![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…
======
২| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এমনি করে সবাই যাবে, যেতে হবে ।
৩| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১১
একটি পেন্সিল বলেছেন: অনেক সুন্দর লাগলো।
৪| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬
রাজীব বলেছেন: মনে হয় ফিডব্যাকের কোন একটি গানে এটি শুনেছিলাম।
৫| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩
মো. রোকনুজ্জামান খাঁন বলেছেন: এই কবিতার প্রথম চার পংক্তি, “চলে যাওয়া........ না-থাকা জুড়ে” ফিডব্যাক ব্যান্ডের গান ‘মনে পড়ে তোমায়....” এর শুরুতে আবৃত্তি করা হয়েছে। এ ছাড়াও ফিডব্যাকের বিখ্যাত মৃত্যু চেতনার গান, “এমনি করে সবাই যাবে, যেতে হবে…” এর শুরুতে আবৃত্তি করা হয়েছে, “জীবন সুন্দর .... জীবন, ফুরালো নাকি”। এমনকি গানের শুরুটাও হয়েছে কবিতার শেষ বাক্যটি দিয়ে।
গানের শুরুতে আবৃত্তি করা কথাগুলো যে রুদ্র’র কবিতা থেকে নেয়া বা গানটিই যে রুদ্র’র কবিতার ধারাবাহিকতায় লেখা, তা আজ মাত্র জানলাম। এখন জানতে ইচ্ছে করছে, ফিডব্যাকের ঐ গান দুটোও কি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র লেখা ?
৬| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৪
শাহীন ভূইঁয়া বলেছেন: ফিডব্যাকই ভালো জানে। তবে ষষ্ট ইম্দ্রীয় বলে দেয় নিজ নিজ মানুষটাকে তার চলে
যাবার খবরটি। মানুষের কথা, চলনে বিদায়ের একটা আভাস ফুটে ওঠে তার অভিব্যাক্তিতে।
স্বল্পায়ু এই কবির সব কবিতাগুলো অন্যরকম করে ভালো লাগে। ধন্যবাদ সকল মন্তব্যকারীকে মতামত রাখার জন্য।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
তারেক বিন বশির বলেছেন: “চলে যাওয়া........ না-থাকা জুড়ে” এই অংশটি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ'র "পশ্চাতে হলুদ বাড়ি পঞ্চাশ লালবাগ" কবিতার শেষ ৩ লাইন। এটি ফিডব্যাক ব্যান্ডের গান 'গীতিকবিতা-১ (মনে পড়ে তোমায়)' এর শুরুতে আবৃত্তি করা হয়েছে। গানের কথা লিখেছেন মাকসুদুল হক।
“জীবন সুন্দর .... জীবন, ফুরালো নাকি” এই অংশটি আহমেদ ইউসুফ সাবের এর "জীবন ফুরালো নাকি" কবিতা থেকে নেয়া। এটিও ফিডব্যাক ব্যান্ডের গান 'পালকি - ২য় পর্ব ' এর শুরুতে আবৃত্তি করা হয়েছে। গানের কথা লিখেছেন কাজী রোজী।
এটি ছিল ফিডব্যাক ব্যান্ড এর সাড়া জাগানো অ্যালবাম "বঙ্গাব্দ ১৪০০" আর কবিতাংশ দুটি আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
চলে যাওয়া মানে চলে যাওয়া, ফিনিতো, কাপুত, এন্ড, শেষ