নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। বৈশাখে ইলিশ

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৪০



এবার বেশ আশ্চর্য ঘটনা ঘটেছে । বৈশাখ কে সামনে রেখে ইলিশের কথা মনে রাখিনি । একদিক দিয়ে ভাল হয়েছে যে ইলিশকে কিঞ্চিত হলেও ভুলতে পেরেছি । ইলিশ নিয়ে কোন টেনশন নেই । খবরের কাগজগুলো ঝাপিয়ে পড়েনি ইলিশ নিয়ে । আজ কোন এক পেপারে সাম্প্রতিক সময়ে ইলিশ কত দামে বিক্রি হল তার বয়ান দেয়া ছিল । ইলিশ খাওয়া ভুলে গেছি । ভাল হয়েছে না ??

রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারে এক কেজি বা এর চেয়ে বেশি ওজনের ইলিশের দাম তিন হাজার ১০০ থেকে ছয় হাজার ৩০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ১০ দিন আগে এক কেজি বা এর বেশি ওজনের প্রতিটি ইলিশ দুই হাজার ৬০০ থেকে পাঁচ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম দুই হাজার থেকে দুই হাজার ৭০০ টাকা চাচ্ছেন ব্যবসায়ীরা। ১০ দিন আগে ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ এক হাজার ৫০০ থেকে দুই হাজার ১০০ টাকায় বিক্রি হতো। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ থেকে এক হাজার ৩০০ টাকা। ১০ দিন আগে এর দাম ছিল ৬৫০ থেকে ৮৫০ টাকা। কাপ্তান বাজারে মাছ কিনতে আসা আবুল হোসেন বলেন, ‘সব দোকানে ইলিশ মাছ নেই। কয়েকটি দোকোনে আছে। যে দাম চায়, তাতে আমার মতো মধ্যবিত্তের ইলিশ কেনার সাধ্য নেই। ইলিশ না কিনেই বাড়ি যাচ্ছি।’


বাবারে বাবা কি বাচা বেচে গেছিরে !!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: তরমুজের মত ইলিশের পেটে গুঁতো দিতে হবে ।

২| ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:২৮

রানার ব্লগ বলেছেন: এইবার কাওরান বাজারে ইলিশ কেনার লোক ছিলো না। কি আচানক কাহিনী ভাবুন তো?!!

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: তাই তো দেখছি । পাবলিকের সঞ্চয় বলে কিছু নেই , সব তরমুজে খেয়েছে ।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৪ ভোর ৪:৪৮

কাছের-মানুষ বলেছেন: দেশ-বিদেশ সব খানেই ইলিশের দাম খুব বেশী! আমাদের এখানে দেশী বিদেশী সব ধরনের ইলিশ পাওয়া যায় তার মধ্যে চাইনিজ আর মিয়ানমারের ইলিশের দাম কিছুটা কম!

১৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৯

শাহ আজিজ বলেছেন: আমাদের পটুয়াখালীর ইলিশ খুব সুস্বাদু ।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৪ ভোর ৬:১২

কামাল১৮ বলেছেন: ইলিশ ছাড়া পয়লা বৈশাখ ভাবা যায়।এটাতো নাগরিক জীবনের একটা ফ্যাশন।

১৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪১

শাহ আজিজ বলেছেন: উচ্চ দামের ভয়ে ওদিকে হাত বাড়াই না । কদিন গেলে দাম কমলে খাব ।

৫| ১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪২

শেরজা তপন বলেছেন: আমি পান্তাভাত দিয়ে ইলিশ খেয়েছি- তবে পান্তাভাত বৈশাখ হিসেবে স্পেশাল নয়, ইলিশ আমাদের সব পরিবারের ফ্রিজে সারাবছর থাকে।
ঈদের পরদিন থেকে নিয়মিত পান্তাভাত খাচ্ছি সকালে-এই গরমে বেশ উপকার পাচ্ছি মনে হচ্ছে।

১৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৮

শাহ আজিজ বলেছেন: আমি এই পরিবারে একমাত্র ইলিশ খেকো । ফ্রিজে থাকে সবসময় । আজ খুজে দেখি নাই । পান্তা ভাত সইতে পারলে ভাল এই গরমে।

৬| ১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩২

রানার ব্লগ বলেছেন: শেরজা তপন বলেছেন: ঈদের পরদিন থেকে নিয়মিত পান্তাভাত খাচ্ছি সকালে-এই গরমে বেশ উপকার পাচ্ছি মনে হচ্ছে

এই মাত্র পেট ভড়ে পান্তা খেয়ে উঠলাম । দিল ঠান্ডা পেট ঠান্ডা ।

১৬ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: মু হা হা হা ------- =p~

৭| ১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৯

আমি ব্লগার হইছি! বলেছেন: রোজার আগের ফ্রিজে রাখা ইলিশ ভাজি খেয়েছি। খারাপ না।

১৬ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: ৬ মাসেও ইলিশের স্বাদ কমে না ।

৮| ১৬ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১০

নাহল তরকারি বলেছেন: কিছু কিছু লোক ভাবে, পহেলা বৈশাখের দিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত না খাইলে, ইজ্জত চলে যাবে।

১৬ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

শাহ আজিজ বলেছেন: এই উদ্ভট মনোপলি আমি ভাংতে চাই ।

৯| ১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: আমার পান্তাভাত অনেক প্রিয়। তবে ইলিশ দিয়ে নহে। গরুর মাংস দিয়ে।:)

১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: আমার পোড়া মরিচ ভর্তা , শুটকি ভর্তা দিয়ে দারুন লাগে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.