নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনিওর অফিসার, এসকোয়্যার ইলেকট্রনিক্স লি: দিনাজপুর শাখা।

মো: সাজেদুর রহমান সাজু

মো: সাজেদুর রহমান সাজু › বিস্তারিত পোস্টঃ

দোশারপ মানশীকতা

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

ছোট্ট ১ টি গল্প ভাল লাগলে পড়বেন।
ক্লাশে সবাইকে গরু সম্পর্কে রচনা লিখতে বলা হল। সবাই রচনা লিখল কিন্তু ১জন লিখল এভাবে-
আমাদের ১টি গরু আছে। গরুটির ৪টি পা আছে। গরু মাঠে ঘাস খায়। মাঠের পাশ দিয়ে ১টি নদী বয়ে গেছে। নদীতে ১টি কুমির আছে। কুমিরের গায়ে আছে খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা এভাবে সে খাছকাটা লিখে লিখে ৪ পৃষ্ঠায় রচনা শেষ করে।
শিক্ষক চিন্তায় পড়ে গেলেন। এবার তিনি ঐ ছাত্রকে ডাকলেন এবং স্কুল সম্পর্কে রচনা লিখতে বল্লেন। সে স্কুল সম্পর্কে রচনা লিখতে শুরু করল-
আমাদের স্কুলের নাম `ক`। স্কুলের পাশ দিয়ে ১টি নদী বয়ে গেছে। নদীতে ১টি কুমির আছে। কুমিরের গায়ে আছে খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা এভাবে আবারও সে খাছকাটা লিখে লিখে ৪ পৃষ্ঠায় রচনা শেষ করল।
এবারও শিক্ষক মহা চিন্তায় পড়ে গেলেন। এবং ভাবতে লাগলেন কীভাবে এই ছাত্রের খাছকাটা রোগ সারান জয়। তিনি এমন ১টি রচনার কথা ভাবলেন যেখানে খাছকাটা শব্দটি ব্যাবহার করতে পারবেনা। তাই তিনি তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে রচনা লিখতে বললেন।
ঐ ছাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে রচনা লিখতে শুরু করল-
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের বিভিন্ন যায়গায় বোমা হামলা চালয়। ঐ বোমা হামলায় অনেক মানুষ, পশু-পাখি, নদীর মাছ ও কুমীর মারা যায়। কুমিরের গায়ে ছিল খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা,খাছকাটা এভাবে এবারও সে খাছকাটা লিখে লিখে ৪ পৃষ্ঠায় রচনা শেষ করল।
আসলে এখানে ঐ ছাত্রের দোষ নয় কারন ঐ ছাত্রটি মানুষীক প্রতিবন্ধী। তাই সে তার সকল প্রশ্নের উত্তরই একই দিকে নিয়ে যায়।
এখন আসল কথায় আসি। বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলর অবস্থাও তাই,আমাদের দেশের রাজনৈতিক দলগুলর নেতা কর্মীদের অবস্থাও ঐ মানুষীক প্রতিবন্ধী ছাত্রটির মতই মানুষীক প্রতিবন্ধী। দেশে যেখানে যাই ঘটুকনা কেন বা যারাই ঘটাকনা কেন তারা একে অপরকে দোশারপ করতে ব্যাস্ত। আমাদের এই দোশারপ মানশীকতা থেকে বেরিয়ে আসতে হবে। সন্ত্রাসী ধরতে হলে দোশারপ নয়, সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসী ধরতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.