নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
গতকাল নারী দিবস পালন হল বাংলাদেশে, পত্রিকা মারফত দেখলাম নানান বিবৃত্তি, বক্তব্য। কিন্তু কেউ কি বলতে পারবেন সমাজের সবচেয়ে অবহেলিত যে নারীরা তাঁরা কি গতকাল জানতে পেরেছিল আজ নারী দিবস!!
আমার লেখা শিরোনামে বিষয়টি আমার দেখা গতকালের চিত্র। আমি যে কোম্পানীতে কাজ করি তা বাংলাদেশের মাঝারী শ্রেনীর একটি কোম্পানী। গতকাল আমাদের কোম্পানী এই দিবস খুব উৎসাহ নিয়ে পালন করেছে তবে ভিতরে ছিল বৈষম্যে ভরা। কোম্পানীতে সবচেয়ে অবহেলিত যারা (গামেন্টসের মহিলা শ্রমিক) তাদের বাদ দিয়ে শুধু এক্সকিউটিভ মহিলাদের নিয়ে ঢাকায় হলরুম ভাড়া করে দামী অতিথি নিয়ে কি চমৎকার অনুষ্টান!!! অথচ যে নারীদের জানানো উচিত ছিল- জীবন সংগ্রামের গল্প, তারাই জানে না এই দিবসের মানে কি?
আমার বিশ্বাস, অনুষ্টানের ভিডিও বিদেশীদের দেখিয়ে বলবে-দেখেন নারীদের জন্য আমাদের কত আয়োজন!!
আমাদের সমাজের সর্বত্র এই বৈষম্য চিত্র। "তৈল মাথাতে সবাই তেল দেয়"। যতদিন এই দেখানো দিবস পালন হবে ততদিন আমাদের সমাজের কোন পবিবর্তন হবে না।
যদি কোন কিছু পালন করতে হয় তা অন্তর দিয়ে বিশ্বাস আর সঠিকভাবে পালন করা উচিত। নইলে, না করাই বোধ হয় শ্রেয়।
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
২| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: নারী দিবসের মায়রে বাপ।
আজও একতা মাস্টার্স পাশ মেয়ে কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গেলে, একা যেতে ভয় পায় বা পরিবার থেকেই তাকে একা যেতে দেয়া হয় না। সাথে করে মামা বাবা অথবা মামা চাচা নিয়ে যায়, এই হলো দেশের অবস্থা।
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫২
শাহিন-৯৯ বলেছেন: আপনার কথার সাথে আমি সহমত। আসলেই আমাদের সমাজ এখনো নারীর সামন্য নিরাপত্তা দিতে পারল না, আবার প্রতিষ্ঠিত করার জন্য লম্বা লম্বা লেকচার।
৩| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮
গোলাম রাব্বি রকি বলেছেন: আমার তো মনে হয় এই দিবসগুলোর কারণে সমাজে দিন দিন মুখোশধারী লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে । যারা মানুষকে সম্মান করে তারা নারীকেও সম্মান করে । আর মানুষকে সম্মান করার জন্য লাগে বিবেক , লাগে শিক্ষা । আপনার কি মনে হয় , আমাদের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত ?? আরো হাজার বছর দিবস চলতেই থাকুক কোন উন্নতি হবে যদি না সমাজ মানুষকে নৈতিক শিক্ষা দিতে না পারে , সমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারে । সমস্যার মুলে যাওয়া উচিত নয়তো সারাদিন ডগায় পানি ঢেলে কোন লাভ নেই ...
০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩
শাহিন-৯৯ বলেছেন: বর্তমান সমাজ ব্যাবস্থা নিয়ে যে ব্যাখা আপনি দিয়েছেন তা শতভাগ সঠিক। সঠিক শিক্ষা আমাদের বর্তমানে বড়ই অভাব। যা হচ্ছে তা হল পুঁজিবাদী শিক্ষা।
৪| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা কয়েকজন বাদাম্যা মহিলাকে নিয়ে অনুষ্ঠান করেছেন ও ভুল বক্তব্য দিয়েছেন, এটাই নারী দিবস
১১ ই মার্চ, ২০১৮ রাত ১:০৮
শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যর জন্য আমার আন্তুরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন:
সেটাই