নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়! আর, আপনারা তা ফ্রিতে পাচ্ছেন।

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

থ্রিডি অ্যানিমেশনের অ-আ-ক-খ (পাঠ-১)

০৫ ই মে, ২০২৫ দুপুর ১:৫৭



থ্রিডি অ্যানিমেশন শেখা শুরু করেছি খুব বেশি দিন হয় নাই। বড় জোর ২ মাস হবে। আসলে, ব্যক্তিগত আগ্রহ থেকেই এটা শেখা শুরু। এভাটার, লায়ন কিং মুভিগুলো দেখে সব সময় ভাবতাম - ইস, আমার গল্পগুলোকে যদি এভাবে সিনেমাতে পরিণত করা যেতো, কি মজাটাই না হবে! আর, এভাবেই, থ্রিডি অ্যানিমেশন শিখতে শুরু করি।


থ্রিডি অ্যানিমেশন কি?ঃ

ইন্টারনেট ঘেঁটে যে সংজ্ঞাটি আমার সবচেয়ে মনো:পুত হয়েছে, সেটা হচ্ছে - থ্রিডি অ্যানিমেশন হলো এক ধরনের ডিজিটাল অ্যানিমেশন যেখানে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে চরিত্র, বস্তু ও পরিবেশকে তিনটি মাত্রায় (উচ্চতা, প্রস্থ ও গভীরতা) তৈরি ও নড়াচড়া করানো হয়। এতে অবজেক্টগুলোকে ঘুরিয়ে দেখা যায় এবং বাস্তবসম্মত আলো, ছায়া ও গতি প্রয়োগ করা যায়।

যেসব সফটওয়্যার দিয়ে থ্রিডি অ্যানিমেশন শেখা যায়ঃ

থ্রিডি অ্যানিমেশন শেখার জন্যে মায়া, ব্লেন্ডার, থ্রিডি ম্যাক্স সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। আমি 'মায়া' দিয়ে থ্রিডি অ্যানিমেশন শিখছি। পরে, ব্লেন্ডার শিখবো।

এখন পর্যন্ত আমি যেসব মডেল বানিয়েছিঃ

১) ফ্রস্টি - একটি কার্টুন চরিত্রঃ



খুব একটা কঠিন কাজ না। স্ফিয়ার, কিউব, সিলিন্ডার, কোন, টরাস, আর ডিস্ক-এর উপরে মাল্টী-কাট ব্যবহার করে এটা বানিয়েছি।


২) জাহাজঘাটের বোতলের কেইসঃ



একটু কঠিন। তবে, ঠিক মতো টুলসগুলো জানলে, আপনি সহজেই এটা বানাতে পারবেন। প্রথমে, বোতলের মডেল বানাতে হয়, তারপর, কেস বানাতে হয়, তারপরে, কেসের ভিতরে বোতলগুলো ভরে কালার করতে হয়।

৩) বোলিং মডেলঃ



জাহাজঘাটের বোতলের কেইসের মডেল বানানো জানলে, এটা বানানো সহজ। শুধু 'ব্লিন' ব্যবহার করে একটু রংচঙা করতে হবে।


আমরা আপাততঃ এই অতি সাধারণ মডেলগুলো বানানো শিখবো। এর আগে, কিভাবে প্রজেক্ট সেইভ করতে হয় তা শেখা প্রয়োজন।

সবাই ভালো থাকুন নিরন্তর।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৫ বিকাল ৩:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই সুন্দর হয়েছে অনেক কৃতজ্ঞতা রইল শাইয়্যান দা

০৫ ই মে, ২০২৫ বিকাল ৩:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভালো জেনেছে লেগে ভালো লাগলো, লিটন ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৬ ই মে, ২০২৫ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ। আর আমি কম্পিউটারের কিচ্ছু জানি না। নিজের উপর নিজের খুব গ্লানি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.