নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ভালোবাসা নয় খাবার চাই ------

২৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০৬


ভালোবাসা নয় স্নেহ নয় আদর নয় একটু খাবার চাই । এত ক্ষুধা পেটে যে কাঁদতেও কষ্ট হচ্ছে , ইফতারিতে যে খাবার ফেলে দেবে তাই ই দাও , ওতেই হবে গো , দেবে ???

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৮

নতুন বলেছেন: এআই দিয়ে তৌরি এই ছবির বাচ্চা গুলি খুবই কিউট, এদের দেখে মনে হয় না যে এদের যত্নের অভাব আছে।

এআই মানবিক দিক গুলি বুঝতে অনেক সময় নেবে...

২৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৫

শাহ আজিজ বলেছেন: এ আই পুরো দৃশ্যপট পাল্টে দিচ্ছে কারিগরি দক্ষতা দিয়ে ।

২| ২৯ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১২

শেরজা তপন বলেছেন: *এআই বড় বেশি ফাঁকিবাজ হয়ে যাচ্ছে তিনজনের চেহারা বয়স আকার উচ্চতা রঙ প্রায় একই।
ছবির গল্পটা কষ্টের সেটাতে সন্দেহ নেই।

২৯ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৩

শাহ আজিজ বলেছেন: মনে হচ্ছে ধনীর বাচ্চারা ভিক্ষা করতে নেমেছে । গরিবির ছায়া নেই মুখে চুলে বা চেহারায় ।

৩| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: মনে হচ্ছে ধনীর বাচ্চারা ভিক্ষা করতে নেমেছে ।

exactly!
যদিও খুবই কিউট কিন্তু দেখেই মনে হচ্ছে এটা বানানো, তাই ইমোশন নেই।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: সতিই তাই ডল ।

৪| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১২

একলব্য২১ বলেছেন: বাচ্চাগুলো ভারী মিষ্টি দেখিতে। খুব আদর করতে ইচ্ছে হচ্ছে।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৭

শাহ আজিজ বলেছেন: এসব গাঁজার শিশু ।

৫| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ছবিটা হৃদয় বিদারক।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮

শাহ আজিজ বলেছেন: সত্যিই তাই ।

৬| ২৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



শেখের অধীনে স্বাধীনতা আনটা ভুল ছিলো।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৯

শাহ আজিজ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন ।

৭| ২৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: নোপ! এ.আই. -এর তৈরী বোঁচা বাচ্চাদের জন্য কেউ খাবার দিচ্ছে না :( B-) আহা! অবশ্য এত স্বাস্থ্যবান বাচ্চাদের কিছুটা না খেয়ে রোজা রাখাই উচিত। B-) আমার ছেলেতো ওদের চেয়েও অনেক শুকনো, মাশাআল্লাহ। B-)

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪১

শাহ আজিজ বলেছেন: গাঁজার শিশুরা খাদ্য পাক , শিশুদের জন্য রোজা ফরজ হয়নি ।

৮| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা দেখে মূলত গাজার কথাই মনে পড়ছে, বিশ্বে হয়তো এমন আরো অনেক দেশেই প্রচুর ক্ষুদার্থ শিশু রয়েছে। উন্নত বিশ্বের খাবারের অপচয়ই সব শিশুদের ক্ষুদা মেটাতে সাহায্য করতে পারে।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪২

শাহ আজিজ বলেছেন: ধনী রাষ্ট্রগুলো এগিয়ে আসুক ।

৯| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: গাঁজার শিশুরা খাদ্য পাক , শিশুদের জন্য রোজা ফরজ হয়নি।

অবশ্যই, তা বটে।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৭

শাহ আজিজ বলেছেন: :|

১০| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৬

কামাল১৮ বলেছেন: গাজায় এমন দৃশ্য অহরহ দেখা যায়।তাঁরাও নাদুশ নুদুশ।সোমালিয়ার বাচ্চাদের হাড্ডি দেখা যায়।তারা দীর্দিন কম পুষ্টিতে আছে।গাঁজার এরা নতুন অনাহারি।

১১| ৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন মানবিক চিন্তার প্রসার ঘটুক।

৩০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:০৮

শাহ আজিজ বলেছেন: সবাই মানবিক আচরনে অভ্যস্ত হোক ।

১২| ৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৬:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




গত কয়েক দিনে, বেশ কয়েকটা অন্যায় কাজ করেছি, ভাইয়া। জেদ করে করেছি। আরও কয়েকটা করবো।
.
আমি গত কয়েক দিন ধরে দুই হাত ভরে বাজার করছি। তাও একটা চেইন শপ থেকে!!! ঐদিন শুধু বিভিন্ন জাতের ফলই কিনেছি ৫৫০০ টাকার, ইফতারের জন্যে।........আমার পাশে কিছু বুড়ি এসেছিলো, ভিক্ষা করতে। তাঁদের চোখ রাঙ্গিয়ে ধমক মেরে বলে দিয়েছি - "দেখছো না দু'হাত ভর্তি? টাকা দিতে পকেটে হাত দিতে পারবো না!"
.
তারপরে, একই দিন বিকেলে ধানমণ্ডি থেকে ম্যাক্সিকান পিঁজ্জা কিনেছি। দুইটা বাচ্চা এসেছিলো আমার কাছে, টাকা চাইতে। আমি এক টাকাও না দিয়ে ভাগিয়ে দিয়েছি।
.
গতকাল আমার শ্বশুরবাড়ি থেকে ইফতারের জন্যে টাকা এসেছে, ঈদের জন্যে শার্ট এসেছে। আমি হাসি মুখে সেগুলো গ্রহণ করেছি।

৩০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:০৭

শাহ আজিজ বলেছেন: হুম, খাবার থাকতেও ভাগিয়ে দেওয়াটা ভাল হয়নি । আজ বা কাল তা পুষিয়ে দেওয়া যাবে । মনের শান্তিই আসল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.