| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেষা ভাল মানুষকে অমানুষে পরিণত করে। সৎ সঙ্গ সর্গ বাস, নেষার সঙ্গ সর্বনাশ। নেষা কার বন্ধু নয়, বন্ধু হতে পারেনা। তবে নেষা অনেক ধরণের হতে পারে। যেমন-
১। লোভী মানুষের টাকার নেষা
২। ডাক্তারের রুগি দেখার নেষা
৩। ব্যাবসায়ীদের ব্যাবসা প্রসারের নেষা
৪। রাজনিতীবীদদের ক্ষমতার নেষা ইত্যাদি।
তবে সবচেয়ে খারাপ নেষা হল ধুমপান। কারণ ব্যাবসায়ীদের নেষা ব্যাবসার মধ্যে সীমাবধ্য, রাজনিতীবীদদের নেষা ক্ষমতার মধ্য সীমাবধ্য আর ধুমপায়ীর নেষা শুধু ঐ ধুমপায়ীর মধ্যে সীমাবধ্য নয়। তারা সাধারণ মানুষেরও ক্ষতী করে। ধুমপায়ীরা যেখানে সেখানে রাস্তা-ঘাটে সিগারেট সেবন করে। সিগারেটর ধোয়া সাধারণ মানুষেরও ক্ষতী করে। শুধু সাধারণ মানুষ নয়, শিশুরাও এই বিষাক্ত ধোয়ার সোবল থেকে নিরাপদ নয়। ধুমপান সাস্থ্যের জন্য ক্ষতিকর এবং স্টোকের ঝুঁকি বাড়ায়। ধুমপানের কারনে ক্যান্সার হয়। অনেকে নেষার অর্থ যোগাতে গিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই ও খারাপ কাজের পথ বেছে নেয়। আমাদের দেশে যত্র তত্র ধুমপান বিরুধী আইন আছে কিন্তু সেই আইনের প্রয়গ নেই। মহান সংসদ সদস্যরা সংসদে বসে কোটি কোটি টাকা ব্যয় করে আইন পাশ করেন। কিন্তু সেই আইনের প্রয়োগে কোন কার্যকর ব্যাবস্থা গ্রহণ করেননা। সরকার ধুমপানের বিরুধ্বে নানা ধরনের স্লোগান দিয়ে থাকেন, কিন্তু তা বন্ধের কোন কার্যকর ব্যাবস্থা গ্রহন করেননা। তাই আমি যথাযথ কতৃপক্ষের প্রতী দৃষ্টি আকর্ষণ করছি, ধুমপান বিরুধী আইন প্রয়োগ করে আমাদেরকে সিগারেটের ধোয়ঁার মরণ সোবল থেকে রক্ষা করুন।

©somewhere in net ltd.