![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
আমি রাস্তায় বের হলেই বুড়ো রিকশাওয়ালাদের চোখে পড়ে। এর কারণ কি তা ঠিক জানি না। তাই, দিনে একবার হলেও আমি বয়স্ক রিকশাওয়ালাদের রিক্সায় উঠি।
.
আজ তেমনি এক ষাটোর্ধ ব্যক্তির রিক্সায় উঠেছি। মাথায় তাঁর UN Peace Mission Day-এর ক্যাপ পড়া। গল্পে গল্পে তিনি জানালেন যে, দিনে সব খরচ দিয়ে ৬০০ টাকা ঘরে নিয়ে যেতে পারেন তিনি।
.
ইনকাম মন্দ না। মাসে ১৮০০০ টাকা টেক হোম। তবে, যে বয়সে রিটায়ার করার কথা, পেনশন পাওয়ার কথা, সেই বয়সে কষ্টকর একটি জীবিকা নির্বাহের পথ থেকে আয় করতে হচ্ছে!
.
ভাবনাটাকে পাশে সরিয়ে বাসার দিকে পা বাড়ালাম।
ছবিঃ দৈনিক স্বজন
১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রিকশা নিয়ে নামাটা লজ্জার কিছু নয়।
কিন্তু, যে বয়সে তাঁদেরকে নামতে হচ্ছে, এটা আতংকজনক।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৯
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশ সরকার বেকার ভাতা, রিটায়ারমেন্ট, এই ধরণের বেনেফিটগুলো চালু করেনি; সহসা চালু করতেও পারবে না।
১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সরকারকে চেষ্টা করতে হবে। সীমিত পরিসরে হলেও।
ধন্যবাদ নিরন্তর।
৩| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
মানুষ বাড়ছে। বাড়ছে দু'মুঠো খেয়ে-পরে জীবনে টিকে থাকার প্রতিযোগিতা্ও। আর দেশে যেহেতু অর্জিত শিক্ষা এবং পেশা ভিত্তিক কর্মসংস্থানের কোন সুযোগ নেই তাই অগতির গতি "রিক্সা" নিয়েই অনেককে নেমে পড়তে হচ্ছে।
সোনাগাজী বলেছেন: বাংলাদেশ সরকার বেকার ভাতা, রিটায়ারমেন্ট, এই ধরণের বেনেফিটগুলো চালু করেনি।
কি করে করবে ? উন্নত দেশের মতো আমাদের দেশে কি প্রত্যেকেরই আয়কর সহ সেবামূলক কর দেয়ার বাধ্যবাধকতা আছে বা কেটে রাখার সুযোগ আছে যা দিয়ে সরকার জনগণকে ঐসব সেবা প্রদান করতে পারেন ? দেশের ৯০% মানুষইতো দরিদ্র বা দারিদ্র সীমার নীচে। তারা কি সরকারকে কোন ধরনের ট্যাক্স দেয় ? এমনকি নিম্নমধ্যবিত্ত , উচ্চমধ্যবিত্তরা্ও ট্যাক্স দেয়ই না।
অধিকাংশ উচ্চবিত্তরা্ও ট্যাক্স না দেয়ার দলে। দেশের মাত্র ১% মানুষ ট্যাক্স প্রদান করে থাকেন।
১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কত ভাবে আর ট্যাক্স দিতে হবে, ভাইয়া!!!
মানুষজন টুথপেস্ট কিনতে ট্যাক্স দিচ্ছে, কাপড় কিনতে দিচ্ছে, চাল কিনতে দিচ্ছে, পানি কিনতে দিচ্ছে, ঔষধ কিনতে দিচ্ছে।
আর কত!!!
ধন্যবাদ নিরন্তর।
৪| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫২
সোনাগাজী বলেছেন:
@আহমেদ জী এস,
নাগরিক ভিক্ষুক হলেও "ট্যাক্স রিটার্ণ" করার ব্যবস্হা করার দরকার ছিলো; তখন সরকার বুঝতে পারতো, কে ট্যাক্স দেয়া উচিত, কাকে সাহায্য করার দরকার আছে; এখন সরকারের হাতে নাগরিকের "ফাইন্যানসিয়াল কোন ডাটা নেই"।
১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নাগরিক ভিক্ষুকদের "ট্যাক্স রিটার্ণ" কি তা বুঝানোর জন্যে বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলোকে অনেক বেগ পেতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৬
শেরজা তপন বলেছেন: বুড়ো বয়সে কাজ করে খাচ্ছে - মন্দ নয়। নিজে অন্যের বোঝা হচ্ছেন না- এই বয়সেও যে রোজগার করা যায়, সংসার চালানো যায় সেটা একটা উদাহরণ। বসে থাকলেই হাজার রোগে বাসা বাধবে- শারীরিক ফিটনেসটা থাকে।
একসময় কষ্ট হোত বলে আমি বুড়ো রিক্সা চালকের রিক্সায় উঠতাম না - এখন হরদম উঠি। প্যাডেল রিক্সাতো উঠেই যাচ্ছে।
১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, ইকিগাই তা-ই বলে।
কিন্তু, সেই সাথে সঠিক পরিবেশের কথাও বলে।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: ঢাকার রাস্তায় তিনটা জিনিস খুব বেড়েছে
১। রিকশাচালক
২। ভিক্ষুক
৩। ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করা।
আমি কোনটা করবো বুঝতে পারছি না।
১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার কোনটাই করার প্রয়োজন নেই।
এরচেয়ে ভালো বিজনেসের আইডিয়া আমার কাছে আছে।
শুভেচ্ছা নিরন্তর।
৭| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
রিকশা নিয়ে নামাটা লজ্জার কিছু নয়।
আপনি হলে নামতেন?
শুভেচ্ছা নিরন্তর।
১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি রিকশা চালানোর চেয়ে নিচুমানের, গতর খাটানো কাজ করেছি এক সময়ে। '
ভবিষ্যতে করবো কিনা জানি না।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিছু কিছু মধ্যবিত্ত উপায় না দেখে রিক্সা নিয়ে নামছে।