![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডেল ইস্ট দেশ হিসেবে কাজের জন্য সৌদি আরব কেমন হবে। গ্রাজুয়েট , পোস্টগ্রেজুয়েট হলে , ভালো কাজ পেতে কি সুবিদা হবে । বা পোস্ট গ্রেজু্যেট শেষ করে সৌদি আরব যাওয়াটা কি ভালো হবে। নাকি দেশেই জব খোজা টা ভালো হবে। দুই দেশের তুলনা মূলক সম্ভাবনা বিচারে, ভালো জানা আছে এমন কেউ থাকলে একটু ডু মারেন।
০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৫০
অক্টোপাস বলেছেন: কাছের এক মানুষের কাছ থেকে প্রস্তাব পেলাম । বর্তমানে ছোট একটা চাকুরি করি। কাছের মানুষ বলে ছিট হবার সম্ভাভনা কম। তাই ভাবছি কি করব ।
২| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৩১
মিউজিক রাসেল বলেছেন: হয়তো অনেক ভালো অভিজ্ঞতা হতে পারে, আমার খারাপও হতে পারে, এটা আপনার সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। তবে আমার মনে হয় দেশে কিছু করাই ভালো, কারন এখন আর আগের মত আরবরা ভালো নাই, এরা যে এতো খারাপও হতে পারে তা নিজে না দেখলে বিশ্বাস করবেন না, তবে মক্কা, মদিনার কথা ভিন্ন।
আশাকরি আপনার উত্তর পেয়েছেন।
০৩ রা মে, ২০১৭ দুপুর ১:০০
অক্টোপাস বলেছেন: জি ভাইয়া, আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
৩| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১:০৯
রায়হান চৌঃ বলেছেন: বাংলাদেশ থেকে সরাসরি শুধু মাত্র ডাক্তার / টিচার ছাড়া আর কোন প্রপোশনাল জব এ লোক নেয়া হয় না, বাঁকি যা নেয়া হয় সব ক্লনিং পজিশন এ। এটা বলতে পারেন আমাদের কুটনৈতিক দূর্বলতা।
আর ঠিক এই মুহুর্তে এখান কার অর্থনৈতিক পজিশন খুব ই নাজুক, সুতরাং বুজে-শুনে....।
তবে, ১) চেনেল মেইনটেন করে চলতে পারলে, ২) স্পন্সর ঠিক থাকলে ভালো জব করা যায়.... ভালো থাকবেন
০৩ রা মে, ২০১৭ দুপুর ১:২৫
অক্টোপাস বলেছেন: ১) চেনেল মেইনটেন করে চলতে পারলে, ২) স্পন্সর ঠিক থাকলে ভালো জব করা যায়..
ভাই দুটাই ঠিক আছে , তাই ভাবছি, কিন্তু কিছু নেগেতিভ কথাও শুনছি তাও ভবছি। যেমন এত লেখা পড়া করে সৌদি আরব যায় মানুষ ? তাহলে এত লেখা পড়ার কি দরকার ছিল ? সৌদি আরব যায় লেবার ?
রাজনৈতিক আস্থিরতা না থাকার কারনে হয়তো খুব বেশি দিন থাকবে না। অর্থনৈতিক খুব তারাতারি পালটে যাবে এই আশা রাখি।
আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন
৪| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোস্টটি কি শুধুই ব্যাক্তিগত তথ্য সমৃদ্ধি করার জন্য নাকি সৌদে যারা থাকেন তাদে গোষ্টি উদ্দার করার জন্য তা যদি জানাতেন জাতির কাছে খোলসা হতো।
আমার কয়েক জন পরিচিত আছেন তারা এখানের ভিবিন্ন ইউনিভার্সিটিতে পড়ান অনেক সম্মানিত , শিক্ষিত। এখানের সবচাইতে বড় ইউনিবার্সিটি কিং ফাইসার ইউনিবার্সিটি সেখানে ইংলিশএ পড়ান ডিপার্টম্যান্ট অব দ্যা হেড। আবার অনেকে আছেন এখানে ভালো পোষ্ট নিয়ে ভালো চাকুরী করছেন প্রায় ২০/২৫ বছর থেকে। এখানে মূল বিষয় হলো আপনি কি ভাবে যেতে চাচ্ছেন আপনার জব কোন ক্যাটাগরির তা আগে থেকে জানা থাকা চাই,আপনি শিক্ষিত হলে আপনার যোগ্যতা অনুসারে জব খোঁজে দেখবেন যদি সে রকম কোন জব পেয়ে যান তাহলে যাবেন তাতে আপনার আয় আর নানান ফ্যাসিলিটি উন্নত হবে অবশ্যই। আর যদি দেশে কোন রকম আছেন সেই তুলনা বিদেশ ভালো মনে করে যেমন তেমন ভাবেন যে গেলেই হলো গিয়ে একটা কিছু যোগার করে নিব তাতে কোন লাভ হবে না। অাপনি যত বড় শিক্ষিতই হোন না কেন কোন কাজে আসবে না। এখানে কোন বিষয়ে পারদর্শিতাই হলো শিক্ষার লোকাল শিক্ষার কোন দাম নেই।
০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৩৮
অক্টোপাস বলেছেন: ভাই বাক্তিগত তথ্য সমৃদ্ধি করার জন্য।
জাতির গুষ্টি উদ্দার করার জন্য দেশে, বিদেশে কিছু মানুষ রুপি আবাল আছে তারাই যথেষ্ট।
নাম্বার ১ হচ্ছে ব্যবসা করা উদ্দেশ্য
নাম্বার ২ ভাল জব পাবার জন্য যদি লোকাল কোন কোচ করার প্লান তাও মনে হয় খারাপ হবে না।
আপনার গুরুত্বপুণ্য মতামত, বেক্তিগত তথ্য সমৃদ্ধি করার জন্য অনেক কাজে দিবে। আপনাকে অনেক আনেক ধান্যবাদ।
৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ২:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উচ্চ শিক্ষিত হলে নিজ দেশেই চেষ্টা করা উচিত। সৌদি আরবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার যারা আছে তারা সরকারীভাবে গিয়েছে সম্ভবত। কোন সৌদি প্রতিষ্ঠান আলাদা ভাবে হোয়াইট কলার জব অফার করে না বাংলাদেশীদের জন্য। বেশীরভাগ কোম্পানী লেবার বা কম্পিউটার অপারেটর টাইপ(ইন্টার হলেই চলে) ভিসা বের করে। সেখান থেকে কাজ দেখিয়ে অনেকে উপরের পোস্টে চলে যায়। তবে এর জন্য পোস্ট গ্র্যাজুয়েটের দরকার নেই। আর আপনি যত শিক্ষিতই হন না কেন এখানে উপরের লেভেলে যেতে পারবেন না। কারণ, উপরের লেভেলে মিশর, ভারত, পাকিস্তানের লোকেরা কখনোই বাংলাদেশীকে প্রমোট করতে চাইবে না...
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:০৭
অক্টোপাস বলেছেন: আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য আনেক ধন্যবাদ।
৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০১
শামীম সরদার নিশু বলেছেন: দুঃখিত আমার এ বিষয়ে কোনো বলার নেই
১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৪৬
অক্টোপাস বলেছেন: আপনাকে দইন্না
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৩০
অল্প রং, এবং ধূসর বলেছেন: সৌদী আরবে কারিগরী বিষয়ে বাংলাদেশ থেকে লোক নেয়া হয়না। আর সাধারণ শিক্ষা বিষয়ে আরব ছাড়া কাজ পাওয়া যায় না। বহুদিন বন্ধ থাকার পর বর্তমানে শুধু মাত্র বাসার কাজের জন্য আর হাউস ড্রাইভার হিসাবে লোক নেয়া হচ্ছে। তাও বাসার কাজের ক্ষেত্রে প্রতি চারজন পুরুষের বিপরীতে একজন মহিলার পাসপোর্ট জমা না দিলে সৌদী এম্বাসী ভিসা দিচ্ছে না। মহিলাদের জন্য বাসার কাজের ভিসা আগের মতই খোলা আছে। এ নিয়ে একটা ডিটেইলস পোষ্ট দিবো চিন্তা করছি। কারন গত ৬ মাসের মধ্যে ৩ জন আত্মীয়ের ভিসা প্রসেসিং নিয়ে দৌড়াদৌড়ী করে বেশ ভালোই অভিজ্ঞতা হলো। বহু কষ্টে ৩ জনেরই ভিসা করানো গেছে।