নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শেভরন চুক্তি পেল

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৫



অবশেষে শেভরন কোম্পানি বাংলাদেশের ময়মনসিংহ , টাঙ্গাইল , শেরপুর এলাকায় গ্যাস অনুসন্ধানের আদেশ পেল । শেভরন কর্পোরেশন হল একটি আমেরিকান বহুজাতিক শক্তি কর্পোরেশন যা প্রধানত তেল ও গ্যাসে বিনিয়োগ করে থাকে । স্ট্যান্ডার্ড অয়েলের দ্বিতীয় বৃহত্তম প্রত্যক্ষ বংশধর, এবং মূলত ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি নামে পরিচিত, এটির সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান রামনে অবস্থিত এবং এটি ১৮০ টিরও বেশি দেশে সক্রিয়। শেভরনের চুক্তি পাওয়ার এই বিষয়টি বেশ ইঙ্গিতময় । এতে করে চলতি সরকারের আমেরিকা বনাম বাংলাদেশের মধ্যে নির্বাচন নিয়ে যে আপদময় পরিস্থিতির উদ্ভব হয়েছে তা দূর হবে । ভিসা জটিলতা সহজ হবে এবংউত্তেজনা প্রশমিত হবে । শেভরন চুক্তি হচ্ছে বৈদ্য দাওয়াই যা অব্যার্থ এবং তেল গ্যাস প্রয়োগে বিবিধ রোগ সারাতে সক্ষম ।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৯

কাঁউটাল বলেছেন: লাভ নাই, ভিসা নীতি বহাল থাকবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

শাহ আজিজ বলেছেন: সবে দাওয়াই পড়েছে দেখবেন কাল থেকে সব ফেভারে কাজ করছে । হয়ত বঙ্গোপসাগরের চুক্তিটা হলে আরও শান্ত হবে ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

কাঁউটাল বলেছেন: ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও: পিটার হাস

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: আমেরিকান লবির কারো সাথে কথা বলুন ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০

কাঁউটাল বলেছেন: লেখক বলেছেন: সবে দাওয়াই পড়েছে দেখবেন কাল থেকে সব ফেভারে কাজ করছে । হয়ত বঙ্গোপসাগরের চুক্তিটা হলে আরও শান্ত হবে ।

দিল্লি বহুত দূর হ্যায়।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: অপেক্ষায় ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫২

ঢাবিয়ান বলেছেন: বিএনপি যদি ক্ষমতায় আসে তারাও শেভরনকেই দেবে। এমনকি ডঃ ইউনুস ক্ষমতায় বসলেও। সুতরাং এই জাতীয় চুক্তি তেমন কাজে আসবে না । তেল , গ্যাস অনুসন্ধানের সক্ষমতা বাংলাদেশের নাই , তাই এটার দ্বায়িত্ব এমনিতেও বিদেশীরাই পাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংখ্যা ঘুরছে । ভিসা নিশেধাজ্ঞার যে লিস্ট সরকারের কাছে দেয়া হয়েছে তার সংখ্যা নিয়ে। ৪১৭ না ১৪১৭ ? হয়ত দুই একদিনের মধ্যেই খোলাশা হবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৫

শাহ আজিজ বলেছেন: আমেরিকান তেল গ্যাস কোম্পানিগুলো এতই ক্ষমতাবান যে তারাই আমেরিকার নীতি নির্ধারক হিসাবে রোল প্লে করে । এসব কোম্পানিগুলোর মালিকরা ক্ষমতার খুব কাছাকাছি থাকে । তারা আমেরিকান স্বার্থ রক্ষা করে ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

শেরজা তপন বলেছেন: ভাল ভাল সব ভাল

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৬

শাহ আজিজ বলেছেন: হুম ভালই তো -----

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০১

কাঁউটাল বলেছেন: দরবেশ বাবা নাকি ভিসা ব্যান খাইছে?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৭

শাহ আজিজ বলেছেন: জানিনা ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:



আমাদের কবি, সেলিম আনোয়ার আমাদের জানাক, কেন বাংলাদেশে নিজে এই কাজ করে না!

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: আপনি নিজেও জানেন বাংলাদেশ কেন ঐ পর্যায়ে উঠতে পারে না ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

আমি সাজিদ বলেছেন: মুখ ফসকে যে গুলি চলেছে ( স্পিচ রাইটারের লেখা বক্তব্যের বাইরে) তা কিভাবে ফিরে আসবে?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪১

শাহ আজিজ বলেছেন: ওসব কিছু না । অর্থের কাছে সব বিকিয়ে যাবে ।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৪

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: আপনি নিজেও জানেন বাংলাদেশ কেন ঐ পর্যায়ে উঠতে পারে না ।

-আমার মতে, ১৯৭২ সাল থেকেই বাংলাদেশ নিজেই অনুসন্ধান ও উত্তোলন করতে পারতো।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৯

শাহ আজিজ বলেছেন: ছিল কিন্তু নালায়েক রাজনিতিকদের জন্য তা হয়নি । বাংলাদেশ তেল পেলে তা চাউর হতেই সউদি বলল এসব বন্ধ করতে না হলে সদ্য নেওয়া চল্লিশ হাজার আদম ফেরত পাঠিয়ে দেবে । একজন তরুন তেল গ্যাস অনুসন্ধানী আমাদের হলে বসে এই গল্প দিচ্ছিল ১৯৭৮ সালে । সে চাকরি ছেড়ে পূর্ব এশিয়ার আরেকটি তেল সমৃদ্ধ কোম্পানিতে যোগ দিয়ে ৪০ বছর কাজ শেষে এখন অস্ট্রেলিয়ায় । গেল ২০১০ সালে তার সাথে আবার দেখা বেঙ্গলে । এবার শেভরন হচ্ছে ট্রাম্প কার্ড যাতে সউদি বাদশাহরা ঠাণ্ডা থাকে । বঙ্গোপসাগরে তেল উত্তোলন আমি আপনি দেখে যেতে পারব ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১১

বিষাদ সময় বলেছেন: বাঁদরের পিঠা ভাগ তাহলে শুরু হলো। :(

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০

শাহ আজিজ বলেছেন: না না বাদরের পিঠা ভাগ কেন হবে ? অপেক্ষা করুন আর দেখুন ভাগাভাগির খেলা ।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২

বিষাদ সময় বলেছেন: শেভরন বাদরের পাল্লায় পড়ে আমাদের ভাগে কতটুকু পিঠা থাকে সেটাই প্রশ্ন.....

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪১

কামাল১৮ বলেছেন: একজন ক্ষমতায় আছে আরেক জন আসবে।এখানে একটা বিরাট ফারাক আছে।এটা অনেকে বুঝতে পারে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৯

শাহ আজিজ বলেছেন: আমেরিকান তেল কোম্পানির জন্য এসব ফারাক কোন ব্যাপার না ।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪২

শিশির খান ১৪ বলেছেন: ভাই শুনেন যে ভাবে পৃথিবীর প্রযুক্তি পরিবর্তন হচ্ছে তাতে ভবিষ্যতে গ্যাস এর বাজার থাকবে বইলা মনে হয় না। যেমন ধরেন আগামী দশ বছরে পৃথিবীর সব উন্নত দেশ ইলেক্ট্রিক গাড়ি ব্যবহার করবে পেট্রল গাড়ির কোনো চাহিদাই থাকবে না তখন মধ্যপ্রাচ্চের দেশগুলা পেট্রল দিয়া কি করবে। আগে তো অনুসন্ধান কইরা মজুদ আছে এইরকম গ্যাস ক্ষেত্র পাইতে হবে পাইলেও খুব একটা লাভ যে হবে তা কিন্তু বলা যাচ্ছে না কারণ গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এখন অনেক ব্যায়বহুল এর চে কম খরচে হয়তো বিকল্প জ্বালানি পাওয়া সম্ভব হবে । গাছে কাঁঠাল গোফে তেল দিয়া লাভ নাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৮

শাহ আজিজ বলেছেন: ওদের তো একটা টার্গেট আছে এনালাইসিস আছে , ওরাই এটা ভাল বুঝবে ।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৩

কামাল১৮ বলেছেন: যতটা সহজ ভাবে বলে দিচ্ছেন অতটা সহজ না।ভূরাজনীতি এখন এখন অনেক জটিল।এক কেন্দ্রিক বিশ্বের ধারণা শেষ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ তেল গ্যাসের ওপর ভাসছে । এহেন কথা আমিও শুনেছি এবং এয়ার স্ক্যান এর ম্যাপ দেখেছি স্বচক্ষে , আমিই তো বড় সাক্ষী একজন । এই সম্পদের উপর নজর অনেকের । আমেরিকার বড় বড় কোম্পানিগুলো রাজনৈতিক , অর্থনৈতিক প্রভাব খাটিয়ে এসব উত্তোলনের দায়িত্ব নেয় বা পায় । শেভরন সেই অর্থে চুক্তি পেল বা করল । এর অর্থ হচ্ছে লীগ টিকে গেল ।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৬

শ্রাবণধারা বলেছেন: এটা তেমন কোন চুক্তি নয় এবং বিষয়টা আসলে কোন কিছুর ইঙ্গিত দেয় না। খুব বেশি বড় গ্যাসক্ষেত্র বাংলাদেশে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই। ই ধরনের অনুসন্ধান মানে কোম্পানীগুলোর জন্য ভবিষ্যতে আদৌ গ্যাস পাওয়া যাবে কি না, সেটা না জেনেই প্রায় শত মিলিয়ন ডলারের খরচ।

শেভরনের মত কোম্পানী বরং বাংলাদেশ থেকে চলে যেতে পারলে বাঁচে। তাদের বিলিয়ন ডলারের ক্যাপিটাল লগ্নির জন্য খুব বড় তেল বা গ্যাস ক্ষেত্রের প্রয়োজন যেটা অষ্ট্রেলিয়া, আফ্রিকা বা কাজাকাস্থানে আছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

জুন বলেছেন: বৈদ্য দাওয়াই B-)
শেভরন যদি আমাদের ভিসা সমস্যা সমাধান করতে পারে তবে পাচার হওয়া কুটি কুটি টাকার মালকিন মালকিন্দের আর কোন চিন্তা নাই শাহ আজিজ ভাই :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: শেভরন হোয়াইট হাউজকে গ্রিন সিগ্নাল দেবে যে কেকে আমরা কামড় দিতে যাচ্ছি । ব্যাস ওইটুকু যথেষ্ট । আস্তে ধীরে সব কিছু নরমাল হতে শুরু করবে । পাচার হওয়া টাকা নিয়ে এদের কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয়না বা কোন আইনি ব্যাবস্থা নিতে পারবে বলে আমার জানা নেই যদিনা তা রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকে । কাল বাংলা হেড খবরের হেড লাইন শুনেই আমি বুঝে গেছি যে বরফ গলতে শুরু করেছে ।

আমাদের লোকেরা ভিসা নিয়ে এতো বেচইন কেন আমি বুঝিনা ।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: শেভরন সফল হোক।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়! দেশ!
হায় দেশপ্রেম!

সকলি বিলিয়ে তবে রইলো আর কি
ক্ষমতার উন্মাদনায় চেতনার বলি!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: দুর্বলদের কোন চয়েস নেই । সবই সবলদের হাতে । অবশ্য আমাদের হাতে সেই টেকনলজি নেই যা দিয়ে আমরা মাঠে নামতে পারি । সহযোগিতামুলক আচরন কাম্য ।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪২

শ্রাবণধারা বলেছেন: আমরা কত কিছু কল্পনা করি, আসলে বাস্তবতা পুরোটাই উল্টো। বাংলাদেশের মাটির নিচে আমাদের প্রয়োজনীয় গ্যাস সম্পদই নেই, তেল তো দূরের কথা।

"বাংলাদেশ তেল গ্যাসের ওপর ভাসছে । এহেন কথা আমিও শুনেছি এবং এয়ার স্ক্যান এর ম্যাপ দেখেছি স্বচক্ষে , আমিই তো বড় সাক্ষী একজন ।" এগুলো সঠিক নয়। ড্রিল করার আগে পর্যন্ত কতটুকু গ্যাস আছে তা বোঝা সম্ভব নয়। আর একটা কুপ ড্রিল করতে ২৫-৩০ মিলিয়ন ডলার প্র‌য়োজন, ডিপ সীতে এটা বেড়ে হয়ে যাবে ১০০ মিলিয়ন ডলারের উপরে।

"বাংলাদেশ তেল পেলে তা চাউর হতেই সউদি বলল এসব বন্ধ করতে না হলে সদ্য নেওয়া চল্লিশ হাজার আদম ফেরত পাঠিয়ে দেবে।" এটা হবার কোন সম্ভাবনাই নেই। পুরোটাই রিউমার। আসলে আমাদের ভাগ্য অতটা সুপ্রসন্ন নয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: আপনার সাথে তর্ক করা পণ্ডশ্রম ।

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫

শ্রাবণধারা বলেছেন: শ্রদ্ধেয় বড় ভাই, আপনার সাথে আমি তর্ক করছি না। কিছু তথ্য উল্লেখ করেছি মাত্র।

আমার উপরের দুটি মন্তব্য পড়ে হয়তো আপনি, বুঝতে পারেন নি যে, আমি এই ইন্ডাষ্ট্রিতে বেশ দীর্ঘ সময় কাজ করেছি।

"বাংলাদেশ তেল গ্যাসের ওপর ভাসছে" এমন কথা যদি সত্যি হতো তাহলে অনেক অনেক খুশি হতাম ভাই। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। হয়তো এই বাস্তবতা আপনার না জানলেও ক্ষতি হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.