নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ব্যংকে হিসাব খুলুন পরকালে ....ডিসকাউন্ট আছে

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

ইসলামী ব্যাংকে এত ভীড় এত ভীড় দেখলে মনে হয়

এই ব্যাংকে হিসাব খুললে পরকালে কিছু পাওয়া সহজতর হবে

....আজ এক সহযাত্রী বলছিলেন....মনে হল কলার বেপারী , মুখে দূর্গন্ধ মাথায় টুপি ,........................টনিক খাইছে ......হালাই

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

আলমগীর_কবির বলেছেন: হুমম.....................!

২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

আমি ব্লগার হইছি! বলেছেন: আল্লাহ বলেছেন, সুদ হারাম। ইসলামী ব্যাংক সুদকে মুনাফা বলে ভুল বোঝায় আবার ঠিকই সুদের লেনদেন করে যাকে তারা মুনাফা বলে। আবার বাংলাদেশ ব্যাংক থেকে ঠিকই সুদ দিয়ে টাকা নিয়ে আসে। পুরোপুরি ভন্ডামী। শুধু ধর্মপ্রাণ মুসলমানদের কে ধোকা দেয়ার জন্যে তারা ইসলামী নাম দিয়েছে। আসলে সবই এক।

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ আমি ব্লগার হইছি!:
আমার মনে হয় আপনার জানায় কিছু ভুল আছে ।
অইসলামিক ব্যাংক আপনাকে লোন দিবে এবং সুদ নিবে, এই ভাবে প্রাপ্ত সুদের কিছু অংশ থেকে যারা ব্যাংকে ডিপজিট করে তদের আবার নিদৃষ্ট হারে সুদ দেয়া হয়।

আর ইসলামি ব্যাংক আপনাকে লোন দিবে না , তারা বিনিয়োগ করবে এবং লাভ করবে।
আর যারা ইসলামি ব্যংকে ডিপজিট করে তদেরকে লভ্যাংশ দেয়া হয়।
এই লাভ কখনো সুদের মত সমান থাকে না।

যদি বলেন কি ভাবে বিনিয়োগ করে লাভ করে, তবে বলা যায় আপনি কিছু কিনতে চাইলে সেটা তারা কিনে আপনার কাছে বিক্রি করবে এই ভাবে।

আর বাংলাদেশ ব্যাংক থেকে ঠিকই সুদ দিয়ে টাকা নিয়ে আসে কিন্তু সেটা তারা আয় হিসেবে দেখায় না।
ফলে আপনার সুদ খাওয়ার কোন সম্ভবনা নেই।

যদি বলেন এই সব সুদ দিয়ে কি করে , আমার জানা মতে এই সব সুদ দিয়ে তারা তাদের নিজেদের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান চালায়।
মানে যখন প্রাপ্ত সুদের টাকা নিজেরাও খেতে পারবে না আবার রাস্তাতেও ফেলতে পারবে না অথচ তুলে আনতে হবে তখন এই সব সুদের টাকা গরীবদের মধ্যে চলে যায়।

অর্থাৎ সুদ তারা নিজেরাও খায় না এবং আমাদেরকেও দেয় না।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

শাহীন ভূইঁয়া বলেছেন: ুসম্পুর্ণ ভূল ভাল বলেছেন @মিঃ শরীফ অত্র ব্যাংকের একটি অডিট প্রতিবেদন দেখুন .....এবং ঐ ব্যংকের ভেতরের একজনের কাছ থেকে জানুন ......কোথায় কিভাবে ব্যায় করে.......আপনি হাজার মেধাবী হন কিন্তু বাম ধারার হন চাকরী পাবেন না ওখানে আবার জামাত সমর্থিত মক্কেল ছাড়া তারা লোনও দেয় না ..........................ওরা যে সুদ খায় না ঠিক না ...কথাটা....ওরা ঘুরায়া খায় মাত্র ...আর মুল ধন হলো ইসলাম শব্দটি জুড়ে দেয়া

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯

রেওয়ান বলেছেন: ভাই আমি আনেক জামাতি কে দেখেছি ইসলামি ব্যাংক থেকে লোন নিয়ে বা্ড়ি বানি্য়ে ভাড়া দিয়ে........... চলতেছে...... :( আমি বুঝতেছি না তারা লোন নিলো কি ভাবে ??

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

শাহীন ভূইঁয়া বলেছেন: ঐটাকে লোন বলেনা ধার

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১

নয়ামুখ বলেছেন: আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বাড়িটাও ইসলামিক ব্যাংকের লোনে নির্মিত । স্বার্থের বেলায় সব শালা এক হয়ে যায় ।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

শাহীন ভূইঁয়া বলেছেন: ভাইরে বই একটা মলাট আলাদা যে যাই বলনু না কেন ......মুক্তিযুদ্ধের সন্তানের সাথে রাজাকারের কন্যার বিয়ে বাংলাদেশে হাজার হাজার আছে

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ রেওয়ান :
আমি জামাত করি না সাধারণ মুসলমান কাজেই তারা কি করে সেটা তাদের কাছ থেকে যেনে নেয়া ভাল।

লোন নেয়া বাড়ি করা বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে তাই হয়তো ওরকম বলা হয়।

আমি ইসলামি ব্যাংকের কর্মি নই , কিন্তু যারা কর্মি হিসেবে জরিত রয়েছে এমন এক জনের সাথে অনেক বছর আগে কথায় কথায় ইসলামি ব্যাংক সুদ খায় বা দেয় কিনা এই সব প্রশ্ন করায় কিছু কিছু উত্তর পেয়েছিলাম।
বর্তমানে সে বিদেশে অন্য একটি ব্যাংকে কর্মরত।

আপনি যখন কোন কিছু কিনবেন সেটা ব্যাংক কিনে আপনার কাছে লাভে বিক্রি করলো ।
তখন আপনাকে সেই টাকা একবারে না দিয়ে কিস্তিতে দিবেন।
এখন স্বাভাবিক ভাবেই আপনি এখন ব্যাংকের কাছে বিনা সুদে ঋণি হয়ে আছেন।

এখানে ঋণ = ক্রয় মূল্য +লাভ

অন্য অইসলামিক ব্যাংকে আপনাকে লোন দিবে এবং নিদৃষ্ট হারে সুদ ধরবে।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

শাহীন ভূইঁয়া বলেছেন: লাউ আর কদু যাই বলুন না কেন....................

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: আমি লোন দিবে না বলতে সুদে লোন দিবে না বুঝিয়েছি।

আর বিনিয়োগ করবে বলতে বুঝিয়েছি যে তারা আপনার সাথে ব্যাবসা করবে কিন্তু আপনার ব্যাবসায়ে অংশ নিবে না।

আপনি যেই পণ্য দিয়ে ব্যাবসা করবেন সেটা তারা আপনার কাছে লাভে বিক্রি করবে আর আপনি সেই টাকা কিস্তিতে দিয়ে দিবেন ।

এই অবস্থায় যদি আপনি ব্যাবসায়ে কোন করণে ক্ষতিগ্রস্থ হলে তবে সেটা আপানার দায় ব্যাংকের না।
তাই ব্যাংকের কাছে আপনি যে পরিমান টাকা দায়-বদ্ধ আছেন সেটা দিয়ে দিতে হবে কারণ ব্যাংক আপনার ব্যাবস্যায়ে অংশ নেয়নি।

আনেকে ভুল করে ভাবে যে ইসলামি ব্যাংক তার ব্যাবসাতে অংশ নিয়েছে, তা্‌ই ক্ষতির দায় ব্যাংককে নিতে হবে, আর না নিলে ব্যাংক তার সাথে প্রতারণা করছে।

আসলে ব্যাংক যদি আপনার ব্যাবসাতে অংশই না নেয় তবে আপনার ব্যাবসার ক্ষতির দায় ব্যাংক নিবে কেন, এটা আপনারই দায়।

৮| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
এই লাভ কখনো সুদের মত সমান থাকে না।


~~ এই কথা আপ্নেরে কেডায় কইসে কিংবা আপনি কোন ইস্লামীক ব্যাঙ্কে চাকরি করেন বা এরকম ট্রিট পেয়েছেন , দয়া করে বলবেন কি?

যদি লেখা থাকে প্রভিশনাল মুনাফা রেট ১২% , যতদূর জানি বাংলাদেশের ইস্লামিক ব্যাঙ্কগুলি ওই রেটই কাস্টমাররে ডিপোজিটের বিপরীতে দেয় , কম বা বেশি না ।

৯| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ প্রত্যাবর্তন:
যদি লেখা থাকে প্রভিশনাল মুনাফা রেট ১২%

প্রভিশনাল মুনাফ হলো সাময়িক মুনাফা ফাইনাল না।
যখন ফাইনাল করা হয় তখন মুনাফা কম বা বেশী হতে হতে পারে।

১০| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ শাহীন ভূইঁয়া:
৪ নং মন্তব্যে আপনি ঠিকই বলেছেন "ঐটাকে লোন বলেনা ধার বলে"।

ওদের অডিট প্রতিবেদন দেখবো ভাবতেছি।
তবে অডিট প্রতিবেদন আর মূল নিজস্ব হিসাব এক জিনিস না।


"ওরা যে সুদ খায় না ঠিক না ...কথাটা....ওরা ঘুরায়া খায় মাত্র"

ঘুরায়া খায় মানে সুদ খায় না লাভ খায়। সুদ হলে ঘুরায়া খায়া লাগতো না।
লাভ আর সুদ এক জিনিস না।

আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওদের ভিতরের খবর ভালই নিয়েছেন।
আমি অনেক বছর আগে ওদের এক ব্যাংক কর্মীকে প্রশ্ন করে কিছু উত্তর নিয়েছিলাম, কিন্তু সে এখন বিদেশে।

যদি সত্যি তারা আমাদের সাথে প্রতারণা করে থাকে, তবে সেগুলো ভাল ভাবে খোজ নিয়ে, জেনে শুনে, তবে প্রকাশ্যে আনা উচিত।

আমার মনে হয় আপনি এই ব্যাপারে খোজ নিয়ে ভাল পোস্ট দিতে পারবেন যাতে সকলেই সতর্ক হতে পারে।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

শাহীন ভূইঁয়া বলেছেন: আমার ও ব্যাংক একাউন্ট ছিল ওখানে কিন্তু ওদের দেমাগ আর ভাবসাব দেখে সবই ক্লোজ করছি......এমনকি আমি দুই একটি শিল্প গ্রুপের মালিকদের হিসাব ও ক্লোজ করতে সম্মত করেছি ..............

১১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

প্রত্যাবর্তন@ বলেছেন: মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ প্রত্যাবর্তন:
যদি লেখা থাকে প্রভিশনাল মুনাফা রেট ১২%

প্রভিশনাল মুনাফ হলো সাময়িক মুনাফা ফাইনাল না।
যখন ফাইনাল করা হয় তখন মুনাফা কম বা বেশী হতে হতে পারে

@ আপনি বলতেছেন হতে পারে । এটা কেতাবী কথা । আমি দুইটা ইস্লামিক ব্যাঙ্কে বেশ কিছু টার্ম ডিপোজিট রাখছিলাম, সেইখানে প্রভিশনাল লেখা থাকলেও কম বেশি দেয় নাই । যা উল্লেখ ছিল তাই দিসে ।

১২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ প্রত্যাবর্তন:
আপনার কথা সত্যি আমি কেতাবী কথাই বলেছি ।
আপনি কোন কোন ব্যাংকে টার্ম ডিপোজিট রাখছিলেন।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ শাহীন ভূইঁয়া:
এমনকি আমি দুই একটি শিল্প গ্রুপের মালিকদের হিসাব ও ক্লোজ করতে সম্মত করেছি .............

দুই একটি হিসাব ক্লোজ করলে তো হবে না।
যদি তারা আমাদের সাথে প্রতারণা করে তবে ওদের সমূলে বয়কট করা উচিত।

প্রত্যাবর্তন যে ভাবে লিখেছে তাকে ১২% সুদ দেওয়া হয়েছে এরকম সব ঘটনা বের করে ওদের টনক নাড়িয়ে দেয়া উচিত।

তবে ওদের দেমাগ আর ভাবসাব দেখে আপনি সবই ক্লোজ করেছেন,
এটার বদলে যেটা উচিত সেটা হলো তাদের কোন অইসলামিক ব্যাপার থেকে থাকলে সেগুলো প্রমাণ সাপেক্ষে এমন ভাবে প্রকাশ করা উচিত যাতে তাদের মুখে কোন কথা না থাকে।

অবশ্য তারা নিজেদের পক্ষে কিছু বলতে চাইলে সেটাও বলতে পারে।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাইরা সুদ না মুনাফা এইটা মুলত ইসলামিক ব্যাপার,আর ইসলামিক ব্যাংক সেই ইসলামিক নিয়মকানুন মনে চলে কিনা তা জানতে ইসলামের এই ব্যাপার সম্বদ্ধে জানতে হবে।

তবে সুদ থেকে দূরে থাকার জন্যই এরা এখনো ক্রেডিট কার্ড চালু করতে পারে নাই।এই কার্ড কিভাবে ইসলামিত পদ্ধতিতে চালু করা য়ায় এই নিয়ে তাদের গবেষনা চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.