নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
রুপা, তোমার কি মনে পড়ে?
মশারি টাঙ্গানো নিয়ে কত করেছি ঝগড়া
কত রাত কেটে গেছে মশারি ছাড়া --
কত দিন মাঝ রাতে উঠে তুমি মশারি টাঙ্গিয়েছো
আমি মুচকি হেসেছি-- তা দেখে তুমি
ফিসফিস করে দিয়েছো বকুনি।
এখন মশারি নিয়ে আর ঝগড়া হয় না
কারণ, আমারতো এখন মশারি নাই-- কিনিও না
মশারি কিনে কি হবে বল?
কে টাঙ্গিয়ে দিবে? মিষ্টি ধমকে কে বলবে
একটু গুছিয়ে রাখতেতো পার।
আমার ক্ষুদ্র ভুলে, তুমি এতই অভিমান করলে
চলে গেলে মহা- শূন্যের চেয়েও দুরত্বে
ফিরে আসার সব পথ করে দিলে চিরকালের জন্য বন্ধ।
রুপা, তুমি কিন্তু মশারি টাঙ্গিয়ে ঘুমিয়েও
মশার কামড় তুমি যে একদম সহ্য করতে পার না
অসুখ করলে-- মাথায় জল দিয়ে দিবে কে?
আমি যে এখন তোমার--- পরপুরুষ।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০১
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ প্রিয় সনেট কবি।
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রস্থান, শূন্যতা এগুলো সময়ে অসময়ে ভিতরে নাড়া দেয়।
কবিতা ভালো লিখেছেন।।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫
শাহিন বিন রফিক বলেছেন:
প্রস্থান, শূন্যতা এগুলো সময়ে অসময়ে ভিতরে নাড়া দেয়।
সত্যি অসম্ভব নাড়া দেয়।
শূন্যতা কাউকে কাউকে পুড়িয়ে খাঁটি করে তুলে।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯
নজসু বলেছেন: কবি, রুপাকে মশারি থেকে ম বর্ণটা বাদ দিয়ে যদি ঘনঘন শাড়ি কিনে দিতেন, তাহলে উনি বোধহয় অভিমান করে চলে যেতেন না।
কবিতা কিন্তু ভালো লেগেছে।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১
শাহিন বিন রফিক বলেছেন:
ইস আগে যদি আপনার সন্ধান পেতাম।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮
টুটুল বলেছেন: স্মৃতির পাতায় রিকে রাখুন সব। এছাড়া তো কোনো বিকল্প নেই।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাই প্রিয় টুটুল।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চলে গেলে মহা- শূন্যের চেয়েও দুরত্বে
ফিরে আসার সব পথ করে দিলে চিরকালের জন্য বন্ধ।
মহা-শূণ্যের চেয়ে দুরত্বে ! খটকা লাগলো !!
রূপা কি পরপারে ? তা হলে
আপনি কি করে রূপার-- পরপুরুষ?
হিসেব মিলছে না !!
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬
শাহিন বিন রফিক বলেছেন:
ডিভোর্স কমপ্লিট।
মুসলিম আইনে আবার গ্রহণ করা মহা-শূণ্যের চেয়ে দুরত্বের মত।
এখন ক্লিয়ার প্রিয় নুরু ভাই?
৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়,শাহিনভাই,
রুপা তাহলে হৃদয়ে মশারি টাঙিয়েই ছাড়লো।
কবিতা বেশ হয়েছে।
শুভকামনা রইল।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩
শাহিন বিন রফিক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ প্রিয় দাদাভাই।
৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
টুটুল বলেছেন: দুঃখিত। সংশোধনীঃ 'লিখে' এর স্থলে 'রিকে' লিখে ফেলেছিলাম।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
শাহিন বিন রফিক বলেছেন:
আমি কিন্তু লিখে শব্দটি পড়ছিলুম।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০
তারেক ফাহিম বলেছেন: শূন্যতা একাকিত্বে নাড়া দেয়
কবিতায় ভালোলাগা।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬
শাহিন বিন রফিক বলেছেন:
শূন্যতা একাকিত্বে নাড়া দেয় (
প্রচন্ডভাবে নাড়া দেয়।
আন্তরিক ধন্যবাদ প্রিয় তারেক ভাই।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিভোর্স কমপ্লিট। মুসলিম আইনে আবার গ্রহণ করা মহা-শূণ্যের চেয়ে দুরত্বের মত।
জ্বি না ভাই! মুসলিম আইনে তালাকপ্রাপ্ত দম্পতি চাইলে একটা নির্দিষ্ট সময়ের পরে আবার বিবাহ বন্ধনে
আবদ্ধ হতে পারে। তবে পরপারে চলে গেল সে যায় মহা-শূণ্যের চেয়ে দুরত্বে।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
শাহিন বিন রফিক বলেছেন:
মুসলিম আইন বিষয়ে আপনার ধারণা আমার কাছে অপূন মনে হয়েছে।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
রাকু হাসান বলেছেন: রুপা । চলেই গেল । কবিতায় মুগ্ধতা । +
তবে নিজে মশারি টানালে তো আর মশার কামড় খেতে হয় না ।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১২
শাহিন বিন রফিক বলেছেন:
তবে নিজে মশারি টানালে তো আর মশার কামড় খেতে হয় না ।
এটাতো ভেবে দেখেননি কখনো!!!!
আন্তরিক ধন্যবাদ সুন্দর একখানা কথা বলার জন্য।
১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুবই ভালো লাগল।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪
শাহিন বিন রফিক বলেছেন:
আমার ব্লগে উঁকি দেওয়ার জন্য গুরু আন্তরিক ধন্যবাদ।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
অভিমানী বউঠা কেন যে চলে গেল? বোকা একটা মেয়ে। শাহীন ভাইয়ের মত গুণী মানুষকে ফেলে রেখে চলে যাওয়াটা একদম ঠিক হয়নি!! চলে যাওয়ার কারণটা কিন্তু মশারী নয়, অন্য কিছু!!!. ….... শাহিন ভাই কবিতা দারুন পছন্দ হয়েছে। +++
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯
শাহিন বিন রফিক বলেছেন:
চলে যাওয়ার কারণটা কিন্তু মশারী নয়, অন্য কিছু!!!
এইটা ঠিক, তবে প্রচন্ডভাবে মিস করি তাকে।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৫
সূর্যালোক । বলেছেন: রুপা অনেক ভালো ছিল!
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩২
শাহিন বিন রফিক বলেছেন:
তাতে কোন সন্দেহ নেই।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯
খায়রুল আহসান বলেছেন: হৃদয়বিদারক কবিতা! আপনার এ কবিতাটা পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো!
তালাকের প্রসেসটা এ জন্যেই এত দীর্ঘ রাখা হয়েছিল। কিন্তু এখন উভয়ের মতৈক্য হলে, তালাককে খুব সহজলভ্য করে ফেলা হয়েছে। এতে কেউ কেউ হয়তো উপকৃত হয়, কিন্তু খুব দ্রুত "মহা-শূণ্যের চেয়েও দুরত্বে" অনেকের বাকীটা জীবন হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে।
ভালবাসার মানুষগুলো দিনের বেলায় যতই খিটিমিটি, ঝগড়াঝাটি করুক, রাতের বেলায় যেন সব ইগো বিসর্জন দিয়ে, অপার ক্ষমায় চলে যেতে পারে একে অপরের বুকের ভেতর!
বিষাদাচ্ছন্ন কবিতায় বিষাদের ভাল লাগা + +
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
শাহিন বিন রফিক বলেছেন:
শ্রদ্ধেয়, আপনার চমৎকার বিশ্লেষণধর্মী মন্তব্যটির জন্য আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০০
ল বলেছেন: অসাধারণ প্রকাশ কবিতায়।
ভালোলাগা যত +++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৩
শাহিন বিন রফিক বলেছেন:
কষ্ট করে আমার কবিতা পড়েছেন আবার মন্তব্য করেছেন- ভালবাসা রহিল অবিরত।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।