নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'ভারত - আওয়ামী লীগ\' জোট \'পাকিস্তান - জামায়াতে ইসলামী\' জোটের কাছে পরাজিত হয়ে জনগণের কি উপকার হলো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৭



জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ, দুইটি দুই মেরুর রাজনৈতিক দল। দুই দলের আদর্শ ভিন্ন। রাজনৈতিক ভূমিও ভিন্ন। জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনগুলো পুরো পৃথিবীতে কাজ করে যাচ্ছে। অন্য দিকে আওয়ামী লীগ শুধুই বাংলাদেশের একটি রাজনৈতিক দল। গত সরকারের আমলে আওয়ামী লীগ খুব কোণঠাসা করে দিয়েছিলো জামায়াতে ইসলামীকে। তাই, সুযোগ পেলে জামায়াত আওয়ামী লীগকে কোণঠাসা করবে, তাতে অবাক হবার কিছু নেই।

কিন্তু, প্রশ্ন হচ্ছে, এই কোন মারামারি বা কোন ঠাসাঠাসির খেলায়, আমাদের দেশের দারিদ্র্য সীমার নিচে থাকা ৪০% মানুষ কি স্বস্তিতে আছেন? আমাদের দেশের ভাবমূর্তি কি বিশ্ব বাজারে উঁচু পজিশনে আছে? বাংলাদেশ কি বিশ্বের রাজনৈতিক মঞ্চে নেতৃত্ব দিতে পারছে? বাংলাদেশের অর্থনীতি কি ঘুরে দাঁড়াতে পেরেছে? দেশের বেকারত্বের হার কি কমেছে?

আমার মনে হয়, সবাই স্বীকার করবেন, উপরের প্রতিটি প্রশ্নের উত্তর 'না' বোধক হবে। তাহলে, 'ভারত - আওয়ামী লীগ জোট'-কে পরাজিত করে 'পাকিস্তান - জামায়াতে ইসলামী' জোটের কি লাভ হলো??!!! আর, 'ভারত - আওয়ামী লীগ জোট' প্রতিপক্ষের সাথে শত্রুতা দেখিয়ে কি করতে পারলো?

মানুষ পৃথিবীতে আসে বড়ই ক্ষীণ সময়ের জন্যে। খোদা যদি খুশি না হোন, নবীজীর পথ যদি অনুসারিত না হয়, তাহলে, এমনকি খেলাফত প্রতিষ্ঠা করলেও সেটা জনগণের জন্যে 'অত্যাচার' বা 'জুলুম' হবে।

খোদাতায়ালা আমাদের জুলুম করা এবং জুলুম সহা, দুটো থেকেই রক্ষা করুন।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০১

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত-শিবিরের সামনে সুযোগ এসেছিলো ইতিহাসের অংশ হয়ে থাকার। কিন্তু তারা আবার পুরাতন ধারার রাজনীতি করছে। স্বাধীনতা নিয়ে নতুন ন্যারেটিভ দিচ্ছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি অনেক দিন ধরে দেশের বাইরে। তাই, জানি না, দেশের দরিদ্র জনগণের দায়িত্ব কোন দল নিয়েছেন কি না।

ধন্যবাদ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১০

এ পথের পথিক বলেছেন: খেলাফত কায়েম হলে সবার শাস্তি কেমন হবে বুঝতেই পারছেন । চুর, ডাকাত, ধর্ষক, সমকামী, চাদাবাজরা ন্যায় বিচারের মুখোমুখি হবে । তাদের দিক থেকে তারা মনে করবে জুলুম কিন্তু আসলে খেলাফত ব্যবস্থা জুলুম না । তবে আর আগে ইসলামী শরিয়া আইন সম্পর্কে মানুষদের জানাতে হবে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জালিম শব্দটা আরবি। খেলাফত শব্দটাও।

ধন্যবাদ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৩

এ পথের পথিক বলেছেন: লিখেছেনঃ জালিম শব্দটা আরবি। খেলাফত শব্দটাও।
কি বুঝাতে চেয়েছেন ? আমার ছোট মস্তিষ্কে উপলব্ধি করতে পারিনি ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এতো তাড়াহুড়ো কেন! বুঝার জন্যে অনেকের টাইম লাগে!

সময় নিন।

ধন্যবাদ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯

মেঘনা বলেছেন: খেলাফত প্রতিষ্ঠা হলে অমুসলিমদের কি হবে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সবাই তো মানুষ, মেঘনা!!! তাই নয় কি?

ধন্যবাদ।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কারো কারো মন্তব্য পড়ে তা মনে হচ্ছে না।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০০

সৈয়দ কুতুব বলেছেন: @মেঘনা খেলাফত হওয়ার মতো সিচুয়েশন এখনো হয় নি। আরো ৫/১০ বছর সময় লাগবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি দেশের দরিদ্র মানুষদের শাসন ভারে দেখতে চাই।

শুভেচ্ছা।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৭

রায়হান চৌঃ বলেছেন:
বাংলাদেশে গত ৬ মাসের কার্যকলাপ বিশ্লেষন করলেই পরিষ্কার হতে পারবেন জামাতি খেলাফতের মূল এজেন্ডা, এরা আগেও বাংলাদেশ চায়নি এখনো চায় না। সারা পৃথিবীজুড়ে নামে-বেনামে যেখানেই এদের সংঘঠন, সেখানেই ধংস্তুপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বিশেষ করে আরব বিশ্বর দিকে তাকিয়ে দেখুন, দেখবেন ধ্বংস আর ধ্বংস। পাকিস্থান- আফগানিস্থান ও ঠিক এক ই অবস্থা। সম্প্রতি চাংগা অবস্থানে আছে বাংলাদেশ আর মায়ানমার কে নিয়ে। দেখবেন এ সকল কুত্তার বাচ্ছা দের কারনে আগামী ১০/১৫ বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম একটা নতুন ইসরাল হচ্ছে, আর বাংলাদেশ হচ্ছে নতুন ফিলিস্তিন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দেশের গরীব দুখীরা ভালো থাকলেই ভালো।

ধন্যবাদ।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৫

হাসান রাজু বলেছেন: ভারতপন্থী আওয়ামী না হলে, তাকে পাকিস্থানপন্থী জামাতি ই হতে হবে ! ভারত প্রেমী না হয়ে কি বাংলাদেশ প্রেমী হওয়া যায় না ! সারাজীবন ভারতের দাসত্ব করে গেছেন। তাই বলে এদেশে দেশপ্রেমী মানুষ জন্মাবে তা ভাবতেই পারেন না?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশপ্রেমীকরা দেশের জন্যে কাজ করলেই আমি খুশি।

ধন্যবাদ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২২

পবন সরকার বলেছেন: উপকার অনেক, আগে আওয়ামীলীগরে গালাগালি করা যেত না এখন গালি দেয়া যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দেশের দরিদ্র জনগণের জন্যে কাজ করুন।

ধন্যবাদ।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯

এ পথের পথিক বলেছেন: মেঘনা বলেছেন:খেলাফত প্রতিষ্ঠা হলে অমুসলিমদের কি হবে?

মুসলিম অমুসলিম একসাথেই থাকবে । কিছুই হবে না । তাদের ন্যায্য অধিকার তাদের দেয়া হবে ।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন:
আমি অনেক দিন ধরে দেশের বাইরে। তাই, জানি না, দেশের দরিদ্র জনগণের দায়িত্ব কোন দল নিয়েছেন কি না।
ধন্যবাদ।


আপনি যেখানেই থাকেন., যদি বাংলাদেশের পত্রিকা অনলাইন/অফলাইনে পড়ার সুযোগ পান তাহলেই পরিস্কার বুঝতে পারবেন।
করদ রাজ্য থেকে কিছুটা হলেও স্বাধীন দেশ গড়ার স্বপ্ন এখন মানুষ দেখতে চায়, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হলেই বুঝতে হবে দেশ স্বাধীন হয়েছে- আফসোস দলের হাত থেকে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আফসোস, সেমি আফসোস আর অআফসোসদের কথা আমি বলি নাই।

আমার ভাবনা দেশের দরিদ্র মানুষগুলোকে নিয়ে।

ধন্যবাদ।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫

সৈয়দ কুতুব বলেছেন: @কাজী আবু ইউসুফ (রিফাত) স্থানীয় নির্বাচনের মাধ্যমে আফসোস লীগ কে ফিরায়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। আর আপনি বলছেন আফসোস মুক্ত হবে!

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: @কাজী আবু ইউসুফ (রিফাত) স্থানীয় নির্বাচনের মাধ্যমে আফসোস লীগ কে ফিরায়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। আর আপনি বলছেন আফসোস মুক্ত হবে!

আমি কিন্তু বলেছি "স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হলেই" তবেই , আর যদি রাতে বাক্স ভরার পদ্ধতি চালু থাকে তাহলে আপনার কথার প্রতিফলন ঘটবে।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৩

একজন নিষ্ঠাবান বলেছেন: জামাতের কোন খাওয়া এই দেশে নেই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঠিক আছে।

দেশের দরিদ্র মানুষদের ৩ বেলা খাওয়ার ব্যবস্থা করুন।

ধন্যবাদ।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯

মেঘনা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: @মেঘনা খেলাফত হওয়ার মতো সিচুয়েশন এখনো হয় নি। আরো ৫/১০ বছর সময় লাগবে।
- তাহলে মোদির হাতে আরো পাঁচ বছর সময় আছে খেলাফতীদের পাছায় আছোলা বাঁশ ঢুকাতে।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২

মেঘনা বলেছেন: এ পথের পথিক বলেছেন: মেঘনা বলেছেন:খেলাফত প্রতিষ্ঠা হলে অমুসলিমদের কি হবে?

মুসলিম অমুসলিম একসাথেই থাকবে । কিছুই হবে না । তাদের ন্যায্য অধিকার তাদের দেয়া হবে।
- আফনে বোধহয় আফগানিস্তান এর নাম শোনেন নাই

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৪

এ পথের পথিক বলেছেন: মেঘনা বলেছেন "- আফনে বোধহয় আফগানিস্তান এর নাম শোনেন নাই"
আপনার মস্তিষ্কে এটুকু বুদ্ধি থাকা উচিত ছিল বাংলাদেশে আলেম উলামা আছেন খেলাফত কায়েম হলে দেশের শাসনের দায়িত্ব তাদের থাকবে, আফগানিদের না ।
আর আপনার সমস্যা কোথায় ? আফগান নিয়ে নাকি শরিয়া আইন নিয়ে ? এ প্রশ্নের উত্তর দিবেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি একটা গর্দভ।

খেলাফতের জন্যে জান-প্রান চেষ্টা করে অন্যদের খলিফা বানাবেন!!!!

আপনি নিজে খলিফা হোন না কেন? নাকি সেই যোগ্যতা নেই?

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৬

এ পথের পথিক বলেছেন: লিখেছেনঃ আপনি একটা গর্দভ।
খেলাফতের জন্যে জান-প্রান চেষ্টা করে অন্যদের খলিফা বানাবেন!!!!
আপনি নিজে খলিফা হোন না কেন? নাকি সেই যোগ্যতা নেই?


আপনার প্রশ্ন থাকলে উত্তর দিতাম কিন্তু এমন শব্দ ব্যবহার করলেন উত্তর দেয়ার ইচ্ছা হারিয়ে গেল আজ, সমস্যা নেই আমার এ প্রচেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ্‌ ।
ভাই আপনার কথা আক্রমণাত্মক, আমি মনঃক্ষুণ্ণ হয়েছি, সালাম (সুরা ফুরকানঃ ২৫, আয়াতঃ ৬৩) ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মেঘনাকে আপনার বোকামীপূর্ণ উত্তর দেখে রাগ লেগেছে।

আপনি নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে যদি যোগ্য না মনে করে থাকেন, তাহলে, কিসের ঘোড়ার ডিমের 'সার্কেল' করেন?

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩১

নিমো বলেছেন: দশ লাখ বিনিয়োগের লাভটা এখনও বুঝে পাননি বোধহয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




নিয়াজ মোরশেদ ভাই, আমি কোন বিনিয়োগ করি নাই।

ধন্যবাদ।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: হাসিনা পলাইসে এটাই বড় প্রাপ্তি। আর কিছু চাওয়ার বা পাওয়ার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.