নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ফিলিস্তিন ইস্যুতে বেভারেজ পণ্য কোকা-কোলা বয়কটের ক্যাম্পেইন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র। এরই প্রেক্ষিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে, কোকা-কোলার ইংরেজি লোগোটি উল্টিয়ে লিখলে আরবিতে তার অর্থ দাঁড়ায় ‘মুহাম্মাদ নাই, মক্কা নাই’।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোকা-কোলার ইংরেজি লোগোকে উল্টো ঘুরিয়ে পড়লে এটি আরবি ভাষায় “মুহাম্মদ নাই, মক্কা নাই” বোঝায় দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং, অন্তত দুই যুগের বেশি সময় ধরে কোকা-কোলার নামে এই মিথটি প্রচলিত; যা সম্পূর্ণ মিথ্যা বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
অনুসন্ধানের শুরুতে রিউমর স্ক্যানার কোকা-কোলার ইংরেজি লোগোটি পর্যবেক্ষণ করে দেখেছে, লোগোটি মিরর বা উল্টো করলে কোকো-কোলার লোগোর ‘C’ আরবি ‘لا’ এর মতো দেখতে হয়না। আরবি ‘لا’ এর অর্থ ‘না’। ‘لا’ লিখতে আরবি ‘লাম’ এর সাথে ‘আলিফ’ যুক্ত করতে হয়।
একই পর্যবেক্ষণ উঠে এসেছে ‘হাম সাব এক হে’ নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতেও। ২০১১ সালের ০৮ এপ্রিল শিরোনামের ভিডিওটিতে দেখা যায় কোকো-কোলার লোগো উল্টো করলে আলেচিত দাবি অর্থাৎ ‘লা মুহাম্মদ’ ‘লা মক্কা’ (বাংলায়, ‘মুহাম্মাদ নাই, মক্কা নাই’) লেখা ফুটে উঠেনা।
তবে লোগোর শব্দাবলি কিছুটা পরিবর্তন করে “কোকা-কোটা” করার পর ‘লা মুহাম্মদ’ ‘লা মক্কা’ অর্থ দাঁড়ায়।
অর্থাৎ, কোকা-কোলার মূল লোগোকে উল্টে দিলে আরবিতে ‘লা মুহাম্মাদ’ ‘লা মক্কা’ হয়না।
এছাড়াও, আলোচিত দাবিটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সম্মানীয় মুসলিম ধর্মীয় পণ্ডিতদের সামনে উপস্থাপন করা হয়েছিল এবং তারা বিস্তারিত গবেষণা করে এই গুজবের সম্পূর্ণ খণ্ডন করেছেন দাবি করে কোকা-কোলা কর্তৃপক্ষ জানায়, ‘১৯৯০-এর দশকের শেষের দিকে সৌদি আরবে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কমিটি কোকা-কোলার লোগোর বিরুদ্ধে গুজব পর্যালোচনা করার জন্য গঠিত হয়েছিল। কমিটি নিশ্চিত করে যে এই মিথ্যা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং কোকা-কোলার ট্রেডমার্ক ইসলামের জন্য কোনো কুৎসা নির্দেশ করে না।’
একই ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, ২০০০ সালের মে মাসে মুসলিম বিশ্বের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান আল-আজহারের গ্র্যান্ড মুফতি শেখ নাসের ফারিদ ওয়াসেল বলেছেন, “ট্রেডমার্কটি সরাসরি বা পরোক্ষভাবে ইসলাম বা মুসলমানদের ক্ষতি করে না।”
তথ্যসূত্রঃ rumorscanner ডট কম
০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার ভালো লেগেছে।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৯
শেরজা তপন বলেছেন: যুক্তিযুক্ত সুন্দর পর্যালোচনা।