![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাজা মশাই। পড়ছি একাদশ শ্রেণীতে। আশ্চর্য ভাবে রাজনীতি আসক্ত। বড় হয়ে আদর্শ রাজনীতিবীদ হতে চাই। তাই এখন থেকেই সমালোচনা শিখছি। নিজের জ্ঞান বাড়ানোর চেষ্টা করছি।
১৫ লাখ টাকা কিস্তির বিনিমিয়ে লাশ ছাড়ল ইউনাইটেড হসপিটাল। এরা মানুষ না জানোয়ার??
কি ব্যপার স্বাস্থমন্ত্রী? আপনারা এতো পারেন আর এই ব্যাপারে আপনার কিছুই করার নেই? শাকের তলায় মাছ নাকি?
স্বাস্থমন্ত্রী আপনি বললেন হাসপাতালটি বেসরকারি হওয়াই আপনার কিছুই করার নেই। কেন আপনার গ্রামীণ ব্যাংক খেয়ে ফেলেছেন আর এই ইস্যু টা ঠিক করতে পারলেন না?
কেন আপনি কি ভাগ টাগ পান নাকি?
আর জাতির সেই সব জাগরিত পুত্ররা কই? গণজাগরণা কই? প্রথম প্রথম গণতন্ত্রে একটু ছায়া পড়লে আপনাদের টিভির পর্দায় স্লোগান দিতে দেখা যেত। এখন এই সব মহাপুত্র গণ কই?
আজ মানবতা যেখানে লাথি খাচ্ছে সেখানে কি একটা মানুষ নেই যে এর প্রতিবাদ করতে পারে?
ধিক এসব গণজাগরণের।
২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৬
নাহিদ তামিম বলেছেন: আপনি হসপিটালের মালিক হলে কি ২০লাখ টাকা মাফ করতেন? বছরে যদি এমন ৫টা রোগীকে মাফ করেন হসপিটালের কি অবস্হা হবে চিন্তা করছেন?
৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২৩
রাজিব বলেছেন: আমাদের দেশে দরকার স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করা। স্বাস্থ্য বীমা করা থাকলে এসব ক্ষেত্রে কিছুটা ভার বীমা কোম্পানি বহন করতে বাধ্য।
৪| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০
নিজাম বলেছেন: না, মন্ত্রী মহোদয় কিছুই করতে পারবেন না। কারণ সরকারের কোন না কোন রথী মহারথী এই হাসপাতাল ব্যবসার সাথে জড়িত। যেমন ডাক্তারদের গ্রামে নিতে পরেননি মন্ত্রী মহোদয় এমনকি প্রধানমন্ত্রীর সংসদে দেয়া ডাক্তারদের হুমকি কাজ হয়নি। পৃথিবীর সব দেশের ডাক্তাররা ৯-৫ টা অফিস করেন। বাংলাদেশের সকল পেশার সকল চাকুরীজীবিরা ৯-৫টা অফিস করেন কিন্তু ডাক্তাররা করেন না।
৫| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: নাহিদ তামিমের সাথে সহমত। তবে কথা হল, রোগী মারা গেলে হাসপাতালের বিলে কিছুটা কন্সিডার করা উচিত। রোগীর আত্মীয়েরা এমনিতেই অনেক বড় ধাক্কা সামলায় প্রিয়জনের মৃত্যুতে - তার উপরে এতবড় বিলের বোঝা চাপালে সেটা কি অমানবিক আচরণ হয়ে যায়না?
৬| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৯
খাটাস বলেছেন: নীল আকাশ ২০১৪ সহমত+++
৭| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩
এনজেল_৭৭৭ বলেছেন: this sort of inhumanity only be visible in Bangladesh(one piece in the world). the way everyone is speaking is insane as this hospital authority only means business. wheres the so called media. they need to be disguised and find out the truth.
৮| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭
অেসন বলেছেন: এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি রোগীর পরিবারের দায়ও কম
নয়। আর্থিক সক্ষমতা না থাকলে ঐরকম একটি হাসপাতালে রেখে ৩১ লক্ষ টাকা বিল তোলা কি অপরিহার্য ছিল ! আর্থিক সক্ষমতার অভাবে আমরা কি ঢাকা মেডিকেল সহ সরকারী হাসপাতাল সহ চিকিৎসা নেই না?
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০১
খাটাস বলেছেন: this is called business