![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
নিষিদ্ধ ঘোষিত একটি দলকে কিভাবে ভুলে যেতে হয়, এবং জাতিকে ভুলিয়ে দিতে হয়, তা আমাদের শিখতে হবে। টোটাল ব্ল্যাক আউট যেভাবে হয়, ঠিক তেমনি ফ্যাসিস্ট ও জালিম গত সরকারের পদচ্যুত দলটিকে আমাদের চিন্তা-চেতনা থেকে সরিয়ে দিতে হবে।
আইরিশ রিপাবলিকান আর্মি'র কথা মনে আছে? তারা যখন ব্রিটেন জুড়ে সন্ত্রাস শুরু করলো, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন দেশের শাসকগোষ্ঠী। নিউজ মিডিয়াকে বলে দেওয়া হয়, তারা যাতে কোন খবর প্রকাশ না করে দলটি সম্পর্কে। এর ফল পাওয়া যায় হাতে নাতে! মাত্র একটু জেনারেশনে আয়ারল্যান্ডের এই পপুলার দলটি জনগণের মন থেকে বেমালুম উবে যায়!
কখনো কখনো একটি জাতিকে বাঁচাতে হলে ভুলতে হয় কিছু নাম, কিছু চিহ্ন, কিছু ভয়ংকর অধ্যায়। যেমন করে ইতিহাস ভুলে গেছে নির্যাতনের প্রতীক কিছু নাম, তেমনি আমাদেরও শিখতে হবে—কীভাবে একটি ফ্যাসিস্ট ও অত্যাচারী গোষ্ঠীকে শুধুই রাজনৈতিকভাবে পরাজিত নয়, বরং সাংস্কৃতিকভাবে নির্বাসিত করা যায়।
আমাদের ব্লগার এবং সাংবাদিককর্মীদের এই নির্দেশনা দিতে হবে সরকারের পক্ষ থেকে। নিষিদ্ধ অত্যাচারী দলটিকে জনগণের মাঝ থেকে মুছে দিতে, তাদের লোগো, প্রতীক, কর্মকান্ডের কোন খবর যাতে জনসমক্ষে না আসে, এই ব্যাবস্থা নিতে হবে।
এটি কোন দমননীতি নয়, বরং একটি জাতির আত্মরক্ষার কৌশল—ভবিষ্যৎকে নির্যাতনহীন ও মানবিক করে গড়ে তোলার প্রয়াস।
১১ ই মে, ২০২৫ রাত ৮:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নিষিদ্ধ দলের কোন অধিকার নেই, এটা বুঝতে হবে। নিষিদ্ধ দলটির উপর নজরদারীর জন্যে, একটি আলাদা মনিটিরিং সেল গঠন করতে হবে।
১১ ই মে, ২০২৫ রাত ৮:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খোদার রাজ্যে শয়তান অনাহুত।
তাকে দৌড়ের উপরে রাখা দরকার।
২| ১১ ই মে, ২০২৫ রাত ৮:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এটি কোন দমননীতি নয়, বরং একটি জাতির আত্মরক্ষার কৌশল—ভবিষ্যৎকে নির্যাতনহীন ও মানবিক করে গড়ে তোলার প্রয়াস।
৩| ১১ ই মে, ২০২৫ রাত ৮:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
আইরিশ ও বাঙালীর মধ্যে পার্থক্য বলুন।
১১ ই মে, ২০২৫ রাত ৮:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাহ! আপনি উদয় হয়েছেন!!!
পোস্ট দেখে?
৪| ১১ ই মে, ২০২৫ রাত ৮:৫০
সৈয়দ কুতুব বলেছেন: এই আইনের মূল উদ্দেশ্য আওয়ামী লীগের লিগ্যাল একটিভিটজ স্থগিত করা। কিন্তু কেউ যদি যদু, মদু, কদু আইডি থেকে আওয়ামী লীগের পক্ষে লিখে সেটা বন্ধ করা নয়। সরকার এমন কিছুই বলেনি। সরকারের আগে হাটলে বিপদ ! আওয়ামী লীগের বিচার সুষ্ঠু ভাবে সম্পন্ন করা হয় তবে মানুষ এমনিতেই ঘৃণা করবে।
১১ ই মে, ২০২৫ রাত ৮:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জনগণ ইজ অলওয়েজ স্মারটার দ্যান দ্যা গভার্নমেন্ট।
১১ ই মে, ২০২৫ রাত ৮:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জনগণই সব সময়ে সরকারকে পথ দেখিয়েছে।
জনগণই মাত্র দুই দিনে ফ্যাসিস্ট একটি দলকে নিষিদ্ধ করতে সরকারকে সাহায্য করেছে।
৫| ১১ ই মে, ২০২৫ রাত ৯:১৮
মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামিলীগ কোন রাজনৈতিক দল নয়। এটা একটা সন্ত্রাসী মাফিয়া সংগঠন যাদের বিরুদ্ধে নিজ দেশে তিনটা গনহত্যার অভিযোগ রয়েছে। অন্য আর সব অভিযোগের কথা বাদই দিলাম। এই পৃথীবিতে এক দেশ অন্য দেশ আক্রমনের প্রচুর নজির আছে কিন্তু নিজ দেশের মানুষের উপড় গনহত্যা চলালানোর নজির নাই। জাতিসংঘের রিপোর্টে অলরেডি আওয়ামিলীগকে দোষী সাবাস্ত করা হয়েছে। আল জাজিরা এই সন্ত্রাসি সংগঠনকে নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদন প্রচার করেছে। ইন্টারিমকে এবার বাধ্য করতে হবে দ্রুত আওয়ামিলীগের বিচার কার্যক্রম শুরু করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে আর কোন দল সন্ত্রাসী সংগঠন হয়ে উঠার সুযোগ না পায়।
১১ ই মে, ২০২৫ রাত ১০:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এখন থেকে এই দলটিকে আমাদের চিন্তা - চেতনা থেকে মুছে ফেলতে হবে।
জনগণকে এই ব্যাপারে সাহায্য করতে হবে।
আপনি হয়তো লক্ষ্য করেছেন, আমার পোস্টে আমি একটিবারের জন্যেও নিষিদ্ধ ফ্যাসিস্টের নাম নেই নাই।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ১১ ই মে, ২০২৫ রাত ৯:২৭
কামাল১৮ বলেছেন: জনগনের মতের প্রতিফলন হয় নির্বাচনের মাধ্যমে।এখনো পর্য্যন্ত এটাই প্রচলিত নিয়ম।নির্বাচিত সরকার এলে কোথায় যাবে এই সকল আইন কানুন।
জিয়া ইনডিমনিটি দিয়ে ছিলো,শেখ হত্যার বিচার হতে পারবেন।সংসদ সেই আইন বাতিল করে দেয়।বিচার হয়,রায় কার্যকর হয়।এত সহজেই সব ভুলে গেলেন।ইয়ানফসি ইয়ানফসি করেন।নয়তো চুপ থাকেন।
১১ ই মে, ২০২৫ রাত ১০:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যারা আন্দোলন করে ফ্যাসিস্টকে সরিয়েছে, তাঁরাই জনগণ। আর কাকে দরকার আপনার?
অনেক বলেছেন। এবারে আমাদের উচিৎ আপনাকে বলা - 'চুপ থাকুন'। আপনি নিজেকে নিজেও এই কথা বলতে পারেন। দেশের জনগণের মঙ্গলের জন্যেই।
৭| ১১ ই মে, ২০২৫ রাত ৯:৩২
সৈয়দ কুতুব বলেছেন: মেঠোপথ২৩@আপনি লিখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে কিন্তু এই ব্লগে সাজেশন দেয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাতে কেউ না লিখতে পারে সে জন্য সরকার কে নির্দেশনা দিতে ! আপনি কি একমত ? সরকার যখন আইন করবে সেটা তো আর একদলের কথা চিন্তা করে করবে না। একটা আইন সার্বজনীন ভাবে পাশ করা হবে। এতে পরে যে কেউ ফাঁসতে পারে।
উদাহরণ: মানবতা বিরোধী অপরাধে দলকে বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এখন আমাদের যামিনী সুধা জামায়াতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ দায়ের করেছে একজন আম আদমি হিসাবে। । যেহেতু ফৌজদারি আইন কোনোদিন তামাদি হয় না তাহলে মামলা নিতে বাধ্য হবে আদালত ! বুঝতে পেরেছেন কি বলেছি ?
সুষ্ঠু বিচারের বিকল্প নাই।
১১ ই মে, ২০২৫ রাত ১০:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফ্যাসিস্ট হিসেবে যে সরকার স্বীকৃতি পাবে, সেই দলটির করা সব আইনও নিষিদ্ধ হয়ে যায়।
৮| ১১ ই মে, ২০২৫ রাত ৯:৫৯
মেঠোপথ২৩ বলেছেন: এই ব্লগে সাজেশন দেয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাতে কেউ না লিখতে পারে সে জন্য সরকার কে নির্দেশনা দিতে ! আপনি কি একমত ?
আমার মনে হয় সরকার নির্দেশনা দিয়েছে যে সাইবার স্পেসে আওয়ামিলীগের কার্যক্রম নিশিদ্ধ । আপনি আইসিটি পলিসি অ্যাডভাইজার ফাইজ় তাইয়েব আহমেদ এর ফেসবুক পোস্টগুলো ফলো করলেই বুঝতে পারবেন। সুষ্ঠু বিচারের বিকল্প অবস্যই নাই। আমরা সবাই চাই দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হোক। তবে খুব সম্ভাবত এর প্রধান বাধা বিএনপি।ইন্টারিমকে তাই সতর্কতার সাথে এগুতে হচ্ছে।
১১ ই মে, ২০২৫ রাত ১০:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পরবর্তী প্রজন্মগুলোকে সঠিক ভাবে গড়ে তুলতে আমাদেরকে যদি একটি অত্যাচারী দলকে ভুলে যেতে হয়, আমাদের তা-ই করতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৯| ১১ ই মে, ২০২৫ রাত ১০:৩৬
ইয়া আমিন বলেছেন: ইতিহাসকে মুছে না দিয়ে, কৌশলে ভুলিয়ে দেওয়ার মতো শক্তিশালী কৌশল খুব কমই দেখা যায়—এটি শুধু রাজনৈতিক নয়, একটি জাতির মানসিক মুক্তির পথে সাহসী পদক্ষেপ
১১ ই মে, ২০২৫ রাত ১০:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ব্যথায় ভরা ইতিহাস ভুলে যাওয়ার পক্ষে। এটা মঙ্গল বয়ে নিয়ে আসে।
ভালো থাকুন নিরন্তর।
১০| ১২ ই মে, ২০২৫ ভোর ৬:০৫
রিফাত হোসেন বলেছেন: একটি বিভক্ত সমাজে, কিছু দলের চরমপন্থী আদর্শ জাতীয় ঐক্যকে নষ্ট করতে পারে। এমন দলগুলোকে নিষিদ্ধ করা সমাজের বিভিন্ন অংশকে একত্রিত করতে সাহায্য করতে পারে। গণমাধ্যমকে সমাজের ভালোর জন্য কাজ করতে হবে। গণমাধ্যমের কাজ হলো জনগণের কাছে সত্য তুলে ধরা। তবে ভবিষ্যৎ প্রজন্মকে সহিংসতা থেকে রক্ষা করার জন্য অতীতের কিছু অধ্যায় মুছে ফেলাই শ্রেয় নীতিতে একমত নই।
১২ ই মে, ২০২৫ সকাল ৮:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অতীতের কিছু কালো অধ্যায় মুছে ফেলা নয়, সেগুলোকে ঢেকে দিতে হবে। দরকার মনে হলে, মার্কার দিয়ে হিজিবিজি করে কেটে দিতে হবে, যাতে আমাদের ভবিষ্যতের শিশুরা সেগুলো ফলো করে নষ্ট হয়ে যেতে না পারে।
কালো অধ্যায় একদম মুছে ফেলা সম্ভব নয়, যেহেতু, সেগুলো আমাদের এবং আমাদের পূর্বের জেনারেশন করেছেন।
আমি নিজে অপরাধবোধে ভুগি মাঝে মাঝে! এসব কি হয়ে গেলো আমাদের দেশে!!! আমাদের মানুষেরা কিভাবে এতোগুলো মানুষ মেরে ফেললো!!!
১১| ১২ ই মে, ২০২৫ সকাল ৮:২৪
কাঁউটাল বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: একমত নই। সবার নিজ পক্ষ অবলম্বন করে লেখার অধিকার আছে। আপনার সেগুলোর যুক্তি খন্ডন করার অধিকার আছে। আপনার চিন্তাভাবনার মধ্যে ফ্যাসিবাদের লক্ষণ আছে।
সৈয়দ কুতুব একজন "ফ্যাসিস্ট সিমপ্যাথাইজার"।
১২ ই মে, ২০২৫ সকাল ৯:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
থাক, রাগ কইরেন না!!! নিজেদের মাঝে মারামারি আর ভালো লাগে না।
নেন, এই গান শুনেন, আমি বানাইছি -
১২| ১৩ ই মে, ২০২৫ দুপুর ১২:৪০
কাঁউটাল বলেছেন: সৈয়দ কুতুবদের যেই ইতিহাস জানা নাই
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২৫ রাত ৮:৩১
সৈয়দ কুতুব বলেছেন: একমত নই। সবার নিজ পক্ষ অবলম্বন করে লেখার অধিকার আছে। আপনার সেগুলোর যুক্তি খন্ডন করার অধিকার আছে। আপনার চিন্তাভাবনার মধ্যে ফ্যাসিবাদের লক্ষণ আছে।