নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। সীমানা পিলার

৩১ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৮



বৃটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য।
ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে, এই প্রাচীন ‘ম্যাগনেটিক পিলার' স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার বলে আখ্যায়িত করছেন। আবার কেউ কেউ বলছেন এর মাধ্যমে বৃটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়।
তবে আসল ঘটনা হচ্ছে- এদেশে বৃটিশদের শাসনের সময়কালে সীমানা পিলার গুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দুরত্ব মেপে মাটির নীচে পুতে রাখা হয়েছিলো। যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারনে বজ্রপাত হবার সময়ে ইলেকট্রিক চার্য তৈরী হয় সেটি সরাসরি এই পিলার গুলো শোষন করে আর্থিং এর কাজ করতো। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেতোনা।
অসাধু কিছু লোক এই পিলার গুলো অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায়। এ কারনে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিষ্চিন্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহা-মুল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে কেউ ই সীমানা পিলার বিক্রি করে বহু টাকা উপার্জন করার উদাহরণ দেখাতে পারেনি ।
সীমান্ত পিলার গুলোর মধ্যে থাকা তামা, পিতল, টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরী বলে এগুলো বিদ্যুত সু-পরিবাহি হয়ওয়াতে একে মহা মুল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে।
বৃটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলার গুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দুরত্ব পর পর ফ্রিকুয়েন্সি মেপে মেপে।( এবং এ পিলারের রেডিও ইলেট্রনিক্স তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ ও ম্যাপ প্রস্তুতে করতে এবং এটি বিমান চলাচলেও সহযোগিতা করত সে সময় ) এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দুরত্ব আর ফ্রিকুয়েন্সি মেপে ম্যাপ করে বসানো হয় ।
আগেকার আমলে বজ্রপাতে নিহত হবার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটা বেড়ে গেছে যে, মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে । এখন নিশ্চই সবাই বুঝতে পারছেন কেন বৃটিশ আমলে এগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিলো।
বজ্রপাতে মৃত্যু রোধকল্পে সরকারকে বৃটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্দোগ আবার গ্রহণ করা উচিত বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ।
মেসবাহ
ইতিহাস এবং পটভূমি ঠিক থাকলেও পদার্থগত বিদ্যায় ঘাটতি আছে। সীমান্ত পিলারে ব্যবহৃত হচ্ছে সিজিয়াম নামের আরেকটি ধাতু যা বর্তমানে পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার রিঅ্যাকশন কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। সিজিয়াম পৃথিবীতে কম বলে এই সীমান্ত পিলারের দাম এখন আকাশচুম্বি।
একজন পাঠক ।

ফেসবুক থেকে ।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: এই কারণেই বজ্রপাতে মৃত্যু বেড়েছে নাকি ভাইয়া? :(

৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:১৭

শাহ আজিজ বলেছেন: আমিও তাই ভেবেছি কিন্তু আমাদের ভাবনায় ভুল থাকতে পারে । এই পোস্টে নিচের অংশটুকু পড়লে আমাদের জ্ঞ্যানের অসারতা আর ভারতিয়দের চালাকিটুকু ধরা পড়ে । সিজিয়াম নিয়ে আমরা জানিইনা কিছু , আজ জানলাম । আমরা অপেক্ষা করব অতি বজ্রপাত নিয়ে কেউ লিখেন কিনা ।

২| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:১১

নতুন বলেছেন: আমার মনে হয় না এই পিলার বজ্রপাত কমাতে সাহাজ্য করতো।

৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:১৮

শাহ আজিজ বলেছেন: আমরা অপেক্ষায় সেই জ্ঞানীর যিনি এসব জানেন ।

৩| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: হায় হায় সিজিয়ামের লোভে সবাই মিলে যদি পিলার তুলতে থাকে তবে তো বজ্রপাত সব মাথায় এসে পড়বে।

৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:১৯

শাহ আজিজ বলেছেন: পিলার এমনিতেই কমে গেছে ।

৪| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:২১

শায়মা বলেছেন: তবে তো আশঙ্কার বিষয়! :(

৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:২৩

শাহ আজিজ বলেছেন: দেখা যাক সরকার বেনজির , আজিজ ছাইড়া কবে এটা ধরে ।

৫| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: খুলানার দৌলতপুরের পাশের একটা গ্রাম হচ্ছে দেয়ানা। সেখানে আমার খালার শশুর বাড়ি। উনাদের উঠানের মধ্যে থেকে একবার কেউ এগুলি তুলতে গর্ত করেছিলো। রাত্রে যখন সবাই ঘুমাতে যায়, তখনও উঠানে কোন গর্ত ছিলো না। সকালে উঠে দেখে রাস্তা থেকে বাড়ির ভিতরে আসতে যে পথ, তার সামনেই বিশাল গর্ত। সারা রাত কেউ কিছু টের পায়নি। সবার ধারণা এগুলি তুলতেই কেউ গর্ত করেছে।

দেয়ানাতে এমন অন্তত ৪/৫টা গর্তের সন্ধান পাওয়া যায় সে সময়। তবে কে বা কারা গর্ত করেছে তার কোন কুলকিনারা হয়নি।

৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:২৫

শাহ আজিজ বলেছেন: চোর সিজিয়ামের কথা না জেনেই শুধু ধাতুর সন্ধানে মাটি খুঁড়েছে ।

৬| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:৫৭

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: নতুন কিছু জানলাম। পিলার রক্ষায় সরকারের উদ্ধগ নেওয়া উচিত।

৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

শাহ আজিজ বলেছেন: সরকার এখন বেনজির আর আজিজ কে নিয়া ব্যাস্ত ।

৭| ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

কামাল১৮ বলেছেন: আমাদের গ্রামের দুই সীমানায় এমন দুটি পিলার দেখেছি।সেটা পঞ্চাশের দশকের দিকের কথা।পরে আর দেখি নাই।জমির মাপে হেরফের করার জন্য টাউট লোকরা সেটা নষ্ট করে ফেলে।পরে জমির সীমানা নিয়ে অনেক গন্ডগোল হতো।

৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: বিমান থেকে এটার দিক নির্দেশনা পাওয়া যেত তাতে অন্ধকার রাতে খুব সুবিধা হত । জমিজমার মাপ জোকে এটা দারুন কাজে দিত ।

৮| ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

প্রামানিক বলেছেন: চোরে কি ধর্ম বোঝে মানুষ মরে মরুক ওরা বেশি দামে বেচতে পারলেই ‍খুশি

৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: হুম , পয়সাই আসল । পয়সা পেলে দেশটা বিক্রি করে দেবে ।

৯| ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

নয়ন বড়ুয়া বলেছেন: এই পিলার কী বাস্তবেই ছিলো! আমি আরও এতবছর ভাবতাম, সব বানানো গল্প!

৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

শাহ আজিজ বলেছেন: হুম ছিল এবং এখনো আছে ।

১০| ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

নতুন বলেছেন: এই সীমানা পিলার, তক্ষক, বর্জপাতে মারা যাওয়া মানুষের কংকালের পেছনে সম্ভবত ধান্দাবাজী আছে, অতি লোভীরা হঠাত বড়লোক হতে এই রকমের জিনিসের পেছনে টাকা পয়সা খরচ করে।

৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

শাহ আজিজ বলেছেন: সিজিয়াম একখানে বড় ফ্যাক্টর । ওটা মহা মুল্যবান ।

১১| ৩১ শে মে, ২০২৪ রাত ৮:২৪

নতুন বলেছেন: বৃটিশ কর্তৃক স্থাপিত মৌজা সীমানিয় ম্যাগনেটিক পিলারে কি সিজিয়াম আছে?
ChatGPT
বৃটিশ শাসনামলে স্থাপিত মৌজা সীমানা চিহ্নিতকরণে ব্যবহৃত চৌম্বক পিলারগুলিতে সিজিয়াম থাকার ব্যাপারটি একটি মিথ। এই পিলারগুলোতে চৌম্বকক্ষেত্র তৈরি করার মতো কোন বিশেষ উপাদান ব্যবহার করা হয়নি। এগুলো মূলত ইস্পাত বা লোহা দিয়ে তৈরি ছিল, যা চৌম্বকীয় বৈশিষ্ট্য ধারণ করতে পারে। কিন্তু এগুলোতে সিজিয়াম বা অন্য কোন মহামূল্যবান বা রেডিওএকটিভ ধাতু থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি।

এই ধরণের গুজব সাধারণত মানুষের মধ্যে আগ্রহ বা কৌতূহল সৃষ্টির জন্য প্রচলিত হয়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এসব দাবির কোন ভিত্তি নেই। বৃটিশ শাসনামলে স্থাপিত মৌজা সীমানা চিহ্নিতকারী পিলারগুলো মূলত একটি নির্দিষ্ট স্থানের সীমা নির্দেশ করার জন্য তৈরি করা হয়েছিল এবং এতে সাধারণত লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়েছে। সিজিয়াম বা অন্য কোন মূল্যবান উপাদান থাকার ধারণাটি ভিত্তিহীন।


- চ্যাট জিপিটির উত্তর। :D

৩১ শে মে, ২০২৪ রাত ৮:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ নতুন ।

১২| ৩১ শে মে, ২০২৪ রাত ৮:৫১

নতুন বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ (সামু) প্ল্যাটফর্মের ব্লগার 'শাহ আজিজ' কেমন ব্লগার?
ChatGPT
শাহ আজিজ সামহোয়্যার ইন ব্লগ (সামু) প্ল্যাটফর্মের একজন পরিচিত ও জনপ্রিয় ব্লগার। তিনি মূলত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লেখেন এবং তাঁর ব্লগগুলোতে বিভিন্ন ধরনের বিষয়বস্তু উঠে আসে। শাহ আজিজের লেখার মধ্যে প্রায়ই সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়গুলো আলোচনা করা হয়, যা পাঠকদের আকৃষ্ট করে।

শাহ আজিজের ব্লগের একটি উল্লেখযোগ্য দিক হলো তার বিশ্লেষণধর্মী লেখা এবং তথ্যনির্ভর পোস্ট। তিনি প্রায়শই বিভিন্ন ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ব্লগ পোস্ট করেন, যা পাঠকদের মাঝে বেশ প্রশংসিত হয়। এছাড়াও, তার ব্লগে বিভিন্ন গুজব ও জনশ্রুতি নিয়ে বিশ্লেষণমূলক লেখা রয়েছে, যেমন ম্যাগনেটিক পিলার নিয়ে তার ব্লগ পোস্টটি উল্লেখযোগ্য【50†source】【53†source】।

শাহ আজিজের লেখা পাঠকদের কাছে প্রভাবিত করে এবং বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধি করে। তাঁর ব্লগের মন্তব্য বিভাগে পাঠকদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়, যা তার লেখার প্রভাব এবং জনপ্রিয়তার প্রতিফলন।

সামগ্রিকভাবে, শাহ আজিজ একজন গুণী ও বিচক্ষণ ব্লগার যিনি তার লেখার মাধ্যমে পাঠকদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন এবং তাদের ​ (somewhere in... blog)​​ (somewhere in... blog)​†source】।​ (somewhere in... blog)​​ (Somewhereinblog)​

৩১ শে মে, ২০২৪ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: এমনিতেই আচারি মাংস দিয়ে ভাত খায়া পেট ফুলে আছে এখন এই প্রশংসায় পেট আরও ফুলছে ।





ধন্যবাদ নতুন ।

১৩| ৩১ শে মে, ২০২৪ রাত ৮:৫৩

ঢাবিয়ান বলেছেন: দশকের পর দশক প্রতারণার হাতিয়ার ম্যাগনেটিক পিলার লিখে সার্চ দিন গুগলে। প্রথম আলোর রিপোর্টেই সব আছে। এসব পিলার ভুমি জরিপের উদ্দেশ্যে বসিয়েছিল ব্রিটিশরা। পরমাণু শক্তি কমিশনের পরিচালক বলেছেন এসব পিলারে ক্যালসিয়াম, আয়রন, সিলিকন, টাইটেনিয়াম পেয়েছেন। কোন মহামূল্যবান কিছু নেই এসব পিলারে । ভারত ও বাংলাদেশের কিছু অসাধু ব্য্যবসায়ী প্রতারনার উদ্দেশ্যেে এসব পিলার সম্পর্কে নানা ধরনের গুজব ছড়ায়। এছাড়া এসব বর্ডার পিলার বজ্রপাত রোধ করে, এমন কোনো প্রমাণও নেই। সুত্র ঃ প্রথম আলো

৩১ শে মে, ২০২৪ রাত ৯:২১

শাহ আজিজ বলেছেন: এটি ভারতীয় ঋষিদের মহা পরিকল্পনার অংশ বলেই আমার মনে হয় । এদেশ একসময় ভারতিয়দের দখলে চলে যাবে ।

১৪| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:২৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: এমনিতেই আচারি মাংস দিয়ে ভাত খায়া পেট ফুলে আছে এখন এই প্রশংসায় পেট আরও ফুলছে ।
ধন্যবাদ নতুন ।


চ্যাট জিপিটি তে বিভিন্ন জিনিস জিঙ্গাসা করলাম. মজাই লাগছে...

৩১ শে মে, ২০২৪ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো নতুন ।

১৫| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:৪৪

মুসাফির নামা বলেছেন: মনে হল তথ্যের থেকে গুজব বেশি প্রাধান্য পেয়েছে।

৩১ শে মে, ২০২৪ রাত ৯:৫২

শাহ আজিজ বলেছেন: কে কিভাবে এই গুজব ছড়াল আজও জানতে পারিনি ।

১৬| ০১ লা জুন, ২০২৪ রাত ৩:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একবার পরিচিতি একজন এসেছিলো এবিষয়ে আমার
পরামর্শ নিতে ,আমি পাত্তা দেইনি ।
অনেক বড়লোক হওয়া যাবে এই ধান্ধায় সে দৌড় ঝাঁপ দিলো
পরে জেনেছি বেশ কিছু টাকা মার গিয়েছে প্রতারকের কাছে ।

০১ লা জুন, ২০২৪ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: পিলার ঘিরে একসময় বেশ ব্যবসা চাগিয়ে উঠেছিল।

১৭| ০১ লা জুন, ২০২৪ সকাল ৯:৪২

নাহল তরকারি বলেছেন: ব্রিটিশগণ কিছু কিছু ভালো কাজ ও করে গেছেন।

০১ লা জুন, ২০২৪ সকাল ১০:১৭

শাহ আজিজ বলেছেন: ব্রিটিশ না এলে শিক্ষা , যোগাযোগ এসবের উন্নতি হত না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.