| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করুনাময়ের কৃপাবিহীন
যায়নাকো কারো একদিন
যত পথে পথে রয়েছে
কন্টক কাদা ধূলি
যেন সবাইকে ভূলুন্ঠিত করে
সদা সম্মুখে পথ চলি।
গভীর তিমির রজনী মাঝে ও
দিও না কো কোন ভয়
ভাঙ্গা গড়া জীবন মাঝে
চাইনা পদে পদে পরাজয়।
সকল পথের দিশারি যেবা
দিও তুমি তার সন্ধান
চাইনা পেতে নিরব যন্তনা
হতাশা গ্লানি অপমা।
তাই প্রার্থনা করি
দরবারে তোমার
দিও মোরে করুনা
হতে পারি যেন
তিমির কুটিরে
জ্যাতির্ময় প্রতিমা। (সমাপ্ত)
©somewhere in net ltd.