![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!
"জানেন ভাবী, আমার ননদেরা সারা দিন আমার বাসায় পড়ে থাকে! আমার শাশুড়ি কিচ্ছু বলে না। ওদের জন্যে আমার বাচ্চাদের পড়ালেখা লাটে উঠেছে!"
"ওমা, তাই নাকি ভাবী! আমার শাশুড়িও ঐরকম! আমি সারা দিন রাঁধি। আমার শাশুড়ি একটা কাজের লোক দিয়ে পুরো সংসার চালায় দেন!"
আমার সাড়ে তিন বছরের মেয়েকে এলাকার একটি নাচের স্কুলে ভর্তি করিয়েছি। মেয়েকে ক্লাসে ঢুকিয়ে পেরেন্টসদের জায়গায় দাঁড়িয়েছিলাম। তখন শুনি এরকম আলোচনাই করছেন মায়েরা ভীড় করে! আমার বিবিজান বেশির ভাগ সময় মেয়েকে ক্লাসে নিয়ে যান। আজ আমি গিয়েছিলাম।
কি মনে করে বাসায় এসে আমার স্ত্রীকে হেসে বলেছিলাম - "আজ শুনেছি, তোমরা পেরেন্টস রুমে কি আলোচনা করো। আচ্ছা, তুমিও কি আম্মুর নামে গীবত গাও উনাদের সাথে?"
"আমি কি হযরত মাওলানা নাকি যে গীবত গাইবো না!!!" উনি চোখ-মুখ ফুলিয়ে উত্তর দিলেন।
এই এখন পর্যন্ত আমার বিবিজান কথা বন্ধ করে বসে আছেন! কি আর করা!!! মন খারাপ করে লিখতে বসেছি!
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
কথামৃত বলেছেন: তার প্রিয় গানটা প্লে করুন বা পুরনো ছবিগুলো দেখান – স্মৃতিগুলো রাগ ভাঙার সবচেয়ে বড় হাতিয়ার!
অথবা, বিনা কথায় তার কাজগুলো করে দিন (চা বানানো, ঘর গোছানো)। এটা দেখাবে যে আপনি তার জন্য চিন্তিত।