নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত পরশু এমনটি ঘটেছিল , আজও ঘটলো । ৩৮ / ৩৯ সে, গরমে পুড়ে বিকেলে হটাৎ কালবৈশাখী রুদ্র বেশে হানা দিল । খুশি হলাম বেদম । রূপনগর কালভারট যেখানে বয়স্করা বসি গুলতানি করি কি অসাধারন শীতল ভাব নিয়ে বলল তোদের জন্যই ঝড় বাদলা ডেকে নিয়ে এলাম , ভাল করেছিনা ?? বৃষ্টি আর ঝড়ের দেবতাদের প্রান ভরা ভালোবাসা এমন শীতল পরিবেশ তৈরি করে দেবার জন্য ।
১৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
২| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:০৬
কামাল১৮ বলেছেন: কালবৈশাখী প্রতি বছরই হয়।এবং এটা হয় অতিরিক্ত গরম পরার পর।কখনো অনেক ক্ষতি হয়,কখনো হয় কম।
১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: খুব ছোট বেলার থেকেই কাল বোশেখি দেখি । ওই প্রচণ্ড গতিময়তার মধ্যে একটা ছন্দ আছে । ৬১ সালের ঝড়ের কথা আমার মনে আছে । আমাদের বাড়ির নারকেল গাছ গুলো একদম বাকা হয়ে নাচছিল যেন । কয়েকটা গাছ পড়ে গিয়েছিল । জামরুল গাছের সব জামরুল পড়ে নিচটা সাদা ধবধবে হয়ে গেছিল ।
৩| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:১৪
অহরহ বলেছেন: মন আছে, ছোট বেলায় একবার স্কুল থেকে ফেরার পথে কালবৈশাখী কবলে পরেছিলাম। অ্যানিমেটেড ফিল্ম এর মত টিনের চাল গুলো উড়ে উড়ে যাচ্ছিল। ওরে ভয় পেয়েছি, ভাগ্যিস আমি একটা পাকা বাড়ির গ্যারেজে আশ্রয় পেয়েছিলাম। সেল ফোনের প্রচলন তখন তেমন ছিল না, খুব কম লোকের হাতে ফোন।। ঘরে এসে দেখি মা কাঁদছেন।
১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: হুম ভাল অভিজ্ঞতা আছে আপনার । ঝড়ের সময় সাবধানে থাকা ভাল ।
৪| ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: ঝড় এলে বিপদ। তারচেয়ে ভালো মুষলধারে বৃষ্টি হলে।
১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৯
শাহ আজিজ বলেছেন: ঝড়ের মধ্যে না পড়লে হল ।
৫| ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩
আমি ব্লগার হইছি! বলেছেন: এখন ঝড় হলে সব আম শেষ। রূপনগর এলাকা বসবাসের জন্যে কেমন?
১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:০০
শাহ আজিজ বলেছেন: ভাল অন্যান্য এলাকা থেকে বেটার । আরামবাগ আবাসিক এলাকায় আমার বসবাস ।
৬| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:১১
আমি ব্লগার হইছি! বলেছেন: লেখক বলেছেন: ভাল অন্যান্য এলাকা থেকে বেটার । আরামবাগ আবাসিক এলাকায় আমার বসবাস
আমিও ঐ দিকে স্থায়ী ভাবে বসবাসের চিন্তা করছি।
২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:১২
শাহ আজিজ বলেছেন: ওয়েলকাম ব্রো ।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৪
নাহল তরকারি বলেছেন: সুন্দর।