নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। সেই শিশুটি বেচে আছে

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫




গেল রাতের বর্ষামুখর রাতে মিরপুর কমার্স কলেজের কাছে একটি পরিবার পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে পরিবারের তিন সদস্য আর উদ্ধারকারি এক কিশোর মারা যায় । ৭ মাসের শিশুটি অলৌকিক ভাবে বেচে যায় । ওর বাবা ওকে ছুড়ে মেরেছিল । একজন হিজড়া শিশুটিকে উদ্ধার করে । শিশুটিকে হাসপাতাল সেবা দিয়ে আজ সকালে ঢাকা মেডিক্যালে তার আত্মীয় স্বজনদের মাঝে দেখা গেছে । ওর বাবা , মা এবং বোনের মরদেহ লাশ ঘরে সংরক্ষিত আছে । শিশুটির কোন বৈধ অভিভাবক না থাকায় হিজড়া দুজনের কাছেই রাখা হয়েছে আপাতত । খুবই মর্মান্তিক একটি ঘটনা । বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারের দায়িত্ব বিদ্যুৎ বিভাগের । কাল নাকি ঐ তারের উপর বজ্রপাত হয়েছে । এই অনাহুত দুর্ঘটনায় শিশু তার পরিবারের সবাইকে হারাল যা চরম দুঃখজনক । সব শেষে যা হয় শিশুটিরও তাই হবে , সরকারি শিশুসদনে আশ্রয় ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

নতুন বলেছেন: বিদ্যুত বিভাগের বিরুদ্ধে মামলা করা উচিত। দায়ীত্বে অবহেলার কারনে এতো গুলি প্রান গেলো এবং শিশুটির জীবন পাল্টে গেলো।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

শাহ আজিজ বলেছেন: কে কার বিরুদ্ধে মামলা করবে । বেশী বললে উত্তর আসবে আল্লার মাল আল্লা লইয়া গেছে ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



সরকারী শিশুসদন আছে?

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

শাহ আজিজ বলেছেন: দেশে সরকারী শিশুসদনের সংখ্যা অনেক ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৩

মিরোরডডল বলেছেন:




ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক। দুর্ঘটনায় পরিবারের এতোগুলো মানুষের একসাথে মৃত্যু।
শিশু বেঁচে আছে এটা আনন্দের খবর কিন্ত শিশুটির ভবিষ্যৎ কি হবে সেটা ভাবনার বিষয়।

যেহেতু বিদ্যুৎ বিভাগের নেগ্লেজেন্সির জন্য এই দুর্ঘটনা, সরকারের উচিত এই শিশুটির সম্পূর্ণ দায়ভার বহন করা।
ঝড়বৃষ্টিতে বৈদ্যুতিক তারে যেনো আর এভাবে মানুষের মৃত্যু না হয়, এটা নিয়ে কাজ করা উচিত।

কেমন হবে শিশুটির আগামী দিনগুলো, স্বজনহারা আদরবিহীন নিঃসঙ্গে বেড়ে উঠা, খুব কষ্টদায়ক!



২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: সন্তানহীন মা বাপ অনেকেই চায় এরকম শিশু কিন্তু গেল কয়েকটি কেসে আদালত শিশু সদনে দিয়েছে লালনপালনের জন্য । শিশু নিয়ে ব্যাবসার গল্প আছে অনেক তাই হয়ত সরকার রাজী নয় দত্তক দিতে ।

স্বজনহারা আদরবিহীন নিঃসঙ্গে বেড়ে উঠা, খুব কষ্টদায়ক!

খুব খারাপ লাগে এসব ভাবলে -------------------------

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৮

কামাল১৮ বলেছেন: নিঃসন্তান কোন সচ্ছল পরিবার দত্তক নিতে চাইলে তাদের দেয়া যায়।তারা সন্তানের আদরে লালন পালন করবে।নয়তো হাজারো পথশিশুদের এক জন হবে।
শিশুটির আপনজন কাউকে খুঁজে পেয়ে তারকাছে লালন পালনের দায়য়িত্ব দিয়ে এক কালিন কিছু টাকা সাহায্য দিলে একটা ব্যবস্থা হতে পারে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: আপনি যা বলছেন তাতেও বিস্তর সমস্যা । এজন্যই সরকার আত্মরক্ষার পদ্ধতি বেছে নিয়েছে ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫২

শায়মা বলেছেন: নিঃসন্তান পরিবারের কাছে দেওয়া উচিৎ বাচ্চাটাকে। শিশু সদনের থেকে সেখানেই ভালো থাকবে হয়ত। কিন্তু এই ঘটনাটা এত কষ্টের কিন্তু কিছুই করার নেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

শাহ আজিজ বলেছেন: শিশু নিয়ে কেলেঙ্কারি হওয়ায় আপাতত শিশু দত্তক দেয়া বন্ধ ।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওই পরিবারের লোকদের বাঁচাতে গিয়ে এক অটোরিকশাচালক মারা গেছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: সেটা উল্লেখ করেছি কিন্তু সে যে অটোরিকশাচালক ছিল আপনার কাছে জানলাম ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: শিশুটি কি আনন্দ নিয়ে বড় হতে পারবে?
বাবা মা ছাড়া একটা শিশু কি আনন্দ নিয়ে বড় হতে পারে এই সমাজে?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

শাহ আজিজ বলেছেন: হুম , সেটাই বড় প্রশ্ন এখন । শিশুটি বড় হোক , বেড়ে উঠুক ।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

বাউন্ডেলে বলেছেন: বিদ্যুত বিভাগের এ দায় এড়ানোর সুযোগ নেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

শাহ আজিজ বলেছেন: জানিনা তারা মামলা করেছে কিনা ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: মন ভাল করে দেয়া খবর!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

শাহ আজিজ বলেছেন: শিশুটি জানতেও পারছে না যে সে সবাইকে হারিয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.