নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব যুব দক্ষতা দিবসে আমার কিছু দক্ষতা বিক্রি করতে চাই

১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৩৭



আজ বিশ্ব যুব দক্ষতা দিবস। আজকের দিবসে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিপাদ্য বিষয় হচ্ছে - "কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের উন্নয়ন।" আজ সকালে মোবাইলফোনে এরকম একটি ক্ষুদে বার্তা পেয়েছি। কয়েক দিন আগে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আর ব্যাবসা করবো না। আবার, চাকরীতে ঢুকবো। আমার কি কি দক্ষতা আছে, তা নিজের জানাটা তাই খুব জরুরী।

আজকের বিশ্ব যুব দক্ষতা দিবসের প্রেক্ষাপটে, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের উন্নয়ন”–এই বিষয়ের সাথে আমার দক্ষতা অনেকটাই মেলে।

নতুন নকিব ভাইয়ের তৈরী করে দেওয়া সিভি থেকে আমি যা জানতে ও বুঝতে পেরেছি, আমার নিম্ন লিখিত দক্ষতাগুলো রয়েছে যা আমি বিক্রি করতে পারি, অথবা এগুলোর জন্যে আমাকে হায়ার করা যেতে পারে -

===================================================
Soft Skills (সফট স্কিলস) -
গল্প লেখা ও কন্টেন্ট রাইটিং (১২ বছরের অভিজ্ঞতা)

প্রজেক্ট প্ল্যানিং ও পরিকল্পনা করা (১০ বছরের অভিজ্ঞতা)

সমস্যা সমাধানের দক্ষতা (চমৎকার)

যোগাযোগের দক্ষতা (চমৎকার)

টিম বিল্ডিং ও নেতৃত্ব দেওয়া (চমৎকার)

===================================================

Technical Skills (টেকনিক্যাল স্কিলস)-

Agile / Scrum পদ্ধতি (৫ বছরের অভিজ্ঞতা)

Clockify, Jira, Confluence, Slack ইত্যাদি সফটওয়্যার ব্যবহার (৫ বছরের অভিজ্ঞতা)

আইটি প্রকল্প ব্যবস্থাপনা ও সফটওয়্যার টুলের মাধ্যমে টিম পরিচালনা

===================================================

পেশাগত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত দক্ষতা -


Project Management – একাধিক কোম্পানিতে Proprietor ও Project Manager হিসেবে কাজ।

Business Development – IT ফার্ম পরিচালনা ও ক্লায়েন্ট অর্জনের অভিজ্ঞতা।

Supply Chain Management – ক্রয় ও সরবরাহ ব্যবস্থার প্রক্রিয়া সহজীকরণ।

Research & Analysis – আন্তর্জাতিক প্রকল্পে গবেষণা ও বিশ্লেষণের কাজ।

Sales Strategy Development – সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন বিক্রির কৌশল তৈরি।

=====================================================
সৃজনশীল ও মিডিয়া সম্পর্কিত দক্ষতা -

ডকুমেন্টারি ও মিউজিক ভিডিও প্রযোজনা

বই লেখা (৩টি বই প্রকাশিত)

৫০০+ ব্লগপোস্ট লেখা

সংবাদপত্রে সম্পাদকীয় লেখা (১০টির বেশি)

গল্প বলার ও কনটেন্ট ক্রিয়েশনের প্রবল দক্ষতা

======================================================
ট্রেনিং ও সার্টিফিকেশন থেকে অর্জিত দক্ষতা -

Scrum Master (2020) – প্রজেক্ট ম্যানেজমেন্টে বিশেষজ্ঞতা

Transformational Leadership Coaching – নেতৃত্ব ও দল পরিচালনা দক্ষতা

Train the Trainers – প্রশিক্ষক প্রশিক্ষণ অভিজ্ঞতা

LinkedIn Learning–এর কোর্স – মোটিভেশনাল রিভিউ ও নেতৃত্বের কৌশল

=======================================================
ভাষাগত দক্ষতা -
বাংলা (মাতৃভাষা)
ইংরেজি (দক্ষ)


এইসব দক্ষতা নিয়ে আমি হায়ারড হতে ইচ্ছুক!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুড।

১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ।
আমি নিজের আরো কিছু দক্ষতা উন্নয়নের কাজ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সে আরো দুইটি মাস্টার্সে পার্ট টাইম ক্লাস করছি। এগুলো শেষ করতে পারলে, আমার ৩টি মাস্টার্স হবে!

এছাড়া, বিজনেস এনালিটিক্সে দক্ষতা উন্নয়নের জন্যে আমেরিকার একটি ইউনিভার্সিটির অনলাইন সার্টিফিকেট কোর্স শুরু করবো এই সপ্তাহে।

সেই সাথে, Customs C&F Agent Training Course করছি।

অনলাইন এডুকেশনে তুমুল ব্যস্ত সময় কাটছে! :)

এইসবই, এক্সপোর্ট - ইমপোর্ট ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে সাহায্য করবে বলে আশা করছি।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.