নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কুদ্দুস বয়াতির ফিরে আসা।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

ছোটবেলায় কুদ্দুস বয়াতী এবং হাসানকে একসঙ্গে মিলিয়ে ফেলে বারবার বিভ্রান্ত হতাম।

চেহারাটা কাছাকাছি হলেও কণ্ঠ, এক্সেণ্টস এবং উচ্চারণে আকাশ-পাতাল পার্থক্য দেখে পরে ভেবে নিতাম ওরা হয়তো দুই ভাই। একজন শহরে বাবার কাছে থেকে বড় হয়েছে। অন্যজন গ্রামে মায়ের সঙ্গে থেকে বেড়ে উঠেছে।
তারা দুইজন কেন দুই জায়গায় থাকত এটা নিয়েও ভাবতাম। হয়তো তাদের বাবা মায়ের মধ্যে ছাড়া-ছাড়ি হয়ে গেছে। তারপর মাননীয় আদালত দুই ভাইকে দুইজনের মধ্যে ভাগ করে দিয়েছেন।

পপ সংগীতে কুদ্দুস বয়াতীর অভিষেক।

অনেকে দেখি এই ব্যপারটাকে মানতে পারছেনা।
আমি বুঝিনা, একজন ফোক সংগীত শিল্পী যদি পপ, রক এইসব গান গায় তাহলে এখানে বাঁধাটা কোথায়। একজন শিল্পীর শিল্পচর্চার ক্ষেত্রে সীমানা কতটুকু। এখানে সীমানা নির্ধারণ করে দিল কে? এবং কেন?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: ভাল খবর।

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



মিউজিকে ও গানে সীমানা নেই, ভাষার দেয়াল নেই, রং'এর বালাই নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.