নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। হিস্টোরি টক ইটসেলফ

০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১০:২৫



ছাত্ররাজনীতির বিপক্ষে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান, ওই অবস্থানের বিরুদ্ধে ছাত্রলীগের তৎপরতা ও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে দ্য ডেইলি স্টার কথা বলে বুয়েটের প্রাক্তন তিন শিক্ষার্থীর সঙ্গে। তারা হলেন—বুয়েটের সাবেক শিক্ষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রফিক আজম এবং তথ্যপ্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন।

এ বিষয়ে আইনুন নিশাত বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন অধ্যাদেশ করে শিক্ষকদের রাজনীতি ইত্যাদির অনুমতি দেওয়া হয়। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় ও বুয়েটের জন্য অধ্যাদেশের খসড়া যখন বঙ্গবন্ধুর সামনে উপস্থাপন করা হয়, তখন তিনি বলেছিলেন যে এই দুটো বিশ্ববিদ্যালয় নষ্ট করা চলবে না।

বুয়েটের সাবেক এই শিক্ষকের ভাষ্য, 'খসড়া অর্ডিন্যান্স বঙ্গবন্ধু ফিরিয়ে দিয়েছিলেন। বুয়েটের শিক্ষকরা তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। এই এজেন্ডাতে তিনি দেখা করতে রাজি হননি। তখন শিক্ষকরা কথা বলতেন তৎকালীন শিক্ষামন্ত্রী ইউসুফ আলীর সঙ্গে।'

আইনুন নিশাত বলেন, 'বুয়েটের চরিত্র আলাদা। এটা আলাদাভাবে রিকগনাইজ করতে হবে। এর পড়াশোনার ধরন আলাদা। আমি সেখানে পড়েছি, পড়িয়েছিও। এখানে যারা ঠিকমতো পড়াশোনা করে, তাদের দম ফেলার সময় থাকে না। কাজেই এখানে শিক্ষার্থী ও শিক্ষকদের মতের ভিত্তিতেই বলা হয়েছিল যে আমরা এখানে রাজনীতি চাই না। সেটাকে পরিবর্তন করার কোনো কারণ হয়নি। বিশ্ববিদ্যালয় তো ভালোই চলছে। তাহলে সরকার যে এখানে হস্তক্ষেপ করে গোলমাল করছে সেটা তো ঠিক না।'

ডেইলি স্টার

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সরে গেলে দেখবেন, তিনি ইয়েমেন রেখে গেছেন।

০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:২২

শাহ আজিজ বলেছেন: ক্রমশ একটা গোলমেলে পরিস্থিতির দিকে এগুচ্ছে দেশ যা শুভ নয় ।

২| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তার 'ইমেরিটাস' স্টেটাস কাল থাকবে তো?

শিক্ষাঙ্গনগুলো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, বুয়েটকে বাদ রেখে লাভ কী?

০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: আমাদের জ্ঞানীগুণীজনদের এগিয়ে আসার পালা । কোন রাজনৈতিক দলই শিক্ষাঙ্গনে শাখা খোলা অনুমোদন করবে না ।

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১২:০০

কাছের-মানুষ বলেছেন: মানব জমিনে দেখলাম বুয়েটের ভিসি বলেছে , রাজনীতি না করলে শিক্ষার্থীদের চক্ষু খুলবেনা!

০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:২৬

শাহ আজিজ বলেছেন: তিনি সঠিক বলেছেন তবে তা হবে রাজনিতি না বুঝলে রাজনিতি না করলে নয় । সময় কোথায় পুলাপাইনের ।

৪| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:০৪

আরিফ রুবেল বলেছেন: দলীয় লেজুরবৃত্তির রাজনীতি না করে শিক্ষার্থীদের উচিত অধিকার আদায়ের রাজনীতি করা। তরুনরাই হচ্ছে দেশের ভবিষ্যত। তাদেরকে অবশ্যই রাজনীতি সচেতন হতে হবে।

০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:২৮

শাহ আজিজ বলেছেন: রাজনিতি সচেতন আর লাঠি সোঠা নিয়ে মহড়া দুটি ভিন্ন ব্যাপার ।

৫| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশির ভাগ জনগণই ছাত্র রাজনীতি চায় না কোন শিক্ষা প্রতিষ্ঠানে। যারা চায় , তাদের ছেলে মেয়েরা কিন্তু ছাত্র রাজনীতি করে না...

০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: হুম, বড্ড সত্যি কথা ।

৬| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে বঙ্গবন্ধু শিক্ষক রাজনীতির পারমিশন দেন নি, নট ছাত্র রাজনীতি।

জামাত ও ছাত্রশিবির দেশ বিরোধী যুদ্ধপরাধ সমর্থক। নিষিদ্ধ।
মুক্তিযুদ্ধ শেষে ৭২এ আলবদর ও জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল।
মুজিবহত্যার পর জিয়া পাকিস্তান থেকে জামাতকে ফিরিয়ে আনে। এরপর ২১ বছর সেনা শাসনে পৃষ্টপোশকতা দেয়ার পরও শিবির ঢাকায় ও ঢাবিতে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। বুয়েট মেডিকেল চারুকলা জাহাঙ্গিরনগর কোথাও না এমনকি বিএনপি-জামাত ক্ষমতায় থাকার সময়কালেও পারে নি। যা পেরেছে চিটাগাং রাজশাহিতে'
আবরার ঘটনার পর শিবির বুয়েটে চুটিয়ে রাজনীতি করে গেছে। গোপনে। যেই রাজনীতি গোপনে করতে হয় সেই চক্রকে অসুভই বলা যায়।
স্বনামে হোক বেনামে হোক শিবিরকে ঢাবিতে রাজনীতি করতে দেয়া উচিত নয়। জামাত ইতিমধ্যেই নিবন্ধন বাতিল, নির্বাচনে নিষিদ্ধ হয়েছে। শিবিরকেঅ নিষিদ্ধ করতে হবে।

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০৮

শাহ আজিজ বলেছেন: নিষিদ্ধ করছে না কেন এখনো ?

৭| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৬

ধুলো মেঘ বলেছেন: বুয়েট আর কৃষি যদি নষ্ট করার দরকার না থাকে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম আর জাহাঙ্গীরনগর নষ্ট করার প্রয়োজন কেন তারা অনুভব করলেন? এই বিশ্ববিদ্যালয়গুলোর কি কোন দরকার নেই?

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: পাগলের বক্তব্য আর কি ।

৮| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:০২

করুণাধারা বলেছেন: সুন্দর শেয়ার। অসংখ্য ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ করুনাধারা ।

৯| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা ছোট।
কিন্তু কিছুদিন পরপর নতুন নতুন ইস্যু তৈরি হয়। এত এত অস্যুর ভিড়ে আমরা দরকারী বিষয় ভুলে যাই। অদরকারী বিষয় নিয়ে হাউকাউ করি।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: লীগ নির্বাচনে জিতেও সুখি নয় কিন্তু কেন ??

১০| ০৩ রা এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৪

এস.এম.সাগর বলেছেন: জামাত শিবিরকে নিষিদ্ধ কেমনে করবে? কে করবে? বর্তমান ডামী, স্বামীর রংহেডেড তথাকথিত চেতনা ব্যবসায়ী সরকার নিষিদ্ধ করবে? নিষিদ্ধ করলে পূর্বের মতো করে জোট কিভাবে হবে তাদের সাথে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.