![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাই বলতে, শুনতে, শোনাতে। আকাশকে ছুতে চাই, মেঘের সাথে পাখা মেলতে চাই। চাই বদলাতে-নিজেকে, অপরকে।\n\nফেসবুকে আমাকে খুঁজে নিনঃ\n\nhttp://www.facebook.com/shahed.invictus\n\nemail: [email protected]\n\nBlogspot: 100fanush.blogspot.com\n\nফ্লিকারঃ\nhttp://www.flickr.com/photos/hell_is_my_heaven\n\nআমার রক্তের গ্রুপ এ পজেটিভ। কারও যদি রক্তের প্রয়োজন হয় আমার ফেসবুক ঠিকানায় যোগাযোগ করবেন দয়া করে।
ফোটোগ্রাফি নিয়ে আমার আগ্রহ অনেক দিনের। সেই আগ্রহটা বাস্তবে রূপ দেয়ার সুযোগ আসে বছর দেড়েক আগে ক্যামেরাটা যখন হাতে পেলাম তখন। ইচ্ছা ছিল আমার তোলা ছবিগুলো নিয়ে একটা ছবি ব্লগ লেখার। আজ লিখেই ফেললাম। পোস্টটা নিয়মিত আপডেট করার ইচ্ছা আছে।
ছবিগুলো সবই প্যানাসনিক লুমিক্স DMC-FP1 মডেলের ক্যামেরায় তোলা।
এই ছবিটা তোলা আমাদের ক্যাম্পাস থেকে কয়েক কিলো দূরে একটা হাওড় টাইপের জায়গা আছে, সেখানে। দুপুরবেলা একদিন গেলাম ছবি তোলার খায়েশ নিয়ে। দেখি এই পোলাপানগুলো দাপাদাপি করছে পানিতে। আর কি লাগে, শটাশট খটাখট!
এই ছবিটাও তোলা আগের জায়গা থেকেই, বুঝতেই পারছেন।
গাছপালার ভেতর একটা ঝাড়ু নিয়ে গাছের পাতা গুছিয়ে একজায়গায় স্তুপ করছিল ছেলেটা, বাড়িতে নিয়ে গিয়ে চুলো ধরানর সরঞ্জাম। ডেকে বললাম, এইখান থেকে ওইখানে একটা দৌড় দিয়ে যা দেখি! বলামাত্রই দৌড়, শাটার টেপার সময় ও পেলাম না!
কমলাপুর রেলওয়ে স্টেশনে বসে ছিলাম ছয় ঘন্টা লেট হয়ে যাওয়া ট্রেনের জন্যে। সময় কাটানোর জন্যে ক্যামেরা বের করে খুটখাট শুরু করলাম। ওই দিন তোলা ছবি গুলোর ভেতর এটা আমার একটা প্রিয় ছবি।
ট্রেনে করে আসছিলাম যমুনা সেতুর উপর দিয়ে। তখন এই ছবিটা তোলা। অপূর্ব এক দৃশ্য দেখা যায় এই সময়ে, যখন শীতকাল আসি আসি করছে, নদীর পানি কমে গেছে। বিশাল চর জাগে, তার উপরে যতদূর চোখ যায় ফসলের ক্ষেত, মাঝে মাঝে শুধু ছোট্ট দুই একটা ঝুপড়ি ঘর। নিজেকে কেন জানি খুব ক্ষুদ্র মনে হচ্ছিল ওইসময়।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই মাশরুমগুলো দেখি। ক্ষুদ্র কোন জিনিসের ভিতরেও যে সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে, আমরা বোধয় সেটা মানতে চাই না, বা পারি না। আমি জিনিস্টা সবাইকে দেখানোর চেস্টা করেছি।
আমার ফ্লিকারে এই ছবিটার ক্যাপশন দিয়েছি To Catch a Droplet of Sunshine. বাংলায় কি হতে পারে? সূর্যপিয়াস?
এই ছবিটা তোলা যখন ধান কাটার সময়, তখন। একটু কমন ছবি হতে পারে, অনেকেই এরকম ছবি তোলে। তারপরেও আমার কাছে ছবিটা ভাল লাগে।
আরেকটা উদাহারন, ছোট্ট একটা জিনিস কত সুন্দর হতে পারে।
আমাদের হলের পাশে যে মাঠ, সেখানে মাঝে মাঝে আমরা বিকেলে ঘুরতে যাই। একদিন বিকেলে, সূর্যাস্তের রূপ দেখে অবাক হয়ে গেলাম, অসাধারন! ছবিতে তার দশ ভাগের এক ভাগ সৌন্দর্যও ধরা পড়েনি!
এই ছবিটা তোলা মুন্সীগঞ্জের গজারিয়া থেকে। ক্যামেরা হাতে নিয়ে গ্রামের রাস্তায় ছবি তোলার আশায় ঘুরছি, হঠাত দেখলাম পুকুরে এই দুই পিচ্চি ইচ্ছেমত দাপাদাপি করছে। এগিয়ে গিয়ে ক্যামেরা তাক করলাম। কিন্তু কোনোমতে একটা ছবি তুলতেই নাংগু পিচ্চিটা পানিতে ঝাপ দিল, কোনভাবেই আমাকে তার নাঙ্গু অবস্থার ছবি তুলতে দিতে রাজি নয়। পানির নিচ থেকে খানিক পরপর মাথা তোলে, আমি আছি কিনা দেখে নিয়েই আবার ডুব দেয়। কি আর করা, ছবি তোলার আশা অপুর্ন রেখেই সে স্থান ত্যাগ করতে হল!
ছবি তোলার স্থান মুন্সীগঞ্জ। আমার এ পর্যন্ত তোলা সবচেয়ে প্রিয় নেচার ফটোগুলোর ভিতর একটা।
এই ছবির কি বর্ননা দেব? বরং কয়েক লাইন কবিতা শুনুন।
মৃত্যুরে কে মনে রাখে?- কির্তীনাশা খুঁড়ে খুঁড়ে চলে বারো মাস
নতুন ডাঙ্গার দিকে- পিছনের অবিরল মৃত চর বিনা
দিন তার কেটে যায়- শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ?
জীবনানন্দ দাশ।
বার্ধক্য, অবশ্যম্ভাবী একটা জিনিস। সূর্য ও বৃদ্ধ, দুজনেই নিজের জীবনের সায়াহ্নে উপস্থিত। একটা সিম্বলিক শট নেয়ার চেষ্টা করেছি।
আগের ছবিটা যেখানে তোলা, এটাও সেখানেই। তবে এটার বক্তব্য সম্পূর্ণ অন্যরকম। সারাদিনের শেষে এই ছেলেগুলো নেমেছিল পানিতে, ক্লান্তি ধুয়ে ফেলতে। এই নদীর নাম দুধলী। স্থান গজারিয়া, মুন্সীগঞ্জ।
সাদাকালো সবসময়েই আমার প্রিয়, ফটোগ্রাফির মাধ্যম হিসেবে। এই পোস্টে সাদাকালো ছবি আর দিলাম না, কারন আমার মনে হয় এই বিশেষ ক্ষেত্রটায় আমি এখনও তেমন গুছিয়ে উঠতে পারি নি। এই ছবিটাও দিচ্ছি অনেক ভয়ে ভয়ে!
ছবিগুলো দেখার জন্যে ধন্যবাদ। যেকোনো পরামর্শ সাদরে গৃহিত হবে।
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:২৭
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: অনেক ধইন্যা!
২| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:২৭
রেম্ব বলেছেন: খুবই ভাল হইছে। ভাই একটি ক্যামেরা নিবো ১৫০০০ এর মধ্যে। যদি কোন পরামর্শ দেন, উপকৃত হই। ম্যাক্রো এর কথা মাথায় রেখে।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৫৮
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: অবশ্য এই লিঙ্কএ দেখতে পারেনঃ
Click This Link
Click This Link
৩| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৫
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ভাইরে, ক্যামেরার খুটিনাটি সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য। যদি কোন পরামর্শ দেই তাতে উপকার হওয়ার চেয়ে অপকার হওয়ার সম্ভাবনাই বেশি। কোন সাহায্য করতে পারছি না বলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো ছবি, বিশেষ করে শেষেরটা।
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪০
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ঐটা আমারও প্রিয়।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০২
আলো খোঁজে বলেছেন: ছবি গুলোর নাম দিতে পারলে আরো পরিপূর্ন লাগতো ....১ ও ৪ নং ছবি দুইটা বেশী ভালো .....।
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৯
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: এই ছবিগুলো আমার ফ্লিকার একাউন্টে দেয়া আছে। ওখানে আমি ক্যাপশন দিয়েছি, তবে ইংরেজিতে। আর ইংরেজি ক্যাপশন আমার বাংলা ব্লগে দেব কিনা বুঝতে পারছি না, আর কোন যুতসই বাংলা ক্যাপশনও মাথায় আসছে না। তাই আপাতত..
৬| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১০
rasselbd বলেছেন: আলো খোঁজে বলেছেন: ছবি গুলোর নাম দিতে পারলে আরো পরিপূর্ন লাগতো ....১ ও ৪ নং ছবি দুইটা
৭| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১৫
আমি সুফিয়ান বলেছেন: ২ আর ৫ খুবই ভালো লাগতেছে
আপনার ক্যামেরাটার কত দাম ? কোত্থেকে কিনছেন?
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: আসলে ভাই আমার ক্যামেরাটা কেনা না, গিফট পাওয়া। একারনে সঠিক জবাব দিতে পারলাম না।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৩
ফয়সাল রকি বলেছেন: শেষের ছবিটা বেশী সুন্দর... +++
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৬
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: মেলা ধইন্যা!
৯| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫১
সাইফ১৯রকস বলেছেন: তোমার ফটোগ্রাফি বরাবরের মতোই কঠিন । অনেক ভাল লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৯
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ঘুমকুমার, ঠিক?? ধন্যবাদ। অনুসরন করলাম!
১০| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১৪
মেংগো পিপোল বলেছেন: আপানার দেখার চোখ খুব ভালো, ভালো লাগলো সেয়ার করার যন্য ধইন্যা।
১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১৯
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: আফনারেও অনেক ধইন্যা!
১১| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৫
তাই... বলেছেন: অনেক দিন পর কিছু চোখ জুড়ানো ছবি দেখলাম।+++++++++
১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৩
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: আপনার চোখ জুড়ানোর ব্যাবস্থা করতে পেরে ভাল লাগছে! ধন্যবাদ।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর । খুব ভালো লেগেছে ।
১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩০
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: অনেক ধন্যবাদ!
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:০১
রাজ হাসান বলেছেন:
এই ছবিটি আমার কাছে অনেক ভাল লেগেছে।আপনি কি এই ছবিটির হাই রেজুলেশন ভার্সনটির লিঙ্ক দিবেন?ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩২
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: হাই রেজুলেশন ভার্সনটা দিয়ে আপনি কি করতে চান সেটা যদি বিস্তারিত বলতেন তাহলে খুব উপকৃত হতাম। আপনি যদি চান তাহলে আমার মেইলে যোগাযোগ করতে পারেন। [email protected]
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:০৯
রাহিক বলেছেন: ভাল লাগলো ।আপনি কোন ভার্সিটির ছাত্র ?দয়া করে বলবেন কী ?অভিঞ্জতা শেয়ার করা যেতো ।
১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৮
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। অণুজীববিজ্ঞানে। আপনি?
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:৪৮
সাইফ১৯রকস বলেছেন: অনেক নতুন ছবি এ্যড হয়েছে । বলোনাইতো । :-( ভাবছি তোমারে গুরু মানবো । আমাকে ফটোগ্রাফি শেখাবা ।
১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৯
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ফেবুতে লিঙ্ক দিসিলাম তো।
আমারে গুরু মানবা কি, আমার অনেক কিছু শিখা বাকি এখনও! গুরু মানার মত ফটোগ্রাফার দুনিয়ায় অনেক আছে!!
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:১৬
সিক্স স্ট্রিং বলেছেন: লাইক দিলাম