নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষা করুন।

সত্যের ছায়া (সংস্করণ)

কিছুই বলার নাই

সত্যের ছায়া (সংস্করণ) › বিস্তারিত পোস্টঃ

ঈদে অধমের বাড়ি ফেরা (ছোট গল্প)

৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৯


ঈদে বাড়ি ফিরছি। হয়ত কিছুক্ষণ পরে মা’কে ফোন করে বলব ‘মা আমি বাড়ি আসতেছি’ মা তখন বলবে, ঠিক ঠাক মত আছিস, মানুষে কিছু দিলে খাইস না’। মা’র ধারণা আমি এখনও আগের মত বোকা আছি। ছোট কালে যেমন ছিলাম। তবে বলে রাখা ভালো আমি ছোট কালে একটু বেশী বোকা টাইপের ছিলাম। এখন আছি তবে আগের চাইতে কিঞ্চিত উন্নতি হইছে। আমি জানি এই জগতে আমার তেমন কোন মূল্য নেই। আমার পক্ষে এই দেশ কিংবা জাতিকে দেওয়ার মত জ্ঞান যোগ্যতা আমার নেই। কিন্তু আমার মা-বাবার কাছে আমিই সেরা।

ঢাকা শহরে ছোট খাট একটি চাকরী করি আর এ বছর মাস্টার্স শেষ করব।অর্থাৎ পাট টাইম জব হোল্ডার। যা টাকা ইনকাম করি তাদের নিজের মোটা-মুটি ভালো চলে যায়। ফ্যামিলিকে সার্পোট করতে পারি না আর প্রয়োজনও পড়ে না। এতে মাঝে মাঝে মন খারাপ করলেও মা-বাবার হাসি-মাখা মুখ দেখলে আর খারাপ লাগে না। মা- সবার কাছে বলে বেড়ায় ‘আমার হাবা-গোবা ছেলেটা ঢাকা শহরে লেখা পড়া করি নিজের টাকা নিজেই ইনকাম করে এটা কম কিসে? আর বাবা আমাকে নিয়ে গর্ব করেন, তার পরিচিত জনদেন নিকট বলেন, আমার বোকা ছেলেটা ঢাকা শহরে নিজে চলতে শিখেছে। লেখা পড়া করে এবং পাশা-পাশি চাকরিও করে। এই কথা বলার সময় তার মুখ গর্বে উচু হয়ে হঠে। বাবা এক সময় আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলেন। এখনও করেন তবে আগের মত না।

এবার ঈদে বাড়ি যাচ্ছি, শপিং বলতে, নিজের জন্য প্যান্ট, শার্ট, শু, আর পাঞ্জাবি। মা’র জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবী, ছোট ভাইয়ের জন্য জামা নিলাম। বর্তমান জমানায় এটা যদিও নগন্য কিন্তু এই অধমের জন্য বিশাল কিছু। বাড়িতে গিয়ে যখন মা’র হাতে তুলে দিব তখন বলবে কি দরকার ছিল এসব কেনার। তুই ঠিকমত চলতে পারিস ত’। তোর বাবা- আর বড় ভাইয়েরা ত’ অনেক মার্কেট করে রেখেছে। আমি তখন হয়ত মুখে হাসি দিয়ে মাথা নাড়াব। সেই সময় ছোট ভাই এসে আমাকে পচাতে থাকবে (সে মজা করে আমাকে সব সময় পচায়, সে বলবে এটা ভালো হয়নি, ওটা দেখতে ভালো না ইত্যাদি ইত্যাদি, আমি কেন জানি পারি না)। আবার দেখা যাবে ছোট ভাইটা ঈদের দিন তার পছন্দের কেনা জামা রেখে আমারটাই পড়েছে।

আর
বাবা! সে বলবে, ‘তোরে কে বলছে এসব কিনতে’। আমি তখন বোকার মত দাঁড়িয়ে থাকব। আসলে, আমারে কে বলছে এসব কিনতে। এর উত্তর নিজে নিজেই খুঁজতে থাকব। ততক্ষণে হয়ত মা আমার জন্য আরেকটি নতুন পাঞ্জাবী-পায়জামা নিয়ে হাজির। যেটি বাবা আমার জন্য আগেই কিনে রেখে ছিলেন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:১৬

বিজন রয় বলেছেন: যান, বাড়িতে ঠিকভাবে ঈদ করুন।
শুভকামনা।

৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৮

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: সালাম,

ধন্যবাদ দাদা।

শুভ কামনা জানিয়েছেন;

আপনার প্রতিও শুভ কামনা রইল।

২| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৫০

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: ঈদ হোক অনাবিল আনন্দময় #:-S

৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৫২

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: সালাম,

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনাকেও ঈদ মোবারক।

৩| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সহিসালামতে পৌছান বাড়িতে। আনন্দে কাটুক ঈদ

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৫

ঘটক কাজী সাহেব বলেছেন: ভালো কাটুক সবার জীবনে ঈদ, ভালো থাকুন কবি, মা বাবারা এমনই হয়...... তবু তো স্বল্প আয়ে গল্পের মানুষ টি কিছু কিনতে পেড়েছেন।+++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: ধন্যবাদ

৫| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:০২

বাকরখানি বলেছেন: পকেট সাবধান। মলম পার্টি সাবধান।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

প্রবাসী একজন বলেছেন: চোখ, কান খুলে সাবধানে বাড়ি যাবেন.....

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: ধন্যবাদ

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: সুন্দর লেখা ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: ধন্যবাদ

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

একটি লেখা দিয়ে বসে আছেন কেন?

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



আজকের বাংলার সাধারণ মানুষের সাধারন জীবনের প্রতিচ্ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.