নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

টাইম মেশিনে চড়ে, চলুন একটু ঘুরে আসি আমার ছেলে বেলায়-১

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৪৯



ছবি- গুগল মারফত।

ব্লগার কাছের-মানুষ এর টাইম মেশিন পর্ব পড়ে খুব ইচ্ছে করছিল একটা টাইম মেশিন বানিয়ে আমার ছেলেবেলায় ঘুরে আসি, কিন্তু আলোর গতি চেয়ে দ্রুত বেগে চলতে পারা ক্ষমতাসম্পূর্ণ মেশিন আমার পক্ষে----। তারচেয়ে আমার স্মৃতির পাতায় জমে থাকা আমার কিছু ছেলেবেলার গল্প আপনাদের সাথে শেয়ার করি।
জুনে ফুটবল বিশ্বকাপ তাই ফুটবল নিয়ে আমার খুব ছোটবেলার একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি।

আমি তখন ক্লাস টুতে পড়ি, আমার বয়স আনুমানিক ৮-৯ বছর হবে। ক্লাসের পাশের গ্রামের বন্ধুদের সাথে ফুটবল খেলা দিলাম, খেলার পুরস্কার একটি মেডেল। মেডেল তৈরীর পদদ্ধিটা আগে আপনাদের বলি- একটি ১০ পয়সা হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা করে তারপর লাভ আকারে কেটে মাঝ বরাবর একটি ছিদ্র করে তার ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে মেডেল তৈরী করতে হত। যতটা সহজে বললাম তখন বানানো অত সহজ ছিল না আমাদের জন্য, প্রায় ২-৩ ঘন্টা ধরে এগুলো আমরা বানাতাম।

নির্ধারিত দিনে আমাদের পাশের গ্রামের বন্ধুরা খেলতে এল, মাঠ তৈরী ছিল আগের থেকেই, খেজুর গাছের ডাল দিয়ে গোলপোস্ট বানালো হয়েছিল। দুই সাইডে খেজুর গাছের ডাল উপরে কলা গাছের শুকনো ছাল দিয়ে তৈরী করা দড়ি। খেলা শুরু হল- বল যেখানে দুইজন গোলকিপার বাদে বাকি ২০ জন সেখানে। বল এক সময় আমাদের সীমানায় এল, তাদের একজন জোরে আমাদের গোল বরাবর কিক করল কিন্তু আমাদের আইনস্টাইন গোলকিপার বল না ঠেকিয়ে নতুন এক থিওরী আবিস্কার করল, সে উপরের দড়ি টেনে নিচে নামাল বল চলে গেল উপর দিয়ে। বিপক্ষ দল বলল- এটা গোল দিতে হবে আমরা বললাম- কেন দিব? বলতো দড়ি উপর দিয়ে গেছে, তারা বলল-দড়ি না টেনে ধরলে গোল হত। এক কথা দুই কথায় খেলা পন্ড। কিন্তু ব্যাপারটা এখানে শেষ হল না তারা যাওয়ার সময় আমাদের ব্যাঙ্গ করল আমরা তাদের ধাওয়া দিলাম দল বেঁধে, তাঁরা ভয়ে পালাতে লাগল আমরা পিছু পিছু ধাওয়া করতে থাকলাম সাথে ঢিল ছুঁড়তে লাগলাম, কিন্তু যেই তাদের গ্রামের সীমানায় গেলাম ওমনি তাঁরা পাল্টা আমাদের দিকে ঢিল ছুঁড়তে লাগল। দুই পক্ষ সমানে চলতে লাগল ঢিল ছুঁড়াছুড়ি, দলপতি হিসাবে সম্মূখ সমরে আমি, হঠাৎ একটি ঢিল আমার কপালে এসে লাগল সাথে সাথে ফুলে গেল তবুও রণভঙ্গ নয়। অবশেষে বড়রা যখন এল তখন রণভঙ্গ দিয়ে বাসায় ফিরে এলাম। সেই ঢিলের আঘাতে শরীরে জ্বর এলো, পুরো এক সপ্তাহ বিছানায় কেটেছিল আমার।


মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাল লাগল স্মৃতিচারণ

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪

শাহিন বিন রফিক বলেছেন: মন্তব্যটির জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: সুন্দর স্মৃতিচারণ। খুব ভালো লাগল। ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শাহিন বিন রফিক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক আনন্দ বোধ করছি, মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

তারেক_মাহমুদ বলেছেন: ছেলেবেলা সত্যি মধুর, সেই মার্বেল খেলা, সাতচাড়া, ডাংগুলি, দাড়িয়াবান্ধা আরো কত খেলা। চমৎকার ছিল আপনার ছেলেবেলার ফুটবল খেলার স্মৃতি।

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

শাহিন বিন রফিক বলেছেন: আপনার সুন্দর এই মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: Click This Link এই পোষ্টে কমেন্ট করে আপনার কথা জানান আপনাকে যোগ্য মনে করলে সেভ করে নিবে।

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

শাহিন বিন রফিক বলেছেন: ভাইরে এর দুইবার করেছি, একবার কাভা ভাই আমার নিকে এসে দেখে গেল কিন্তু কিছুই বলল না। ধন্যবাদ মন্তব্যটির জন্য।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

তারেক_মাহমুদ বলেছেন: আমিতো এই পোষ্টে কমেন্ট করেই সেভ হয়েছিলাম ১মাস ৩ সপ্তাহে। হতাশ হবেন না, যে লেখাটিকে বেষ্ট মনে করেন সেই লেখাটিকে উপরে রাখেন আশাকরি সেভ হয়ে যাবেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

শাহিন বিন রফিক বলেছেন: ধন্যবাদ পুনরায় এসে মন্তব্য করে যাওয়ায়।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: শাহিন ভাই ভাল লেখা পোস্ট করুন, অন্যের লেখায় সুন্দর ও গঠনমূলক মন্তব্য করুন।
দেখবেন কিছুদিন পর সেভ হয়ে গেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

শাহিন বিন রফিক বলেছেন: আপনার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: হে পলাতক শৈশব আমার
তোমাকে যদি হাতের মুঠোয় পাই
এই ভাবনায় কিশোরবেলায় কখন চলে যাই!!

ধন্যবাদ হৃদয়ছোঁয়া লেখাটির জন্য।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

শাহিন বিন রফিক বলেছেন: আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাহিন ভাই, নতুন পোস্ট চাই!

শুভ নবর্বষ।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১১

শাহিন বিন রফিক বলেছেন:


আপনাকেও বাংলার সবুজের রংয়ে রাঙ্গানো শুভ নবর্বষ।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।
...................আমার ব্লগে স্বাগতম।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

শাহিন বিন রফিক বলেছেন: আপনার সুন্দর কবিতার জন্য আমার আন্তরিক ধন্যবাদ। আসলে ইলিশ পান্তা আমার কাছে মনে হয় গ্রামের কৃষকের সাথে টিটকারী মারার মত।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ বনবর্ষ
নতুন লেখা কই ?

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

শাহিন বিন রফিক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

হতাশ করলেন ভাই,
নতুন কোন পোস্ট নাই!!:(

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩২

শাহিন বিন রফিক বলেছেন: ভাই সেফ হয়েছি, কিছু একটা লিখতেছি।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভেচ্ছা।। রাতেই দিন।।

আমি সেফ হয়েছি এই মর্মেও পোস্ট দিতে পারেন.

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮

শাহিন বিন রফিক বলেছেন: সেই রকম কিছু লিখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.