নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমার গাড়ি কাহিনী

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৬

আমার জীবনে যত শখ আছে, তা একে একে পূরণ করছি। খোদাকে এজন্যে অশেষ ধন্যবাদ। আমার অনেক শখগুলোর একটি হচ্ছে - গাড়ি। আজ কেন যেন মনে হলো, আমার পুরনো আর নতুন গাড়িগুলো নিয়ে লিখি।



আমার প্রথম তিনটি গাড়ির কোন ছবি আমার কাছে নেই। মোবাইলে চুরি হয়ে যাওয়ায় সেগুলো হারিয়ে গেছে। যদিও আমি প্রথম গাড়িটি কিনি ২০০৫ সালে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করেই। সেগুলো ছিলো টয়োটা এবং মিটসুবিশির কোম্পানির।যাহোক, জীবনের ৪র্থ গাড়ি ছিলো ছবিতে দেওয়া Nissan X-Trail. আর্জেন্টিনার একজন ফ্যান হিসেবে গাড়ির বনেটে প্রথম দিনেই ঝুলিয়ে দিয়েছিলাম সেই দেশের পতাকা! আমার আব্বুকে অফিস থেকে দেওয়া Nissan Petrol Land Cruiser দেওয়া হয়েছিলো। তাই স্মৃতির প্রতি একটি টান থেকেই নিজের গাড়ি হিসেবে নিসান ব্রান্ডকে বেছে নেওয়া।



আমার ৫ম গাড়ি ছিলো আরামদায়ক Toyota Premio. বেশ অনেক দিন আমাকে সার্ভিস দিয়েছে গাড়িটি! এখনো গাড়িটির কথা মনে পড়ে। ব্যবসায় মার খাওয়ার পরে, গাড়িটি বেঁচে দিতে হয়।



আর, আগামী কয়েক দিনের মাঝে আমার কাছে আসতে যাচ্ছে আমার স্বপ্নের Toyoyta Allion. ইনশাআল্লাহ। আমার জন্যে ৬ষ্ঠ এই গাড়িটি স্বপ্নের এই কারণে এই যে, গাড়িটি চড়তে খুব মজা! রিসেইল ভ্যালু খুব ভালো।

আর, ২০২৬ সালে একটি Prado কেনার ইচ্ছা আছে। এখনই কিনতে পারতাম। কিন্তু, এইটা মেইন্ট্যানেন্স খুব কস্টলি! আর, আমি যে বাসায় থাকি, সেই বাসার গ্যারেজে জায়গা হবে না।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৫

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার ড্রিম কারের জন্য আগাম অভিনন্দন!

১৯৯৮ সালের দিকে আমাদের পরিবারের একটি গাড়ি ছিল, যা আমার বাবার খুব প্রিয় ছিল। সেই গাড়ি দিয়েই আমি ড্রাইভিং শিখেছিলাম। আপনার পোস্ট পড়ে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল।

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাহ, বেশ পুরনো ড্রাইভার আপনি!!! :)

আমিও ১৯৯৮ সালে গাড়ি চালানো শিখি।

শুভেচ্ছা।

২| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার প্রথম গাড়ি কত বছর বয়সে কিনেছিলেন?

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার তখন ২৩ বছর ৮ মাস বয়স। সবে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছি। তখনই গাড়ি কেনার ভূত চাপে।



৩| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৪

কাঁউটাল বলেছেন: ভাল লাগল। গাড়ি নিয়ে আরও লিখুন।

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ। ঠিক আছে, লিখবো। :)

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০৫

কামাল১৮ বলেছেন: ভালো কিছু লেখার ক্ষমতা যাঁদের নাই তারাই এই সব লেখে বেড়ায়।কে শুনতে চেয়েছে আপনার এই আত্মপ্রচার।

২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি যে বয়সে টিউশনির টাকা দিয়ে বিড়ি ফুকেছেন, আমি সেই একই বয়সে গাড়ি কিনেছি।

চিন্তার বিষয় নয় কি? :)

৫| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি তো দেখি অনেক বড়লোক মানুষ।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এখানে আসার পর এই গাড়ীটা চালানো শুরু করেছি।
সার্ভিস ভালো। সব চেয়ে মজার ব্যাপার এটাতে রোড ট্যাক্স নাই। কারণ কার্বন এমিশন খুবই কম মাত্রায় হয়।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৫২

কামাল১৮ বলেছেন: আমি যখন কলেজে পড়ি তখন আমাদের জেলায় একটা গাড়িও ছিলা না।ঢাকার রাস্তায় কিছু পুরনো সেভ্রোলেট ও উইলি জীপ চলতো।আমি তখন গাড়ী পাবো কোথাা থেকে।

৮| ২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১:০৩

কামাল১৮ বলেছেন: আর এখন ডাক্তরের নিষেধ আছে গাড়ি চালাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.