নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

"ভন্ড সাধক"

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪০




ছবি- গুগল।


সাধন করে সাধক হওয়ার
দিন হয়েছে শেষ
চারিদিকে সাধকরা আজ
গান্জায় আছে বেশ।

সাধকের সাধন ছাঁয়ায়
বসত ভবের মেলা
চারিদিকে এখন দেখি
নষ্ট লীলার খেলা।

আগের দিনে সাধিনীর মাথায়
থাকত; পিতা সাধকের হাত
চারিদিকে এখন শুনি
সাধিনীর পোলা, সাধক হল বাপ।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: সত্য কথা।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৩

শাহিন বিন রফিক বলেছেন: ধন্যবাদ গুরু। আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা নিবেন।

২| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার বিষয়ে চমৎকার ছন্দময় লেখা।
পড়ে ভাল লাগল। চালিয়ে যান।
আমার শুভেচ্ছা নিন।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

শাহিন বিন রফিক বলেছেন: আপনার মত একজন সুনামধন্য লেখকের উৎসাহ সত্যি আমাকে উৎফুল্ল করেছে, আপনার এই অনুপ্রেরণার জন্য আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা রহিল।

৩| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর লিখেছেন।
সত্যি ভাই সাধকরা ভন্ড, গাঞ্জাখোর।X(

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

শাহিন বিন রফিক বলেছেন: আপনার মন্তব্য দেখে খুব উৎসাহবোধ করছি, আমার আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা রহিল।

৪| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লিখতে থাকুন।:):)

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

শাহিন বিন রফিক বলেছেন: অবশ্যই চেষ্টা করব, দোয়া করবেন যাতে লেখার মান কিছুটা হলেও যেন উন্নতি হয়।

৫| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ছড়ায় ভন্ড সাধকের ভালই বিবরন দিয়েছেন । তবে সাধক ও ভন্ড সাধক বিষয়ে দু একটা কথা বলার আছে । সাধককে কেও বলে সাধু কেও বলে দরবেশ, কেও বলে কামিল ফকির কেওবা বলে সন্যাসি ।বৈষ্ণবরা বলে , ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাঁকে লাভ করেছে তারাই সাধক । এদের মধ্যে কেওবা হয় প্রবর্তক, কেও হয় সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্দ। যিনি সবে পথে উঠছেন তাকে বলে প্রবর্তক। যে সাধন-ভজন করছে , পূজা, জপ, ধ্যান, নামগুণকীর্তণ করছে সে ব্যক্তি হয় সাধক। যে-ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে, তাকেই সিদ্ধ বলে। এমনটা কদাচিত দেখা যায় । যিনি সাধনায় সিদ্ধ হয়েছেন তিনি কোনভাবেই লোক চক্ষুতে ধরা দিবেন না । অনেক পুড়ে পুড়েই একজন সাধক সিদ্ধ হন , তার ভিতরে প্রকাশমান হওযার জন্য বিন্দু পরিমান ইচ্ছা থাকা পর্যন্ত তিনি সিদ্ধ তথা সাধু বা দরবেশ হতে পারেন না কোন মতেই । তবে ভন্ড যারা তারা এ কাজটি করতে পারে সহজেই । যেমন বেদান্তের উপমায় আছে অন্ধকার ঘর, সাধক বাবু শুয়ে আছে। বাবু একজনকে হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌচে হাত দিয়ে বলছে, এ নয়, জানালায় হাত দিয়ে বলছে, এ নয়, দরজায় হাত দিয়ে বলছে, এ নয়। নেতি, নেতি, নেটি। শেষে একটি গায়ে বাবুর হাত পড়েছে, তখন বলছে, 'ইহ' এই সেই -- অর্থাৎ 'অস্তি' বোধ হয়েছে। বাবুর সিদ্ধি লাভ হয়েছে, এমন ভন্ড সাধকদের কথাই দেখা গেল ছড়াটিতে সুন্দরভাবে উঠে এসেছে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

শাহিন বিন রফিক বলেছেন: আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন সাধক বিষয়টি। বাস্তব কথাগুলো খুবই ভাল লাগল।

আপনার প্রতি আমার অফুরন্ত শুভেচ্ছা রহিল।

৬| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

এম আর তালুকদার বলেছেন: হা হা হা , চমৎকার ভাবে উপস্থান করেছেন।

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহিন বিন রফিক বলেছেন: আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২০

সাদা মনের মানুষ বলেছেন: বেশ লিখেছেন, শুভেচ্ছা

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬

শাহিন বিন রফিক বলেছেন: একজন ইবনে বতুতা আমার ব্লগে উকি দিয়েছে দেখে খুব আনন্দবোধ করছি, আমার আন্তরিক ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য।

৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯

সাদা মনের মানুষ বলেছেন: লজ্জা দিবেন না ভাই, সময়ের অভাবে অনেক সময়ই ব্লগে আসা হয় কম, ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩০

শাহিন বিন রফিক বলেছেন: সত্যিই আপনার ভ্রমন লেখা ব্লগে সবাই খুব উপভোগ করে।

৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯

সাদা মনের মানুষ বলেছেন: [img|https://www.tdtworld.com/wp-content/uploads/2017/08/Cinemagraph_50

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩১

শাহিন বিন রফিক বলেছেন: লিংকটা সম্ভবত মিসিং হয়েছে।

১০| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২

সাদা মনের মানুষ বলেছেন:

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

শাহিন বিন রফিক বলেছেন: উফ গরম চা, অফিস শেষ ১০টায়, অফিস শেষে এক কাপ চা ভালই হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.