নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

হাতি-খাসি-হাঁসি- লিখেছেন ব্লগার চঞ্চল হরিণী

২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪১


(গতকাল আমার (অ)কবিতা দেখে ব্লগার চঞ্চল হরিণী এই সুন্দর কবিতাটি লিখিয়াছে, সে অন্যের ভাবার্থ নিতে চাই না বলে আমি আমার ব্লগে পোস্ট করলুম)

কলিমদের পুকুরপাড়ে বাঁধা থাকিতো মস্ত এক হাতি,
কিনিয়াছিলেন বাবা সফরউদ্দিন দিয়া লক্ষ পাতি।
সফরউদ্দিন গত হইলেন; এখন কলিমের উপর দায়,
ভয় তাহাঁর সারাক্ষন হয়; না জানি হাতি চুরি যায় !

একদিন তাই বাদশাহর গোয়ালে রাখিয়া আসিলো হাতি।
দেখিলো সেথায় আরও রহিয়াছে বিভিন্ন প্রাণীর জাতি!
নিশ্চিন্ত মনে ফিরিয়া আসিলো মেলিয়া হাতের ছাতি।
ভাবিলো, এবার তবে শান্তিতে সকল কাজে মাতি।

বছর ঘুরিতেই কলিমের উপর আসিয়া পড়িলো বাজ,
খবর পাইয়াই ছুটিয়া চলিলো ফেলিয়া সকল কাজ।
অভাবে তাঁহার হাতিখান নাকি রূপ ধরিয়াছে খাসী।
আর কিছুদিন পেরিয়ে গেলেই হইয়া যাইবে হাঁসি।

হতবাক কলিম খাসী লইয়াই বাড়ি ফিরিতে চায়,
কিন্তু উজিরে আসিয়া বেড়ি পরাইলো তাঁহার পায়।
খাসী রাখিয়া হাতি লিখিয়াছিলো এতো ঘোর অন্যায়!
এমনধারা দুর্নীতি বাদশাহ দেখিবেন কত বড় স্পর্ধায়!

উজিরে নাজিরে ঠুকিয়া দিলো কলিমের নামে মামলা,
ওহে হাতির মালিক, এইবার তুই নিজেরে সামলা।
দিশেহারা কলিম বেতাল হইয়া ধরিলো বটতলার উকিল,
বিশ্বাস তাঁহার হাতির সমান; নিশ্চয়ই হইবে হাল মুশকিল।

কহিলেন উকিল, ইহা আমার দুই মিনিটের কাম,
যদি আপনি সময় মতই ছাড়িতে পারেন দাম।
কলিম সাহেব ছাড়িতে লাগিলেন বাঁচাইতে স্বনাম,
ভুলিলেন নাওয়া খাওয়া আর সবচেয়ে প্রিয় আম।

ছাড়িতে ছাড়িতে ফুঁড়াইতে লাগিলো সকল সঞ্চয় পাতি,
কালান্তরে স্বর্গে গেলো তাঁহার খাসীর মতন হাতি।
দশটি বৎসর কাটিয়া গেলো মামলা তবু ঝুলিয়া রয়,
উকিল কহেন বঙ্গদেশের মোকদ্দমা থোরা এদিক ওদিকই হয়।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ রাত ২:১৯

চঞ্চল হরিণী বলেছেন: আমি নিজে এখন মুরগীতে পরিণত হইয়া গেলাম :`> । চুপচাপ খোঁয়াড়ে বসে দেখি, কেউ কিছু বলে কি-না =p~

২| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৫

কাইকর বলেছেন: বাহ..... চমৎকার। +++,

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

শাহিন বিন রফিক বলেছেন:



ভাই ব্লগার চঞ্চল হরিণী পক্ষ থেকে ধন্যবাদ দিলুম।

৩| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: আমি যে কেন আপনাদের মতো করে সুন্দর কবিতা লিখতে পারি না।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

শাহিন বিন রফিক বলেছেন:



ভাই ব্লগার চঞ্চল হরিণী পক্ষ থেকে ধন্যবাদ দিলুম।

৪| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বাহা!! দারুণ সুন্দর ।

শাহিনভাই ধন্যবাদ আপনাকে, অমন একটি রম্য কবিতা শেয়ার করার জন্য। আর চঞ্চল আপুকে ধন্যবাদ অভিনন্দন ও ভালোলাগা রইল। সুন্দর সুখপাঠ্য কবিতাটিতে ++ জানিয়ে দিলাম।


আপনাদের দুজনকে আমার অন্তরের শুভেচ্চা।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

শাহিন বিন রফিক বলেছেন:




ভাই ব্লগার চঞ্চল হরিণী পক্ষ থেকে ধন্যবাদ দিলুম।

৫| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

করুণাধারা বলেছেন: চমৎকার উপমা। অতি, অতি চমৎকার কবিতা। পড়ে খুব হাসলাম।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

শাহিন বিন রফিক বলেছেন:



বোন, ব্লগার চঞ্চল হরিণীর পক্ষ থেকে ধন্যবাদ দিলুম।

৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

রাকু হাসান বলেছেন: চঞ্চল হরিণী আপু খালি চমকের পর চমক দেখিয়েই যাচ্ছে ;) ,অনেক ভাল লাগলো ++ , পুঁতির মত লাগলো আমার .
মামলা টা কবে শেষ হবে ? ;) :-<

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

কাওসার চৌধুরী বলেছেন:



শাহীন ভাই, কেমন আছেন? অনেকদিন হলো আপনার নতুন কোন লেখা পাচ্ছি না৷আশা করি ভালই আছেন৷শুভ কামনা রইলো আপনার জন্য ৷

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

অন্তরন্তর বলেছেন: চমৎকার রম্য কবিতা। যিনি লিখে থাকুক তাঁকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.