![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
ছবির নামঃ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
কাহিনীঃ রুম্মান রশিদ খান
চিত্রনাট্য ও পরিচালনাঃ সাফিউদ্দিন সাফি
অভিনয়ঃ শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, মিমো প্রমুখ
সঙ্গীত পরিচালক: শওকত আলি ইমন
গীতিকারঃ কবির বকুল
প্রযোজকঃ ফ্রেন্ডস মুভি ইন্টারন্যাশনাল
কাহিনী সংক্ষেপঃ বিত্তবান সামাদ শিকদারের (রাজ্জাক) ছেলের দিকে নাতি হলেন জয় শিকদার( শাকিব) আর মেয়ের দিকের নাতনী হলেন মিতু(মিমো)। দুইজনের বাবা মা কেও বেঁচে নেই দেখে দাদা আর দাদির( আনোয়ারা) কাছেই তারা মানুষ, ছোটবেলা থেকেই তাঁদের একসাথে বেড়ে উঠা । দাদা আর দাদি এই দুজনের বিয়ে ঠিক করেন , কিন্তু দুইজনই বিয়েতে অসম্মতি জানান। শেষে দাদা দাদির চাপে পড়ে দুইজনই এঙ্গেজমেন্ট এ রাজি হন কিন্তু এঙ্গেজমেন্ট এর রাতেই রাজ্জাক অসুস্থ হয়ে পড়েন । দাদির কাছ থেকে শাকিব জানতে পারেন দাদার অসুস্থতার কারণ- বিশ বছর আগে তাঁদের মেয়ে নিশাত শিকদার( দিতি) বাড়ির লজিং মাষ্টার সামসুল হক( সুব্রত) এর সাথে বিয়ে করে ঘর ছেড়ে চলে যান। মেয়ে হারানোর শোকেই আজ রাজ্জাকের এই অবস্থা। শাকিব ফেসবুকের মাধ্যমে জানতে পারেন তার ফুফু দিতি মালয়েশিয়াতে আছেন। নিজের ফুফুকে ঘরে ফেরানোর মিশন নিয়ে শাকিব মালয়েশিয়াতে রওয়ানা হন। সেখানে গিয়ে ঘটনাক্রমে তিনি জারা (জয়া আহসান) এর সাথে পরিচিত হন এবং তার প্রেমে পড়েন। জারা তেমন পাত্তা না দিলেও জারাকে ভালোবাসেন তার বন্ধু শাকিব আহমেদ( আরেফিন শুভ) । ঘটনাক্রমে শাকিব জানতে পারেন যে জারার মা বাবাই হল তার সেই ফুফু-ফুপা যাদের সে খুঁজতে মালেশিয়াতে এসেছে। এভাবেই গল্প এগিয়ে যায়।
ভালো দিকঃ
১) ছবির গল্পের মৌলিকতা। যেখানে তামিল তেলেগু ছবি হুবুহু নকল বা আংশিক নকল করে ইদানীং বেশিরভাগ পরিচালক ছবি বানান, সেখানে সম্পূর্ণ নকলমুক্ত একটি মৌলিক গল্প দর্শকদের উপহার দেয়ার জন্য কাহিনীকার রুম্মান রশিদ খান ধন্যবাদ প্রাপ্য।
২) ছবির গল্পের অন্যরকমভাবে সূচনা বেশ নজর কাড়ে। সোহেল রানা আর ববিতার মাধ্যমে গল্পের শুরু হওয়াটা বেশ ব্যতিক্রমী।
৩) সবার অভিনয় বেশ ভাল। শাকিব, জয়া, শুভ যার যার জায়গায় সপ্রতিভ। শাকিবকে নতুনভাবে আবিষ্কার করবেন তার নিয়মিত দর্শকরা। বাকিরাও উতরে গেছেন। ছোট্ট কমেডি রোলে সাজু খাদেম দর্শকদের বেশ আনন্দ দিয়েছেন। মিমো ছোট্ট চরিত্রে বেশ ভাল, তিনি নাচে বেশ সাবলীল।
৪) ছবির প্রাণ হল ছবির গান। প্রত্যেকটা গানই শ্রুতিমধুর, বিশেষ করে ছবির প্রথম গান”তুমি আমার প্রেমের তাজমহল”, “ও প্রিয় আমি তোমার হতে চাই” এবং ” আমি নিঃস্ব হয়ে যাবো জানোনা” - মালয়েশিয়ার মনোরম লোকেশনে গানের সুন্দর চিত্রায়ন চোখে খুবই আরাম দেয়। “কি করি কি করি, অপরূপা সুন্দরী” গানে শাকিবের নাচ বেশ ভাল ছিল, এই গানের কোরিওগ্রাফি অন্য গানগুলো থেকে অনেক বেশি ভাল ছিল।
৫) ছবির প্রত্যেক কলাকুশলীকে অনেক বেশি গ্ল্যামারাস লেগেছে। সবার কস্টিউম সিলেকশন বেশ ভাল ছিল, বিশেষ করে শাকিব আর শুভর। শাকিবকে লাস্ট কবে এত গ্ল্যামারাস দেখা গেছে সেটা সম্ভবত শাকিবের নিজেরও মনে নেই।
৬) ছবির কালার কনট্রাস্ট বেশ ভাল।
৭) ফাইটিং সিনে কিছুটা ভিন্নতা দেখা গেছে।
কিছু দুর্বল দিকঃ
১) ছবির বেশিরভাগ জায়গায় ঠিক থাকলেও, বেশ কিছু জায়গায় ক্লিন শেভ শাকিবের অতিরিক্ত মেকাপসহ ফেস বেশ দৃষ্টিকটু লাগে। বেশ কিছু দৃশ্যে তাকে কিছুটা মোটা আবার অন্যান্য দৃশ্যে তাকে বেশ স্লিম লেগেছে। চুলের স্টাইল একেকবার একেকরকম ছিল। তার কানের দুল আর গলার মালাও দৃষ্টিকটু লাগে।
২) প্রথম অংশের শেষ দিকে এসে কাহিনী বেশ ঝুলে যায়। শাকিব কি আসলেই তার ফুফুকে খুঁজতে এসেছেন নাকি জয়ার সাথে প্রেম করতে এসেছেন – তা বোঝা মুশকিল হয়ে পড়ে। যদিও ছবির দ্বিতীয় অংশে কাহিনীতে বেশ কিছু মোচড় আসে এবং এবং প্রথম অংশের মত দুর্বলতা তেমন চোখে পড়ে না।
৩) “এক মুঠো রোদ্দুর” নামক গানটা দেখে মনে হয়- ছবিতে এটা জোর করে ঢুকানো হয়েছে।
৪) মায়েশিয়াতে ফুফুকে খুঁজতে অবস্থান করলেও শাকিবের এক্সিডেন্ট যখন মায়েশিয়াতে দেখানো হয়- সেটা মালয়েশিয়ার পরিবর্তে আমাদের ঢাকার হাতির ঝিল ছিল।
৫) কিছু দৃশ্যে জয়া আহসান অভিনয়ের চেয়ে তার মেকআপের দিকে বেশি নজর দিয়েছেন বলে মনে হয়েছে।
৬) আরেফিন শুভ বেশ ভাল নজর কাড়েন। নিজের ছোট অংশটুকু বেশ ভাল করেছেন ভিলেন হিসেবে। সালমান শাহ এর পর এই প্রথম বলতে গেলে বাংলাদেশে কোন স্টাইলিশ “হিরো” এলেন যিনি স্টাইল, পোশাক, লুক, হাইট, মাসল সব দিক থেকেই পারফেক্ট হিরো। নিজের প্রথম ছবির (জাগো) তুলনায় অভিনয়ে তিনি বেশ উন্নতি করেছেন। এত কিছু সত্ত্বেও তার ক্যারেকটারকে ঠিকমত ব্যবহার করা হয় নি, ক্যারেক্টারটি ঠিকমতো বিকশিত হয়নি, তাকে আরও অসাধারনভাবে উপস্থাপন করানো যেত। পুরো ছবিতে তার পর্দায় উপস্থিতিও বেশ কম ছিল শাকিবের তুলনায়। বেশিরভাগ সিনে তাকে চিৎকার করতে আর শাকিবের হাতে মার খেতে দেখা গেছে। ছবির শেষে তার পরিণতিও একেবারে গ্রহণযোগ্য নয় বরং বেশ প্রশ্নসাপেক্ষ।
পরিশিষ্টঃ সব মিলিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী পুরো পরিবারকে সাথে নিয়ে উপভোগ করার মত চেনা মোড়কে একটু অন্যরকম প্রেম কাহিনী। কাহিনীতে বেশ ভিন্নতা ও টুইস্ট আছে। শাকিবের বেস্ট ছবি না হলেও তার ভাল কাজগুলোর মধ্যে একটা হয়ে থাকবে এই ছবিটি। পরিচালক সাফি আগের নিজের সব কাজকে এবারে ছাড়িয়ে গেছেন। রুম্মান রশিদ খানের কাছে আরও এরকম মৌলিক চিত্রনাট্য আশা করি। তবে ছবি দেখে কেও নিরাশ হবেন না এই গ্যারান্টি দেয়া যায়।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
শাহরুখ সাকিব বলেছেন: অবশ্যই দেখতে হবে
২| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
ফররুখ আহমেদ রািজব বলেছেন: কয়দিন ধরেই কাহিনীটা জানতে চাচ্ছিলাম । ভাল লাগল । লেখককে অনেক ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ, জলদি দেখে ফেলেন
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
ডরোথী সুমী বলেছেন: আমিও সুযোগ পেলে দেখবো । দেখবো জয়া আর শুভর জন্য। এদের অভিনয় আমার ভালই লাগে।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
শাহরুখ সাকিব বলেছেন: জয়া আর শুভ দুজনেই বেশ ভাল কাজ করেছেন, এমনকি শাকিব ও
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭
রাহুল বলেছেন: ফিক্সড কিছু দর্শক থেকে বেরিয়ে সাকিব এবার যদি এডুকেটেড কিছু দর্শক পায় এছবির কারনে।শুভকামনা রইলো পোলাডার লাইগা।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
শাহরুখ সাকিব বলেছেন: সুন্দর কথা বলসেন ভাই, আশা করি সে ভাল করবে শিক্ষিত ও অল্পশিক্ষিত সবার মাঝে
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯
সবুজ সি এস বলেছেন: আশা করি আস্তে আস্তে করে বাংলাদেশের ছবির মান ভাল হবে আর আমরা ও হলে ছবি দেখতে যাব। শুভকামনা রইল ছবিটির জন্য।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
শাহরুখ সাকিব বলেছেন: অবশ্যই ভাল হবে, সামনে আরও বেশ কিছু ভাল ছবি আসছে, এটা দেখে ফেলেন হলে গিয়ে
৬| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮
ভিটামিন সি বলেছেন: টরেন্ট কবে আইবো?
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩
শাহরুখ সাকিব বলেছেন: এগুলা কি বলেন ভাই! বাংলা ছবি যদি হলে গিয়ে না দেখি তবে ক্যামনে তার উন্নটি হবে? হলে গিয়ে দেখে ফেলেন
৭| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
হৃদয় রিয়াজ বলেছেন: সাবলীল রিভিউ। বেশ ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩
শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৮| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯
মাহতাব সমুদ্র বলেছেন: দারুন পোস্ট। ধন্যবাদ
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩
শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৯| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ছবিতে নতুনত্বের কি আছে?
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪
শাহরুখ সাকিব বলেছেন: একটু হলেও অন্যরকম, অন্তত পরিবেশনা অন্যরকম, দেখলেই বুঝবেন
১০| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
তাসজিদ বলেছেন: আমার কাছে গতানুগতিক মনে হয়েছে।
আর জয়াকে সিনেমার নায়িকা হতে হবে, নাটকের নয়
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
শাহরুখ সাকিব বলেছেন: গতানুগতিক হলেও পরিবেশনা অনেক ভাল আশা করি জয়া সামনে আরও কাজ করবে সিনেমাতে
১১| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
হাসান মাহবুব বলেছেন: ভালো রিভিউ।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ
১২| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো রিভিউ।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ
১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪
সাদমান সাদিক বলেছেন: সিনেমা হল এ গিয়ে দ্যাখে আসলাম , ভালই তবে জয়া আহসান এর নাচ গুলো সফট হওয়া উচিত আর পুরনো কিছু স্টাইল বা ডায়লগ পরিহার করা উচিত।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
শাহরুখ সাকিব বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া
১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে +++ কাহিনি ঐ একই রকম , , ,
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
শাহরুখ সাকিব বলেছেন: একই হলেও পরিবেশনা ভাল ও একটু ভিন্ন
১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো রিভিউ, তয় রিভিউ পড়ে সিনেমাটা দেখার ইচ্ছা জাগলো না
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
শাহরুখ সাকিব বলেছেন: এইটা কেমন কথা হইল ভাই? দেখে ফেলেন, আমরা যদি আমাদের সিনেমা না দেখি তাইলে ক্যামনে কি?
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮
সমুদ্র কন্যা বলেছেন: একটা গান দেখেছিলাম, জয়া তার বান্ধবীদের নিয়ে গাইছে। ভাল লাগে নাই। ওভার এ্যাক্টিং লাগছিল আর জয়ার নাচও ভাল হয় নি।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
শাহরুখ সাকিব বলেছেন: ঐ গানটা তেমন ভাল হয় নাই, কিন্তু বাকিগুলা ভাল
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
সোহানী বলেছেন: হুম দেখতে হবে মনে হচ্ছে...........