নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সত্যপথিক শাইয়্যান কে দু'টি বিষয়ে উপদেষ্টা করা যায়।
(১) শিশুতোষ-প্রজেক্ট তথা কল্পিত-আইডিয়া-উদ্ভাবক বিষয়ক উপদেষ্টা।
(২) চাপাবাজি-বিষয়ক উপদেষ্টা
অপু তানভীরের শেষ পোস্টে এই মন্তব্য করেছে সামুর কুব্লগার জনারণ্যে একজন। উহার ব্লগ পরিসংখ্যান হচ্ছে -
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৩৯৭টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ বছর ১ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন
অপু তানভীর ইচ্ছা করলে পোষ্ট মডারেশন করে এই ব্যক্তি আক্রমণটি মুছে দিতে পারতো। কিন্তু, সে তা করে নাই। এতে বুঝা যাচ্ছে, অপু এই অপ-কমেন্টারকে সমর্থন করেছে। সেও একই নালার মাঝি।
শুনছি, সামুতে নতুন মডারেটর টিম কাজ করছে। তা যদি সত্যি হয়ে থাকে, কি কাজ করছে এই নতুন টিম বুঝা যাচ্ছে না। নতুন টিমের কোন কোন সদস্যরা ব্লগ সামলানোর মতো কত্বটুকু যোগ্য, এই প্রশ্ন রাখা যেতে পারে। নাহলে, জনারান্যে একজন নামক কুব্লগার সামুতে থাকে কি করে?
১৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যোদ্ধা!!!
যোদ্ধা শব্দটায় 'ইয়ে' করে দিলেন!
২| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮
আজব লিংকন বলেছেন: সত্যপথিক শাইয়্যান কে দু'টি বিষয়ে উপদেষ্টা করা যায়।
(১) শিশুতোষ-প্রজেক্ট তথা কল্পিত-আইডিয়া-উদ্ভাবক বিষয়ক উপদেষ্টা।
(২) চাপাবাজি-বিষয়ক উপদেষ্টা
ইহা কি করে আক্রমণ হলো ভাই? কেউ কি তার মত প্রকাশ করিতে পারিবে না?
শুনছি, সামুতে নতুন মডারেটর টিম কাজ করছে। তা যদি সত্যি হয়ে থাকে, কি কাজ করছে এই নতুন টিম বুঝা যাচ্ছে না। নতুন টিমের কোন কোন সদস্যরা ব্লগ সামলানোর মতো কত্বটুকু যোগ্য, এই প্রশ্ন রাখা যেতে পারে।
ইহাও কিন্তু এক প্রকার আক্রমণ মূলক কমেন্ট আপনার দৃষ্টি দিয়ে ভাবলে।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: অনেকে আছেন কমেন্ট যোদ্ধা!