![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে কিছু কিছু প্রশ্ন তাকে যার উত্তর কখনো মিলেনা. কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায়না.. আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউ কে বলা যায় না।
আচ্ছা একটা কথা বলতে পারো?ভালবাসতে হলে কি কোন বিশেষদিন, মাস, মুহূর্তের প্রয়োজন হয় ?
এটাতো যেকোনো সময়, যেকোনো জায়গায়, যেকোনো মুহূর্ততেই হয়ে যায়।
শুধুমাত্র প্রয়োজন পরে ভালবাসার মানুষটিকে।
মনে আছে ঠিক ১ বছর আগে ঠিক এই মুহূর্তগুলোকে ঘিরে কতই না আনন্দ ছিল আমার মনে, তোমার জন্য। কখন ৯ টা বাজবে আর কখন তোমার সাথে দেখা হবে, যেন ১টি মানুষ ও আমার আগে তোমার সাথে দেখা না হয়।
সকাল হল আর অপেক্ষার প্রহর কমতে থাকল তোমার সাথে দেখা করার জন্য।তোমাকে চমকে দেবার জন্য মাঝে মাঝে শাড়ী পরে আসতাম আমি। কি অসাধারন সেই মুহূর্তগুলো ! কতটা খুশি দেখাতো তোমাকে তখন। আর আমি অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়েই আছি তোমার পাগল করা সেই মিষ্টি হাসিটার দিকে।
প্রতিটা মানুষ সুখের স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম তোমায় নিয়ে যা তুমি ভেঙ্গে দিলে। কেমন করে পারলে তুমি ? মনে আছে তোমার সেইদিন গুলোর কথা, মনে পড়ে আমাদের দুঃখ আনন্দের দিন গুলো ? হয়তো মনে পরেনা, তাইতো আজ তোমায় প্রশ্ন করি তোমার ভালোবাসায় কি সত্যতা ছিলনা ? তোমার কান্না কণ্ঠের কথাগুলোও কি মিথ্যা ছিল ? মাঝে মাঝে ভাবি কি অন্যায় ছিলো আমার, তোমায় নিয়ে স্বপ্ন দেখাটা নাকি তোমায় অনেক ভালবাসাটা ।
ভালোবাসা বাসিহীন এই দিন সব নয়, শেষ নয়, আরো দিন আছে, ততো বেশি দূরেও নয় বারান্দার মতো, যেন ঠিক দরোজার কাছে। যখন তোমাকে অনুভব করি আমার পৃথিবী কিছুক্ষনের জন্য থমকে যায়, হয়ত তোমার মধ্যে পৃথিবী ছাড়া কিছু আছে। সত্যি, লোকে বলে মন থেকে ভালবাসলে ভালোবাসা একদিন না একদিন জীবনে ফিরে আসেই। একা একা আর দিন কাটেনা, মনের ভিতরের অঘটনগুলো আর কতকাল বেঁধে রাখব সেথায় ভরসার জলে কান্না শুনিয়ে তোমাকে বলতে চাই, তুমি ফিরে এসো, এসো না ফিরে ......... জানিইতো আর আসবেনা।
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৫
সািহদা বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩১
শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল ।
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১০
সািহদা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৩
বীর সেনানী বলেছেন: সাহিদা আপনার লেখাটুকু পড়ে ভালো এবং খারাপ দুটোই পেলাম। তবে একটি চরম সত্য জেনে নিন, ' জীবনের ডায়রীতে অদৃশ্য কালিতে একটি সত্য আছে লিখা মানুষ বড় একা ' ।
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৪
সািহদা বলেছেন: দারুন বলেছেন।
৪| ০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৬
ঊজ্জল বলেছেন: কবি বলেছেন "যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন"
" যদি সে ফিরে আসে সে তোমারি "
" যদি সে ফিরে না আসে সে কোনো দিনই তোমার ছিলনা"
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৫
সািহদা বলেছেন: দারুন বলেছেন।
৫| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৩
জান্নাতী১২ বলেছেন: ভালোবাসা এমন ই, যে সত্য ভালোবাসে সে কোনদিন দূরে থাকতে পারবে না। আর যে ভালোবাসে না, সে দূরেই থাকবে, কাছে আসবে না। সত্য বড় নির্মম।
০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৫৬
সািহদা বলেছেন: "সত্য বড় নির্মম "
ঠিক বলেছেন।
৬| ০৬ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
এম এম কামাল ৭৭ বলেছেন: মানুষের অনুভুতির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই।
০৭ ই আগস্ট, ২০১২ সকাল ১০:১০
সািহদা বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৮
আবু সালেহ বলেছেন: "মাঝে মাঝে ভাবি কি অন্যায় ছিলো আমার, তোমায় নিয়ে স্বপ্ন দেখাটা নাকি তোমায় অনেক ভালবাসাটা ।"
যদি বলি দুটোই ছিলো অন্যায়
তবে হয়তো রাগ করবে ভাই
তবে এটাই সত্য
রবে অনাদিকাল.....
ভালো থাকবেন আশাকরি.....