নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দীর্ঘতম দিন আর স্বল্পতম রজনী

২২ শে জুন, ২০২৪ দুপুর ১:৫৭



কাল ২১ জুন এ বছরের দীর্ঘসময়ের দিন ছিল । আর তাই নিয়মানুযায়ী রাত ছিল ছোট । অনেক বছর বাদে ব্যাপারটা খেয়াল করলাম । স্কুলের শেষ দিকে গ্রামের দোতালায় বসে বিস্তীর্ণ দিগন্ত জুড়ে ধীরে অতি ধীরে আকাশ জুড়ে আলোর ছটা ফুটে ওঠা দেখতাম । দারুন লাগত সেই প্রথম কবিতা লেখার দিনগুলো । তখন প্রেম করতাম বলে সবকিছুই কেন জানি ভাল লাগত ।
সূর্যাস্ত অনেক দেখেছি । করোনার সময়ে কক্সবাজারে হোটেলের ৫তালার বারান্দায় দাড়িয়ে সূর্য ডোবার দৃশ্য দেখেছি । চীনের লম্বা নদিতে তিনদিনের ক্রুজে জাহাজের ডেকে দাড়িয়ে সূর্যাস্ত দেখেছি । বঙ্গোপসাগরে ট্রলারে দাড়িয়ে সূর্যাস্ত দেখার দৃশ্য বড়ই মনোরম । কালকের সন্ধ্যেবেলা মেঘমুক্ত আকাশ দেখতে ভালই লাগছিল । ভোররাতে ঘুম ভেঙ্গে দেখি ৪,৫০ বাজে । স্বল্প আলো ফোঁটা আকাশ দারুন ছিল । খুব নিস্পাপ আর পবিত্র লাগছিল ।



ভোরের আলো শরীরে লাগালে নিজেকে খুব পবিত্র মনে হয় ।

আপনার কি এমন হয় ??

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৪ বিকাল ৪:২০

মিরোরডডল বলেছেন:




আমাদের এখানে কাল ২১ জুন ছিলো এ বছরের সবচেয়ে ছোট দিন।
freezing cold!!!


২২ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪৭

শাহ আজিজ বলেছেন: আমরা দুইমুখি ভুবনে বাস করি ।

২| ২২ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৫

মিরোরডডল বলেছেন:





ম্যাক্সিমাম সময় ঘুমাতে যেতে যেতে ভোর হয়ে যায়।
আর যদিও বা অনটাইম ঘুমাই, শীতের ভোরে ঘুম থেকে উঠা একটা পানিশমেন্ট মনে হয়।
মন বলে নিশ্চয়ই কোন পাপ করেছিলাম, তাই প্রায়শ্চিত্ত করছি :)

কিন্তু এটা সত্যি একবার উঠে গেলে তখন অনেক ভালো লাগে।
ভোরের ড্রাইভ এঞ্জয়েবল, আকাশ দেখতে অনেক ভালো লাগে।



২২ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪৯

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো জেনে ডল ভোরের আকাশ তোমার ভাল লাগে ।

৩| ২২ শে জুন, ২০২৪ রাত ৯:০০

নাহল তরকারি বলেছেন: আমার সন্ধ্যার সময় ভালো লাগে।

২২ শে জুন, ২০২৪ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: কেন জানি সন্ধ্যা আমার কাছে বড্ড বিষণ্ণ লাগে । রাতে তারা ভর্তি আকাশ আরেক আকর্ষণ ।

৪| ২২ শে জুন, ২০২৪ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




কাক ডাকা ভোরের আলো গায়ে লাগলে আসলেই নিজেকে খুব শুদ্ধতম মনে হয়!

২৩ শে জুন, ২০২৪ সকাল ৯:১৮

শাহ আজিজ বলেছেন: তাইতো বলতে চেয়েছি ।

৫| ২২ শে জুন, ২০২৪ রাত ১১:১২

বিষাদ সময় বলেছেন: আগে ভাবতাম দিন ছোট বড় হওয়ার বিষয়টি খুব সহজ। যখন দিন বড় হতে থাকবে তখন সূর্যোদয় আগে হবে এবং সূর্যাস্ত পরে হবে আবার দিন যখন বড় হবে তখন হবে এর উল্টা। কিন্তু বিষয়টি আরেকটু জটিল।

যেদিন ভোরে ঘুম ভেঙ্গে যায় সেদিন সারাটা দিনই খারাপ যায়।

২৩ শে জুন, ২০২৪ সকাল ৯:২০

শাহ আজিজ বলেছেন: আপনার কি সকালেও ঘুমাতে ইচ্ছে করে ?

৬| ২৩ শে জুন, ২০২৪ রাত ১২:৩১

মিরোরডডল বলেছেন:





বিষাদ সময় বলেছেন: যেদিন ভোরে ঘুম ভেঙ্গে যায় সেদিন সারাটা দিনই খারাপ যায়।

বলে কি????? :)

আমার ঠিক উল্টোটা হয়।
যদিও আমি রাতের পাখি, কিন্তু যখন ভোরে উঠি, যদিও উঠতে ইচ্ছে করেনা,
তখন একবার উঠে গেলে দিনটা অনেক ভালো যায়, অনেক বেশি প্রোডাক্টিভ হয়।

যে কয়দিন অফিস যাই, ট্র্যাফিক এভয়েড করতে আর কার-পার্কিং এর জন্য খুব ভোরে উঠে বের হয়ে যাই।
তা নাহলে, ম্যাসিভ ট্র্যাফিক ফেইস করতে হয় এবং পার্কিং এর বেস্ট স্পট পাওয়া যায়না।



২৩ শে জুন, ২০২৪ সকাল ৯:২২

শাহ আজিজ বলেছেন: ভোরের নির্মল হাওয়া স্বাস্থ্যকর ।

৭| ২৩ শে জুন, ২০২৪ দুপুর ১:০৬

নতুন বলেছেন: জীবনের ব্যাস্ততায় কখন যে দিন রাত বড় ছোট হয় টেরই পাই না।

অফিস শেষ করে বাসার দিকে রওনা হতে রাত ৮টা বেজে যায়।

কয়েকদিন আগে একটু জলদি যাবো বলে ৭টায় বের হয়ে দেখি তখনো সূর্য ডোবেনি। ( ৭.১৫তে সূর্য অস্ত ঐ দিন)

২৩ শে জুন, ২০২৪ বিকাল ৫:২৭

শাহ আজিজ বলেছেন: গেল কয়েক মাস আমি কার্যত কর্মহীন । ডিসেম্বর থেকে দিন আর রাত খেয়াল করে দেখেছি । বেশ মজার কিন্তু ব্যাপারটা ।

৮| ২৩ শে জুন, ২০২৪ বিকাল ৫:৪৩

নতুন বলেছেন: কিছু একটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন। ব্লগিং এর পাশাপাশি কায়িকশ্রম হয় এমন কিছু কাজের সাথে যুক্ত হউন।

২৩ শে জুন, ২০২৪ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.