নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
আসছে এই বৈশাখেতে
আসবি কি তোরা দল বেঁধে
আঁকা-বাঁকা সবুজ ঘেরা পথ দিয়ে
আমাদের ছোট্ট গাঁয়ে।
আসলে তোরা দেখতে পাবি
আম গাছের সারির সাথে
আতা গাছের সারি
আম আর আতা গাছে সেকি মাখা-মাখি।
আউশ ধানের পিঠার সাথে
আম আচার-আর চাট্নী
আরো তোদের খেতে দিব
আবুল ময়রার মিষ্টি।
আমাদের ছোট্ট গাঁয়ে বৈশাখের মেলা বসে
আসলে তোদের চড়তে দিব
আমজাদ কাকুর চড়কী
আরো তোরা দেখতে পাবি আশুদার পুতুল খেলার ভেলকি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০
শাহিন বিন রফিক বলেছেন:
ভাই আখেনাটেন, আপনার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিনভাই,
গাঁয়ের দৃশ্য বেশ মুগ্ধকর লাগলো।
শুভকামনা আপনাকে ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২
শাহিন বিন রফিক বলেছেন:
দাদা কেমন আছেন?
আজ বিকালে মনে হয় আপনাদের আর আমাদের ক্রিকেট ম্যাচ।
খেলা কি দেখা হয়?
আপনার মন্তব্যগুলো সব সময় হৃদয়ছোঁয়া হয়।
আন্তরিক ধন্যবাদ এইভাবে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০
সৈয়দ ইসলাম বলেছেন:
রফিক ভাই, কবিতা ভাল হয়েছে। প্লাস +++
তবে বৈশাখীতে আউশ ধানের পিঠা যেন মিললো না!
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৬
শাহিন বিন রফিক বলেছেন:
আপনার প্লাসে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে।
আ বর্ণ মিলাতে গিয়েই আউশ ধান লিখেছি।
আসলে আমি শিখছি, এখানে লিখি মনে আনন্দে আর আপনাদের মন্তব্যগুলো পরামর্শ হিসাবে ধরে নিয়ে নিজের ভুলগুলো কাটিয়ে ভাল লেখার চেষ্টা করছি।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
বেশ সরল নিমন্ত্রন !!
চমৎকার !
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৬
শাহিন বিন রফিক বলেছেন:
বোন মনিরা সুলতানা, আপনার সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯
চাঙ্কু বলেছেন: গ্রামই ভালা লাগে। চমৎকার কাব্য!
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২২
শাহিন বিন রফিক বলেছেন:
আপনার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিনভাই,
প্রতিমন্তব্যে আবার আসা। আসলে গতকাল আপনার পোস্টে কমেন্ট করে ঘুমাতে গেছিলাম। সকালে আপনার প্রতিমন্তব্য দেখে আবার আসা। উপরওয়ালার কৃপায় আমরা ভালো আছি। আশাকরি আপনিও কুশলে আছেন। আর ক্রিকেট খেলা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পর্যন্ত দেখেছি। আজহারউদ্দীন আমার প্রিয় ক্রিকেটার ছিলেন। তবে হান্সি ক্রোনিয়ের মত ভদ্রলোক বা আজহারউদ্দীনের মত ক্রিকেটারদের বেটিংএ জড়িয়ে পড়ার পরে নিজের খেলা দেখার স্পিরিটটা চলে য়ায়। নিজেকে খুব বোকা বোকা লাগে এটা ভেবে যে সব ওভারে সব বলের ভাগ্য আগে থেকে ঠিক করা আছে। আমরা বোকার মত হরদোম টিভির সামনে বসে আছি।
তবে আগের দিন আমাদের এখানে তামিমের প্রচন্ড সুনাম প্রায় সব পেপারে দেখলাম। এমন প্লেয়াররা অবশ্য মানুষেকে আবার খেলামুখি করবে সন্দেহ নেই।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় শাহিনভাইকে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
শাহিন বিন রফিক বলেছেন:
হান্সি ক্রোনিয়ে ও আজহারউদ্দীনের আমারও ভাল লাগত, তবে আমার প্রিয় খেলোওয়ার হচ্ছে ওয়াসিম আকরাম, সাঙ্গাকারা, ক্যালিস। গাঙ্গুলীর অন স্টেপ এগিয়ে এসে স্পিন বলে ছক্কা আবার ক্লুজনারের ধুমকা ব্যাটিও খুব ভাল লাগত।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
এ.এস বাশার বলেছেন: কবিতায় রবি ঠাকুরের গন্ধ পাচ্ছি,,,,,,,
কবিতায় ভালো লাগা....
প্রীশু নিয়েন কবি....
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
শাহিন বিন রফিক বলেছেন:
একি বললেন বাশার ভাই,
আমার প্রিয় কবি- নজরুল ইসলাম আর প্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র (বিশেষ করে তাঁর শ্রীকান্ত)।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
সনেট কবি বলেছেন: সুন্দর+
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ, ভাই সনেট কবি।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনাদের গ্রামে কি মেলা হয়??
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
শাহিন বিন রফিক বলেছেন:
আমাদের গ্রামে ঠিক বসে না তবে একটু দূরে অন্য এলাকায় বসে।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত একটি কবিতা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ, ছোট হুমায়ুন আহমেদ ভাই।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
আখেনাটেন বলেছেন: সুন্দর! সুন্দর!
আমজাদ কাকুর চরকিতে উঠে চক্কর দিতে পারলে মন্দ হত না।