নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রতারণা!

১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

প্রতারণা প্রতিরোধে আন্দোলন।


এক বন্ধুর সঙ্গে কিছুদিন আগে ফোনে কথা হয়েছে। আমরা অনেক বিষয়ে সেদিন আলাপ করছিলাম। আলাপের এক পর্যায়ে সে খুব হতাশ কণ্ঠে আমাকে বলল "বুঝলি, পৃথিবীতে একমাত্র আমি আর তুইই বোকা।"
বন্ধুর কথায় আমি খুব অবাক হলাম। প্রায় উত্তেজিত কণ্ঠে বললাম "তুই বোকা সেটা ঠিক আছে। কিন্তু আমি বোকা তোকে কে বলল?"
বন্ধু আমার প্রশ্নে একটুও বিব্রত না হয়ে পাল্টা প্রশ্ন করল "তাহলে তুই কি বলতে চাস তুই চালাক?"
"না আমি চালাক না। আর বোকার বিপরিত চালাক হতে পারেনা। আমরা শিয়ালকে চালাক বলি কারণ সে স্বভাবে ধূর্ত এবং চোর। আমিতো এই দুইটার একটাও না। কাজেই আমি চালাকও না।"
বন্ধুর তাচ্ছল্যপূর্ণ প্রশ্ন "তাহলে তুই কী?"
"আমি কি সেটা অনেক গবেষণার ব্যপার। কিন্তু বোকাতো অবশ্যই না।"
"ওহ! তুই যে বোকা তার প্রমান হল বোকারা তর্ক এবং প্রশ্ন করতে পছন্দ করে।"
এই কথা শুনার পর আর তর্ক চালিয়ে নেওয়া যায়না। আমি মনের রাগ মনে চেপে প্রশ্ন করলাম "আমি যে বোকা সেটাতো তুই প্রমান করেই দিলি। এবার বল তুই কেন বোকা।"
বন্ধু দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বলল "সবাই শুধু আমার সাথে দুই নম্বরি করে। যাকে বিশ্বাস করি সেই বিশ্বাস-ভঙ্গ করে। মনে কর, কেউ বিরাট বিপদে পড়ে আমার কাছে টাকা ধার চাইল দুইদিন পর দিয়ে দেওয়ার শর্তে। দুই দিন- দুই মাস- দুই বছর চলে যায় টাকা ফেরত দেওয়ার নামও নেয়না।
টাকা চাইতে গেলে ফকিরকে যেভাবে আমরা 'মাফ করো, পরে আইসো' বলি সেভাবে আমাকেও বলা হয় 'ওমোক দিন তমুক দিন আইসেন।' নিজেকে কেমন যেন ফকির-ফকির মনে হয়। একজন হলে কথা ছিল, এরকম অনেক মানুষ আছে যারা আমার সাথে প্রতারণা করেছে। প্রতারিত হতে হতে নিজেকে খুব বোকা মনে হয়। বোকা না হলে এভাবে কেউ দিনের পর দিন প্রতারিত হয়! এখনতো আমার ওদের কাছে টাকা চাওয়া দূরের কথা সামনে পড়তেও লজ্জা লাগে।"

বন্ধুর কথা শুনে আমিও অবশেষে নিশ্চিৎ হলাম আসলেই সে কিঞ্চিৎ বোকা। না হলে এভাবে কেউ বারবার প্রতারিত হয়!

হ্যা, মানুষ এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর প্রতারিত হতে থাকে। রাষ্ট্র প্রতারণা করে নাগরিকদের সাথে। ভাই ভাইয়ের সাথে। স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে। প্রেমিক প্রেমিকার সাথে। বিক্রেতা ক্রেতার সাথে।
চারদিকে শুধু প্রতারণা আর প্রতারণা। কেউ প্রতারিত হয়ে বুঝতে পারে। কেউ বুঝতে পারেনা। যারা বুঝতে পারেনা তারা আসলে প্রতারণা কি সেটাই জানেনা।

আমার আরেকজন বোনের মত বন্ধুর গল্প বলি। তাঁর নাম আয়েশা মেহের। কানাডা প্রবাসী। তিনি একজন লেখক-কবি-ব্লগার। আমি হুমায়ূন আহমেদের পর যার লেখা (গদ্য) সবচেয়ে বেশী পড়েছি তিনি আয়েশা মেহের। ফেসবুক নিক "শান্তি অশান্তি"। গত দুই বছরে তিনি প্রতারণা সম্পর্কে এত এত লেখা লেখেছে যেগুলো দিয়ে অনায়াসে কয়েকশো পৃষ্ঠার একটি বই হয়ে যাবে! মূলত তাঁর লেখা পড়েই আমি প্রতারণার স্বরুপ বুঝতে শিখেছি।

আমি ব্যক্তিগত জীবনে কখনো কারো দ্বারা প্রতারিত হইনি। হয়তো হয়েছি কিন্তু ধরতে পারিনি। আমার মত অনেকেই সেটা ধরতে পারেনা। প্রতক্ষ্য কিংবা পরোক্ষভাবে সকল ক্ষেত্রেই আমরা প্রতারণার সাথে জড়িত। নিজেরা প্রতারিত হচ্ছি অথবা অন্যকারো সঙ্গে প্রতারণা করছি। মিথ্যা বলাও এক ধরনের প্রতারণা। ওজনে কম দেওয়া, খাবারে ফরমালিন দেওয়া, আমের জুস বলে মিষ্টি কুমড়ার জুস খাওয়ানোও প্রতারণা। আবার মিথ্যা ভালবাসার জালে বন্দী করে অসহায় নারীর সমস্ত সম্পদ হাতিয়ে নেওয়াও প্রতারণা।

বাংলাদেশের কক্সবাজারের এক প্রতারক পরিবারের প্রতারক সন্তান আনোয়ার পারভেজ দ্বারা আয়েশা মেহের প্রতারিত হয়েছেন। আনোয়ার পারভেজের উদ্দেশ্য ছিল ওনার সরলতার সুযোগ নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। আনোয়ার পারভেজ সেক্ষেত্রে সফল। আয়েশা মেহেরের সঞ্চিত এবং ব্যাংক থেকে ঋণ করা বিপুল অংকের অর্থ প্রতারক আনোয়ার পারভেজ হাতিয়ে নেয়।

শুধু যে তাঁর সঙ্গেই প্রতারক আনোয়ার প্রতারণা করেছে তা না। সে আরও অনেক মানুষের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো করছে। তাঁর প্রমানও কবি আয়েশা মেহের জনগণের কাছে উপস্থাপন করেছেন। এবং এগুলো বিশ্বাসযোগ্যও। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় এবং তাঁর তৈরী করা ফেসবুক পেজে নিয়মিত তথ্য প্রমান সহ প্রতারক আনোয়ার পারভেজের প্রতারণার খবর প্রচার করছে।

ফিরে আসি বন্ধুর কথায়,
আমার বন্ধু এবং বোনের মধ্যে মিল; তাঁরা উভয়েই প্রতারিত হয়েছে। আর অমিল হচ্ছে আমার বন্ধু প্রতারিত হয়ে লজ্জায়-অপমানে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ফেলেছে। আর আমার বোন প্রতারিত হয়ে প্রতারণা প্রতিরোধে আন্দোলন শুরু করে দিয়েছে। নিজেকে ছড়িয়ে দিয়েছে চারদিকে। আর কেউ যেন কোন জানোয়ার দ্বারা প্রতারিত না হয় সচেতন করছে। তাঁর লেখা দিয়ে। প্রতারক আনোয়ার পারভেজের কাছ থেকে আর্থিক-মানষিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও ঘরের কোনে লুকিয়ে থাকা বাঙালী নারী সেজে না থেকে, সমাজের তথাকথিত পুরুষ নামদারী সুশীলদের সাহায্য না নিয়েই একা রণাঙ্গনে ঝাপিয়ে পড়েছে। দীর্ঘ দুই বছরের প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত তিনি যুদ্ধ করে যাচ্ছেন সমাজ থেকে প্রতারণা নামক ব্যধিটিকে নিঃচিহ্ন করতে।
এটা নিঃসন্দেহে চমৎকার একটা কাজ। আমার জানামতে বিশ্বের কোথাও প্রতারণা প্রতিরোধে এত দীর্ঘ আন্দোলনের রেকর্ড নাই। আমার বিশ্বাস তাঁর সেই আন্দোলনে ক্রমে ক্রমে সারা বিশ্বের সমস্ত প্রতারিতরা যুক্ত হবে। প্রতারিত হয়ে লজ্জিত-অপমানিত না হয়ে গর্জে উঠবে। প্রতারকের মুখোশ উন্মোচিত করে পৃথিবীর সবাইকে চিনিয়ে দেবে। একদিন মিথ্যা-প্রতারণার বিলিন হবেই।

শাহজাহান হোসেন আহমেদ।
মিশিগান-আমেরিকা।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

সকাল হাসান বলেছেন: প্রতারনা সেই প্রাচীন কাল থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতে যদি এমন প্রতারনা প্রতিরোধ আন্দোলন চলতে থাকে তাহলে আর থাকবে না!

উদ্যোগটা চমৎকার! আমাদের সকলেরই সাথে থাকার উদ্যোগটার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.