ে ধাওয়া দিয়ে তাদের এলাকা ছাড়া করেছিল গেল গেল রব তুলে । এখন রুশ সীমান্তে যা একদা তাদের দেশ ছিল বর্তমানে স্বাধীন ইউক্রেনকে যখন ন্যাটোর অন্তর্ভুক্ত করতে চাইছে পশ্চিমা দেশগুলো । জেলেনেস্কিকে ক্রমাগত উস্কানি দিচ্ছে তখন রাশিয়ার প্রধান হিসেবে পুতিনের কি করার আছে বলুন ? তার আত্মরক্ষার জন্য হলেও এই যুদ্ধে নামতে হবে । তবে তুরস্ক ও অন্যান্য দেশের আলাপে দু একবার শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল । রাশিয়া মানলেও জেলেনেস্কি মানে নি । এখন ইউক্রেন মস্কোতে যে ড্রোন মারছে এতে কিন্ত ড্রোন সাপ্লায়ার স্বয়ং আমেরিকারও সায় নেই । কারন পারমানবিক যুদ্ধের আশংকা ।
আপনি সবই জানেন তারপর ও আমি বললাম আর কি
২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৭
শাহ আজিজ বলেছেন: রাশিয়ার একটি পারমানবিক স্থাপনায় ইউক্রেনের দ্রোণ হামলায় পুরোটাই ধ্বংস হয়েছে ।
৬০ এর দশকে ক্যাপিটালিস্ট ভারসাস কমিউনিস্ট ঠাণ্ডা যুদ্ধের সময় সোভিয়েত আমেরিকার কাছেই কিউবাতে স্থান গাড়তে চেয়েছিল । কিউবা এখন ভুগছে অনিরাময়যোগ্য অসুখে ।
আমি ইউক্রেনের পক্ষে সবসময় । পুতিন ভেবেছিল খুব সহজেই গিলবে কিয়েভ কে কিন্তু এটা কেজি বির অফিস না , এটা রনাংগন ।
কেউই নিউক ব্যাবহার করবে না বলে বিশ্বাস করি ।
১৪| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: পুতিনের মান ইজ্জতের প্রশ্ন ছিল এটা। তাই প্রাক্তন কেজিবি কর্মকর্তা কাজটা করে ফেললেন।
২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:১৬
শাহ আজিজ বলেছেন: হ্যা , সেরকমই মনে হচ্ছে । পুতিন হচ্ছে এরশাদের মত ছোটলোক । উপরে উঠলে এরা নিচুমানের কাজ ভোলেনা ।
১৫| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার অনেকগুলি ট্যাব চালু থাকে বিবিধ খবর জানার জন্য ।
আসলে ভালো খবর মনকে আনন্দ দেয়। খারাপ খবর মনকে বিষিয়ে তোলে। খারাপ খবরের ভয়ে পত্রিকা, মিডিয়া থেকে দূরে থাকি।
২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৬
শাহ আজিজ বলেছেন: হুম , আমি সবটাই পড়ি ।
১৬| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১২:২৭
সোহানী বলেছেন: আজ থেকে বছর চারেক পর হঠাৎ প্রিগোজিন হাজির হলে মোটেও অবাক হবো না। পুতিনকে দিয়ে সবই সম্ভব।
২৭ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: হা হা হা ।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৬
আমি সাজিদ বলেছেন: মস্কো একে গত সপ্তাহেই আফ্রিকায় পাঠালো, এরপর কি ভেবে আবার ফেলে দিল!