নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

সিনথিয়া

০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:২০

রাত বুঝি শেষ হয়ে এল, সিনথিয়া

রাতজাগা সব পাখিদের ক্লান্তিতে

জল ঝরে পড়ে জোনাকের ডানা থেকে

চাঁদ কেঁপে ওঠে ভয়াবহ নীল শীতে।



মেঘে মেঘে রাত ভেসে গেল সিনথিয়া

ভোর-রাতে নামে কুয়াশাও বন্দরে;

সিনথিয়া যদি নীল কাঁচে জমে বাষ্প,

রাত দেখে নিও এ চোখের আরশীতে।



স্বপ্ন তবুও বাকি থাকে সিনথিয়া,

রাত ভোর হয়, স্বপ্নের ঘোর কাটে না;

এত ভালবাসা জোছনাকে তুমি দিয়েছো~

তারাগুলো বলে, "আমাদেরও যদি দিতে!"



ভাবনায় আমি ডুবে থাকি সিনথিয়া,

আমার মত কি তাকেও জড়িয়ে রাখছো?

এক প্রেমিকের কষ্টের দায় তুমি নাও

অন্য প্রেমী-কে স্বর্গে ভাসিয়ে নিতে !



প্রার্থনা তবু রেখে যাব, সিনথিয়া

এ জীবন-মন সকলই দিয়েছি গল্পে

তুমি জানো আমি কতটা স্থির-প্রতিজ্ঞ;

সব'টা যে দেয়, সেই পারে সব নিতে।



তাই হেসে বলি, ভাল থেকো সিনথিয়া

প্রেমিকের চোখে গাঢ় রং নিয়ে খেলে;

আমার মতই আমিও স্বপ্নে বাঁচব

চেনা পৃথিবীর পরিচিত গন্ডিতে...











[যারা পড়েছেন: কবিতা'টা আপনি আপনার মত করে একরকম ভেবে নিলেন; কিন্তু নিশ্চিত জানি, সেটা আমার ভাবনা থেকে ভিন্ন। এ কবিতায় আমার ভাবনা'টাও প্রকাশ করতে ইচ্ছা হচ্ছে, তাই কিছু বাড়তি কথা-বার্তা।



গ্রীক পুরানে, সূর্যদেবতা অ্যাপোলো (Phoebus Apollo)-র যমজ বোন ছিলেন চন্দ্রদেবী আর্টেমিস (Phoebe Artemis; রোমান'রা যাকে ডাকত ডায়ানা)। মাউন্ট সিন্থাস-এ জন্ম বলে আর্টেমিসের আরেক নাম ছিল সিনথিয়া (সিন্থাস থেকে)। আমার এ কবিতায় সিনথিয়া নামে সেই চন্দ্রদেবী'কেই স্মরণ করলাম প্রতিটি লাইনে।



এ কবিতায় সিনথিয়া তাই কোনও মানবী নয় (যেমনটা আপনি ভেবে বসে ছিলেন), বরং কল্পিত কোনও এক চাঁদের দেবী - যে প্রেমিক চোখদের করে রাখে মোহগ্রস্থ, চন্দ্রগ্রস্থ।



এবার কবিতা'টা আরেকবার পড়বেন?

আমার ধারণা, এবার পড়তে আপনার একদম অন্যরকম লাগবে 8-| ]

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথম ভাবছিলাম, সিনথিয়া নামে কারো প্রেমে মজছেন :)
হা হা হা!

অসাধারণ কবিতা, শাহেদ ভাই।
আমি বলবো, এখন পর্যন্ত আপনার সেরা লিখা।
শুভকামনা, ভাই।

০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:০৩

শাহেদ খান বলেছেন: হাহ হা, দূর্জয় ভাই। বুঝতে পারছিলাম, পাঠক কী ভেবে নিবে।

এমন প্যারালাল কবিতা আরও লিখেছি। কিন্তু সবসময় আমার ভাবনা'টা বলতে ইচ্ছা করেনা, পাঠককেই ভেবে নিতে দিই নিজের মত। আজ হঠাৎ বলতে ইচ্ছা হল।

এতটা ভাল লাগায় অনেক ভাল লাগা। :)

২| ০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৩

আবু সালেহ বলেছেন:

ভালো লাগা রইলো শাহেদ ভাই.....

০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:০৪

শাহেদ খান বলেছেন: 8-|

ভাল থাকবেন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৫

সায়েম মুন বলেছেন: চাঁদের দেবীকে নিয়ে সুন্দর একটা কবিতা পাঠ হলো।
সিনথিয়া নামটা বড্ড আধুনিক ঠেকছে আমার কাছে। #:-S

০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৫

শাহেদ খান বলেছেন: অবশ্যই সিনথিয়া চির-আধুনিক নাম। গ্রীক-মিথের অনেক নামই তো এখনও সমান প্রচলিত।

কেমন আছেন, সায়েম ভাই? 8-|

৪| ০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৪

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সিনথিয়া!!
আমার এককালের বেস্ট ফ্রেন্ড এর নাম।
তার কথা মনে পরে গেল গেল তাই কবিতা মাথায় ঢুকলনা :|

০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৮

শাহেদ খান বলেছেন: আরে অত ভাবতে যাচ্ছেন কেন? ধরে নিন আপনার ফ্রেন্ডের মত কোনও মেয়ে'কে নিয়েই লেখা, ওসব দেবী-টেবী বাদ দেন !

দু'টা সমান্তরাল অর্থ কবিতার, আপনি আপনার মত করেই বুঝে নিন?

:)

৫| ০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৩

অনাহূত বলেছেন:
কবিতায় খুব ভাল লাগা রইল। সিনথিয়া।
চাঁদের দেবী সিনথিয়া।

০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১৩

শাহেদ খান বলেছেন: চাঁদের দেবী বলতে গেলে কিন্তু সিনথিয়া'র নাম আসে না। বড়জোড় আর্টেমিস বা ডায়ানা আসতে পারে। আর্টেমিসের নামগুলো'র মধ্যে একটা হল সিনথিয়া (যেমন মহাভারতে অর্জুনের দশ'টা নামের মধ্যে একট হল 'ফাল্গুন'; কিন্তু সেটা বললে অনেকে নাও চিনতে পারে)

এর মাঝে সিনথিয়া নাম'টা আমার ভাল লাগে, তাই সেটা নিয়েই লেখা।

8-|

৬| ০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৭

মানুষ হীন কেউ বলেছেন: khub valo.laglo.2nd t
ime.pore.aro valo laglo

০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১৪

শাহেদ খান বলেছেন: সেকেন্ড টাইম পড়ার জন্যে আপনাকে প্লাস ! :)

ভাল থাকবেন।

৭| ০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৬

মিঠেল রোদ বলেছেন: দেবী সিনথিয়া যেন মানবীয় হয়ে উঠল।

০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১৭

শাহেদ খান বলেছেন: 8-|

৮| ০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৪

অমি রিজওয়ান বলেছেন: আমার মতই আমিও স্বপ্নে বাঁচব
চেনা পৃথিবীর পরিচিত গন্ডিতে..

ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২০

শাহেদ খান বলেছেন:

চেনা পৃথিবীর পরিচিত গন্ডিতে
স্বপ্নই জানে পথ'টা চিনিয়ে নিতে...

৯| ০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪২

মুনসী১৬১২ বলেছেন: দু বার পড়লাম একই ভাব হোক না দেবী বা মানবী ক্ষতি কি

০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৮

শাহেদ খান বলেছেন: মানবী হলে কবিতা'টা হয় একজনের প্রতি প্রেমের আর্তি। আর দেবী হলে এটা হয়ে যায় পৃথিবীর সব প্রেমিকদের পক্ষ হয়ে প্রার্থনা-সঙ্গীত !

এর বেশী আর কোনও পার্থক্য নেই। কোনও ক্ষতি তো নেই-ই। :)

১০| ০৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩২

সায়েম মুন বলেছেন: ভাল আছি শাহেদ। আশা রাখি আপনিও ভাল আছেন। ভাল থাকুন অনেক।

০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০৮

শাহেদ খান বলেছেন: ভাল আছি, আর ভালই থাকি। 8-|

১১| ০৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার কাছে দেবী আর মানবী একই মনে হয় 8-|


কবিতার শিরোনাম দেখে ভাবছিলাম আপনার প্রেমিকা-কে নিয়ে লিখা ;) পরে অবশ্য ভুল ভাংছে :D

কবিতা ভালো লাগলো শায়েদ ভাই ।

০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১৩

শাহেদ খান বলেছেন: শিরোনাম আর কবিতা পড়ে পাঠক ওটাই ভেবে নেবে - এটাই স্বাভাবিক। তাই ঐ বাড়তি কথা-বার্তা বলতে হল।

:)

ভাল থাকবেন।

১২| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিচের ব্যাখ্যা কবিতাটির একটা ভিন্ন মাত্রা এনে দিল। খুব ভালো কবিতা।

০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১৪

শাহেদ খান বলেছেন: আপনার ভাল লাগায় অনেক ভাল লাগা। 8-|

১৩| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:১৮

অনাহূত বলেছেন:
হুম। সিনথিয়া নামটা সত্যিই সুন্দর। আপনার চয়েস ভাল :)

০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১৫

শাহেদ খান বলেছেন: B-)

১৪| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৬

নোমান নমি বলেছেন: দারুন শাহেব ভাই দারুন।
তবে আমি আপনার মত করে ভাববো না। আমার মত করে কবিতাটি ভাবতে বেশী ভালো লাগছে। ভালো লাগা নষ্ট করতে চাই না।

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৯

শাহেদ খান বলেছেন: অবশ্যই নোমান ভাই। ভেবে নেয়ার স্বাধীনতা আপনার ! :)

অনেক দেরীতে জবাব দিচ্ছি !

১৫| ০৯ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫১

সমুদ্রপুত্র বলেছেন: দারুণ!

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৯

শাহেদ খান বলেছেন: B-)

১৬| ১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৭

হামিম কামাল বলেছেন: খুব সুন্দর!

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:২০

শাহেদ খান বলেছেন: কেমন আছেন গল্পকার?

আমি অনেকদিন বেশ অনিয়মিত। আবার আসব আপনার গল্প পড়তে।

১৭| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: এত অন্যরকম একটা ছন্দ! পড়লাম! এবং দ্বিতীয়বার সত্যিই অন্যরকম লাগছিলো। 8-|

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:২২

শাহেদ খান বলেছেন: যাক, কেউ দ্বিতীয়বার'ও পড়ল ! :P

মন্তব্যে অনেক ভাল লাগা, মাহী !

১৮| ১৩ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৩

নস্টালজিক বলেছেন: অন্য কেউ লিখলে সিনথিয়া হয়ে যেতো ভালোবাসার ভ্যাদভ্যদে প্রেমের গান,

শাহেদের শব্দচয়নে সিনথিয়া হয় অপূর্ব একটা সুন্দর লিরিক! যার ভিতর ভালোবাসা, বিষাদ আর অপুর্ব দৃশ্যকল্প- সব থাকে!



শুভেচ্ছা নিরন্তর!

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:২৩

শাহেদ খান বলেছেন: ক্রমাগত প্রশ্রয় দিচ্ছেন রানা ভাই !

শুভেচ্ছা আপনাকেও। সবসময়ের জন্যে ! 8-|

১৯| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
শাহেদ তোমার পাদটিকা পড়ার আগেই আমার মনে হইসিলো এটা অন্য কিছু........

ধন্যবাদ....

৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৫

শাহেদ খান বলেছেন: সুপান্থ ভাই, অনেক অনেক দেরীতে আসলাম ! কেমন আছেন?

হ্যাঁ, আপনার কবি-মন ঠিকই বুঝে নিচ্ছিল তাহলে। ভাল থাকবেন সবসময়।

২০| ৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:১০

ফারাহ দিবা জামান বলেছেন: প্রার্থনা সঙ্গীত ই বেশি ভালো লাগল শাহেদ ভাই।
আপনার লেখায় প্রত্যাশা যেমন--
প্রাপ্তিও তেমন।
ভালো থাকবেন।
অনন্ত।

৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৬

শাহেদ খান বলেছেন: আমি চেষ্টা করব। আপনিও ভাল থাকবেন কবি। 8-|

অনেক ভাল লাগা আর শুভকামনা।

২১| ৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১৩

রিমঝিম বর্ষা বলেছেন:

হাহাহা। আপনার ভাবনা জেনে পড়ার পর অবশ্যই অন্যরকম লেগেছে। তবে ভালো লাগাটা প্রথম পড়ার সময়ও ছিলো। কবিতা বা গল্প পড়ার সময় আমি সেখানে (যেটা আমার ভালো লেগে যায়) নিজেকেই ভাবতে পছন্দ করি...লেখক-কে নয়।

৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৭

শাহেদ খান বলেছেন: অবশ্যই ! ভাবনা'র স্বাধীনতা পাঠকের আছে; তবে এই লেখায় আমার ভাবনা'টাও প্রকাশ করতে ইচ্ছা হল, তাই এত কথা বলা।

ভাল লাগা'য় অনেক ভাল লাগা। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.