![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
‘রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম, তাই প্রতিমাসের শেষ সপ্তাহে ঢাকায় এসে রিকশা চালাই।’ রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে খুব সহজেই এ কথাগুলো বললেন মো. মনিরুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র
বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত এই শিক্ষার্থী প্রায় ১০ বছর ধরে এভাবেই নিজের ও ছোট দুই বোনের পড়াশেনার খরচ যোগাড় করছেন। গত মাসের শেষ সপ্তাহে মগবাজার থেকে পরিবাগ যাওয়ার পথে তিনি আরোহী প্রতিবেদককে জীবন যুদ্ধের এই গল্প শোনান।
মনির জানান, রাজশাহীতে নবম-দশম বা একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র- ছাত্রী প্রাইভেট পড়ালেও মাসে দুইশ টাকার বেশি পাওয়া যায় না। অথচ ঢাকায় প্রতিদিন রিকশা চালিয়ে তিনি প্রায় হাজার টাকা আয় করেন। মনির বলেন, ‘এক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা একটু বেশিই হয়। কিন্তু সৎ পথে থেকে কম সময়ে এত টাকা আয় করার অন্য কোনো উপায় আমি পাইনি।’ এরপরও মনিরের আক্ষেপ যে তিনি শুধু টাকার অভাবে বোনদের বিশ্ববিদ্যালয়ে ‘অনার্স’ পড়াতে পারেননি। বাধ্য হয়ে এখন তারা বাড়ির পাশের কলেজে ‘ডিগ্রি’ পড়ছেন।
এসএসসি পাশ করার পরই মনির প্রতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় রিকশা চালানো শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি শুধু মিরপুর এক নম্বরের তাইজুল মিয়ার গ্যারেজের রিকশাই চালান এবং ওই গ্যারেজেই থাকেন। মনির বলেন, ‘এই কাজটি কখনোই আমার খারাপ লাগেনি। কাজ তো কাজই। আমি তো আর চুরি-ছিনতাই করছি না।’ কয়েক বছর আগে মাস তিনেকের জন্য চাকরিও করেছিলেন মনির। কিন্তু পরীক্ষার আগে ছুটি না পাওয়ায় তিনি সেটি ছেড়ে দেন। মনির আরো জানান, এ বছরের মাঝামাঝি সময়ে মাস্টার্স শেষ হওয়ার পর তিনি বিসিএস পরীক্ষা দেয়ার প্রস্ত্ততি নে বেন।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
শাহীন ভূইঁয়া বলেছেন: What do you mean.....don't understand ? Actually when I was student of college/University then I worked at Book shop and subsequently I bought it. I think Monir not getting any alternative sources thats why he goes to Dhaka for his income. But why you say about brain(Ghilu) ........cant recognized.
২| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
মির্জাইমরান০০৭ বলেছেন: rafiq ভাই মানুষকে সম্মান করতে শিখেন.আর আপনার মাথায় কয় kg ঘিলু?????????????
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১
শাহীন ভূইঁয়া বলেছেন: We are not trying to go deeply thinking........so have to be a comment........given something one. Thanking to you advice to Mr. Rafiq
৩| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: স্যালুট সৎপথের এই সাহসী সৈনিক কে।
++++++++
৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২
শাহীন ভূইঁয়া বলেছেন: Better than great he is .......thanks
৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮
চালাক বাবু বলেছেন: ভাই আমি আসলে বিষয়টা বুঝি না। এই লেখাটি আমি বিভিন্ন জায়গায় কমপক্ষে আশি বার পড়েছি। অনেক জায়গায় দেখলাম তার ছবিও দেয়া হয়েছে। আমার কথা হল সে কি আমাদের বাহবা পাওয়ার জন্য এই কাজ করছেন? না, কারন নিজের প্রয়োজনীয়তাই তাকে রিকশা চালাতে বাধ্য করেছে। তারতো নিজের একটা প্রাইভেসি বলে কথা আছে নাকি? কারও যদি সামর্থ থাকে, তাহলে আমার অনুরোধ তাকে খুজে বের করে একটা জব দিয়ে দিন। আমি হলে তাই করতাম।
৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
শাহীন ভূইঁয়া বলেছেন: আমরা বর্তমান প্রেক্ষাপটে এমন একটি দৃশ্য তুলে ধরতে চাইছি বিশেষ্ত তার অধ্যবসায়ের করুন চিত্রটি এখানে না বোঝার কিছুই নেই । এবং একটি মন্তব্যে আমিও ছাত্রবস্থায় একটা কজে জড়িত থাকার বিষয় তুলে ধরেছি ।
১৯৮৬ সালে একবার ঢাকার কাঠাল বাগানে একটা রিকসা চালককে পেয়েছিলাম .....সে কোন চাকরি পায়নি বি,এ পাশের পর । তার বেশ ভুষন দেখে .....তুমি রিকসা চালাও কেন ? সে তৎক্ষনাত রিকসার সিট থেকে তার সনদ বের করে বল্লো দেন আমাকে চাকরী দেন.................
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
rafiq buet বলেছেন: মাথায় কিছু ঘিলু থাকা লাগে, বিশ্ববিদ্যালয়ে পড়লেই হয় না