নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

আমি এখন রান্না পারি!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫




রুপা,
আমি এখন রান্না পারি
কড়াইয়ের ভিতর তেল ঢেলে
পেঁয়াজ-মরিচ-নুন দিয়ে তার ভিতর ডিম দিলে
কি যে স্বাদের রান্না হয়!
কোন দিন যদি দেখা হয়
রান্না করে খাওয়াবো তোমায়
দেখবে সেদিন-চেটে-পুটে করবে শেষ।
জানো রুপা,
আমি এখন ভাতের মাড়ও গালতে পারি
তাও আবার ভাতের পাতিল উপুড় করে।

ভাবছো; এসব খাবার কেমনে গিলি
কি করবো বল তুমি
ক্ষুধার কষ্ট যে একদম পারিনা নিতে
বোধ হয় তোমার চেয়ে তা কারোর জানা ছিল না বেশি।
যেসব খাবার কখনও তুলিনি মুখে
এখন তা রোজ খেতে হয়
ভাবছো; তুমি ছাড়া ভীষণ কষ্টে আছি
না, না, আমি কষ্টে নাই-অনেক সুখি!
কারণ আমি এখন রান্না পারি।

সেদিন গরম তেলে হাত পুড়েছে
একদম কষ্ট হয়নি, কারণ---
হৃদয়ের রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি।
ওটুকু ভুলেই ছেড়ে যাওয়ার নোটিশ দিলে!!
রুপা,
তোমার মনটা কি একবারও বলেনি
আমি চলে গেলে, ছেলেটার হবে কি
নাকি; আমি বুঝাতে পারিনি--
তুমি ছাড়া আমার এ জীবন অর্থহীন।



মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জানো রুপা,
আমি এখন ভাতের মাড়ও গালতে পারি
তাও আবার ভাতের পাতিল উপুড় করে।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভারি মজা বাসায় আর কাজের বুয়ার সন্ধান করতে হবে না

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

শাহিন বিন রফিক বলেছেন:


জীবনে কিছু কঠিন সময় আসে যখন সবকিছু করতে হয়।
এখন আমি ঠিক সেরকম একটা সময় পার করছি।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

বলেছেন: জীবনমুখী লেখা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২

শাহিন বিন রফিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

চাঙ্কু বলেছেন: রান্না শিখা ভালা। এখন আর আপনের না খেয়ে থাকা লাগপে না। ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১

শাহিন বিন রফিক বলেছেন:



রান্না একদম পারতাম না, হোটেলে খেতে খেতে বিরক্ত হয়ে পড়ি, এখন কিছুটা পারি। অবশ্য পরে বুয়া পেয়েছি।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবি সাহেব।আপনি তো বাস্তব একটা ছবিই তুলে ধরলেন।
ধন্যবাদ আপনাকে।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

শাহিন বিন রফিক বলেছেন:


ভাই আব্দুল্লাহ আল মামুন আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
একদিন দাওয়াত দিয়ে অবশ্যই খাওয়াবেন আমাদের। :P


কবিতা ভালো লিখেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

শাহিন বিন রফিক বলেছেন:


প্রিয় কবি, কবিতা আপনার ভাল লেগেছে জেনে আমার খুবই ভাল লাগল।
দাওয়াত! অবশ্যই অবশ্যই দিবো, দিয়েই দিলাম, চলে আসবেন।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

রাকু হাসান বলেছেন: আহ ! :( রুপারা এমন কেন ! :( কবিতায় কষ্ট প্রতিফলিত ।তবে ছবিটি দেখে ভালো লাগছে । মাথায় ফুল, শাড়ি-চুড়ি :-B

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

শাহিন বিন রফিক বলেছেন:



এটাকে কবিতা বললে ভুল বলা হবে, এটা সাম্প্রতিক আমার জীবনের গল্পের একটি অংশ।
সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

ঢাকার লোক বলেছেন: কষ্ট লাগলো আপনার জন্য, রুপার অবর্তমানে এখন নিজে রান্না করছেন, ভাত রাঁধছেন, হাত পুড়েছেন ! রুপাকে বড্ড মনে পড়ছে, ভালো কথা ! রুপা থাকতে একদিনও তাকে রান্নাঘরে একটু সাহায্য করেছেন কিনা জানিনা।
আমাদের ছেলেরা রান্না করেনা, মা বা স্ত্রী রান্না করে টেবিলে সাজিয়ে দিয়ে ডাকলে খেতে যান ! অথচ তারাই বিদেশে গেলে রান্না করেন, স্ত্রীকে রান্নায় সাহায্য করেন, সবজি কেটে দেন ! দেশে যারা আছেন তারাও এক আধ দিন এটুকু করলে ক্ষতি নেই!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৭

শাহিন বিন রফিক বলেছেন:


ভাই ঢাকার লোক, সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
রুপাকে বড্ড মনে পড়ছে,

ঠিকই বলেছেন, কিন্তু হঠাৎ এমন কিছু হয়ে গেল যে আমি আর কখনও রুপার মুখো-মুখি হতে পারব না।
রুপা থাকতে একদিনও তাকে রান্নাঘরে একটু সাহায্য করেছেন কিনা জানিনা।
রুপার তেমন সাহায্য লাগত বলে মনে হয়নি কখনও কারণ দু'জনের সংসারের কাজ যে একাই করতে পারত।

আমাদের ছেলেরা রান্না করেনা, মা বা স্ত্রী রান্না করে টেবিলে সাজিয়ে দিয়ে ডাকলে খেতে যান ! অথচ তারাই বিদেশে গেলে রান্না করেন, স্ত্রীকে রান্নায় সাহায্য করেন, সবজি কেটে দেন ! দেশে যারা আছেন তারাও এক আধ দিন এটুকু করলে ক্ষতি নেই! আপনার সাথে পুরোপুরি একমত।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১

আরোগ্য বলেছেন: হৃদয়ের রক্তক্ষরণের শীতল প্রকাশ। সুন্দর রচনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৮

শাহিন বিন রফিক বলেছেন:



আপনার সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! রূপের রূপা। +++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

শাহিন বিন রফিক বলেছেন:


প্রিয় কাওসার ভাই আমার আন্তরিক ভালবাসা রহিল।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: শাহিনভাই,

এ আপনি কী করলেন?? রূপাযে আমাকে পাগোল করে দিল। ++
যাক বয়সটা যা তাতে রক্ষে। নইলে.....

শুভকামনা প্রিয় শাহিনভাইকে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

শাহিন বিন রফিক বলেছেন:


দাদা আমি কবিতা লিখে সার্থক,
আপনাকে পাগল করতে পেরেছি কিছু আনন্দ আকাশে-বাতাসে।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: রান্নাবান্না কাজটা ভারি কষ্টের!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

শাহিন বিন রফিক বলেছেন:


একদম ঠিক বলেছেন।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর কবিতা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

শাহিন বিন রফিক বলেছেন:




আন্তরিক ধন্যবাদ প্রিয় ছোট হুমায়ুন ভাই।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

বাকপ্রবাস বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। রূপা ফিরে আসো, রান্না খেয়ে যাও

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

শাহিন বিন রফিক বলেছেন:



আপনার কথা যেন সত্য হয়।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: সময় গেলে সাধন হয় না :(

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

শাহিন বিন রফিক বলেছেন:



সাধন না করে বড় ভুল করেছি মনে হয়।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

নীল আকাশ বলেছেন: বাকপ্রবাস বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। রূপা ফিরে আসো, রান্না খেয়ে যাও - আমার প্রিয় ব্লগার যা বলেছেন আমিও সেটাই বলি।

তবে ভবিষ্যতের কথা ভেবে সব ছেলেদের কিছুটা হলেও রান্না শেখা উচিৎ। না খেয়ে থাকার চেয়ে তো ভালো।

কবে কোনদিন কোথায় কি বিপদে পড়ব?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

শাহিন বিন রফিক বলেছেন:



তাহলে রান্না শিখে আপনার প্রিয় ব্লগারকে দাওয়াত দিয়ে দিন, চাইলে আমাদেরকেও দিতে পারেন।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

সাইন বোর্ড বলেছেন: ভালবাসা থাকলে অভিমান থাকবে, কষ্টও থাকবে, তাই বলে জীবন থেমে থাকবেনা । রূপা ফিরে অাসুক...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

শাহিন বিন রফিক বলেছেন:



ভালবাসা থাকলে অভিমান থাকবে, কষ্টও থাকবে, তাই বলে জীবন থেমে থাকবেনা।
এটাই বেঁচে থাকার বড় মুলমন্ত্র।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: রুপা চলে যাওয়ার পরে তাহলে কাজের কাজ একটা করেছেন।
সবারই রান্না জানা দরকার, তাহলে খাবারের কষ্ট অন্তত করতে হবেনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২২

শাহিন বিন রফিক বলেছেন:



সবারই রান্না জানা দরকার, তাহলে খাবারের কষ্ট অন্তত করতে হবেনা।
একদম হাসা কথা কইছেন আপু।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

নীল আকাশ বলেছেন: তাহলে রান্না শিখে আপনার প্রিয় ব্লগারকে দাওয়াত দিয়ে দিন, চাইলে আমাদেরকেও দিতে পারেন!

বুদ্ধি টা খারাপ দেন নি? আগে রান্না শিখে নেই।
ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

শাহিন বিন রফিক বলেছেন:



ফিরে এসে আবার মন্তব্য করে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নীল আকাশ বলেছেন: ব্লগের এটাই মজা। সবাই আমরা মিলে মিশে মজা করি। এটা ফেসবুক না যে একটা পোষ্ট দিয়ে ঊধাও হয়ে যাবেন। আসুন না, আমার ব্লগ থেকে বেড়িয়ে। দাওয়াত দিয়ে গেলাম।
ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

শাহিন বিন রফিক বলেছেন:



অবশ্যই। আমি যে দেখি নাই আপনার ব্লগ বাড়ি তা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.