| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
``দৃষ্টীর আড়াল হলে মনেরও আড়াল হয়``
এই কথাটি সত্য নয় কারণ-
যেসব সন্তান মা কে রেখে দুরদূরান্তে পড়ালেখা করতে যান, তারা কিন্তু মা কে ভুলে যাননা।
যেসব স্বামী, স্ত্রী কে রেখে প্রবাসে জীবন যাপন করেন তারা কিন্তু তাদের স্ত্রীকে ভুলে যাননা। প্রবাসে জীবন যাপন করলেও তাদের মন কিন্তু পড়ে থাকে স্ত্রী-সন্তান আর মাতা-পিতার কাছে।
এর চেয়েও সত্য হলো, আমরা কিন্তু আমাদের মহান রাব্বুল আল-আমীন আল্লাহকে দেখিনাই, কিন্তু সুখে-দুখে, বিপদে-আপদে তঁাকেই স্বরণ করি।
©somewhere in net ltd.