নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়াজ নিয়ে যা হচ্ছে তা নিতান্তই স্বেচ্ছাচারিতা । দেশে আইন আছে বলে সন্দেহ হচ্ছে আমার । ভারত পেয়াজ রফতানি বন্ধ করেছে তাই এদেশি অনিয়ন গ্যাং একদম পেয়ে বসেছে । আজ চীন আর ভারত থেকে হাজার টন পেয়াজ আসছে শুনে গ্যাং দয়া করে ২৪০ টাকা থেকে ১৫০ টাকায় নামিয়েছে পেয়াজের দাম । নির্বাচনের সময় কার্যকরী কোন সরকার না থাকলে এরকমই সার্কাস দেখতে হবে । আমি বলি সেনাবাহিনী নামিয়ে দিন লাঠি হাতে সাইজ করতে ।
আপনারা কি বলেন ?
১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০
শাহ আজিজ বলেছেন: দেশের মানুষের মানবিকতার সাথে পেয়াজের মুল্যবৃদ্ধির কি সম্পর্ক বুঝলাম না ।
২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২
নতুন বলেছেন: গ্যাং দয়া করে ২৪০ টাকা থেকে ১৫০ টাকায় নামিয়েছে পেয়াজের দাম ।
১৫০ টাকা দামে বিক্রি করেও তাদের লস হচ্ছে না। তারা ইচ্ছা মতন দাম বাড়িয়েছিলো মানুষের চাহিদার কারনে...
ব্যবসায়ীদের উচিত একটা লিমিট মেনে লাভ করা, সুযোগ বুঝে যতটা ইচ্ছা ততটা দাম বাড়ীয়ে দেওয়া ঠিক না। সরকারের উচিত এই ব্যাপারে একটা নিয়ম করে দেওয়া যাতে ইচ্ছা করলেই কেউ ৫০%-১০০% দাম বাড়াতে না পারে...
১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
শাহ আজিজ বলেছেন: আদেশ দেওয়ার কেউ নেই তাই সুযোগ পেয়ে সাধারন মানুষের পকেট দিবালোকে কাটছে । এরকম সুযোগ আসেনি গেল ৫০ বছরে ।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
ঋণাত্মক শূণ্য বলেছেন: সৌদীতে করনার লকডাউন শুরু হতেই দেখা দিলো দুধ, টিস্যু আর লেবুর সর্টেজ। বাকালা (মুদি দোকান) গুলিতে এই তিন বস্তুর আর কোন দেখা নাই! তখন সারা দুনিয়া থেকে (বিশেষ করে ইউরোপ, আম্রিকা আর অস্ট্রেলিয়া) ভিডিও আসছে, টিস্যু নিয়ে সে কি মারামারি।
মাত্র ২ দিন পর সকালে বাকালায় গিয়ে দেখি বাকালায় পন্য বলতে দুধ, টিস্যু আর লেবুর ছড়াছড়ি! এমনকি যে বাকালায় লেবু কখনও বিক্রি হতে দেখিনি, সেখানেও লেবু!
পাকিস্তানী এক বাকালা মালিকের কাছে শুনেছিলাম সরকার দুইটা নিয়ম করেছেঃ
১. দুধ আর টিস্যু না থাকলে বাকালা খোলা যাবে না।
২. যে প্রতিষ্ঠান অন্যান্য জিনিষের সাথে দুধ সাপ্লাই দিতো, তারা দুধ সাপ্লাই না দিলে অন্য কোন পণ্যও সাপ্লাই দিতে পারবে না, সাথে দামও বাড়াতে পারবে না।
ব্যাস সব কন্ট্রোলে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
শাহ আজিজ বলেছেন: সউদির আইন কানুন খুব কঠোর ।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
রিদওয়ান খান বলেছেন: ২৪০ টাকা কেজি পেয়াজ!! ভাবা যায়?
এই তো কিছু দিন আগের কথা, আব্বা আমাকে বাজারে পাঠাইছে (বালিশের নিচ থেকে ৫০ টাকা বের করে)। বলছে এক কেজি পেয়াজ, দুই কেজি আলু, আর পাচ টাকার ধনিয়াপাতা+মরিচ নিয়ে আসবি। এসব এখন সবই ইতিহাস!
আমাদের দাদী-নানীরা যেমন আমাদের ইতিহাস বলতো যে ২টাকা নিয়ে বাজারে গিয়ে এত এত জিনিস কিনে নিয়ে আসছে। এখন আমাদেরও এমন ইতিহাস শুনাতে হবে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
শাহ আজিজ বলেছেন: এরা মানুষ নয় অন্য কিছু । আমিও পাকিস্তানের সময় ২ টাকা নিয়ে বাজারে যেতাম । এখন সবাই রাজনৈতিক দলের সমর্থক , পাতি নেতা ইত্যাদি । ভোট খুব দুর্দান্ত ব্যাপার যা পেয়াজ বিক্রেতার মাসল ফুলিয়ে দেয় ।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৫
বাকপ্রবাস বলেছেন: বাজারে সব পেয়াজ বিক্রি বন্ধ করে দিলে এক দশ / বিশ দিনের জন্য তাহলে জমবে খেলা, এটা না খেলে তেমন ক্ষতি হবেনা, কিন্ত পচন শুরু হলে মজুতদারদের মজা বের হবে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
শাহ আজিজ বলেছেন: ফেসবুকাররা খুব সক্রিয় পেয়াজের বিপরিতে অবস্থান নিতে ।
৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আমরা জাতি হিসেবে অত্যন্ত নিচু শ্রেনীর। মজুতদারির অভ্যেস আমাদের অনেক পুরোনো। সাধারন জনগণের জীবন ওষ্ঠাগত করায় এদের জুড়ি মেলা ভার। এদের জন্য সবচেয়ে কার্যকরী পন্থা হলো লাঠি, ওটা ছাড়া এরা কোনদিনও লাইনে আসবে না।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩২
শাহ আজিজ বলেছেন: আগে এতো নিচু শ্রেণী ছিল না , এখন দিনে দিনে বেড়েছে রাজাদের উস্কানিতে ।
৭| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: সরকার চাইলে ১ সপ্তাহে বিষয়টি সমাধান করতে পারে কিন্তু করবেনা। সিন্ডিকেটে সব সরকারি লোকজন। সামনে নির্বাচন টাকা পয়সার দরকার আছে।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: এত খুইলা কইতে হয়না , পাপ হয়
৮| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজুতদারিদের সরকার যদি সাইজ করতো তবে শিক্ষা হতো।
১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০২
শাহ আজিজ বলেছেন: শুধু সরকারকেই সাইজ করলেই মজুদদারিরা এমনিতেই সাইজ । ২০০৭ এর সেনা সমর্থিত সরকার ব্যাপক সাড়া পেয়েছিল ।
৯| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৯
মোগল সম্রাট বলেছেন:
ব্যবসায়ীরা এখন রাজনীতি পদ-পদবী, পার্লামেন্ট, দালানকোঠা, কবরস্থান, হাটবাজার সব গিলে নিয়েও উদরপূর্তি করতে পারছে না। স্বাধীনতার সবটুকু দিয়ে উদরপূর্তি। আহা কি মজা
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৭
শাহ আজিজ বলেছেন: এই অতি স্বাধীনতা ভাল নয় । স্বাধীনতা ভোগ করতে গিয়ে সাধারনের কাঁধে চড়ে বসেছে । এবার ঝেড়ে ফেলে দিতে হবে এই জঞ্জাল ।
১০| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০
কাছের-মানুষ বলেছেন: আমি শেষ-বার যখন বাংলাদেশে গিয়েছিলাম, তখনো পিয়াজের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। আমি নিজে দেখেছিলাম, বস্তায় বস্তায় পচা পিয়াজ ব্যবসায়ীদের ডাস্টবিনে ফেলতে তবু দাম কমায়-নি (তার মানে দাম বাড়লে মানুষ কম খায়, তবুও-তো একেবারে না খাওয়া সম্ভব না। ব্যবসায়ীরা এই সুযোগই নেয়!)। আসলে তারা চিন্তা করে অস্বাভাবিক দাম রেখে কয়েক বস্তা পিয়াজ ফেলে দিলেও সমস্যা নেই, লাভতো অনেকগুণ থাকছেই।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৮
শাহ আজিজ বলেছেন: এই মানসিক বিকৃতির অবসান চাই ।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৪
কামাল১৮ বলেছেন: বিএনপির নেতারা টের পাচ্ছে দেশে আইন আছে কি নেই।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৯
শাহ আজিজ বলেছেন: হুম , তাই বটে ।
১২| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই দেশের ব্যবসায়ীরা অনেক খারাপ।
তারা কেবল লাভ বুঝে।
সেবা বুঝে না।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩
শাহ আজিজ বলেছেন: এদেশের ব্যাবসায়িরা কখনো ভাল ছিল না , ওজনে ঠকানো একটা নিয়মিত ব্যাপার ছিল ।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪
রাসেল বলেছেন: "স্বেচ্ছাচারিতা" ইহাই প্রতিদিন ঘটবে। প্রকৃত শিক্ষা, ন্যায়বিচারের অভাবের দ্বারা আমাদের জাতির নৈতিকতা বিনষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত শিক্ষা, ন্যায়বিচারের অভাব আমাদের দ্বারা হয়েছে কিন্তু ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য আমরা নিজেকে নিষ্পাপ ব্যক্তি হিসাবে মনে করি।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
শাহ আজিজ বলেছেন: আর ওটাই আমাদের কৃত বড় অপরাধ ।
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: বাড়ুক দাম। দেখি কত বাড়তে পারে।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭
নতুন বলেছেন: দেশের মানুষের মানবিকতা বোধ নেই তাই ব্যবসায়ীরাও গলাকাটা দাম রাখতে দিধা করেনা