নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশ্রুহীন মন

রাতের আকশে তারা দেখতে খুব ভাল লাগে........... চাঁদটা যখন আমাকে দেখে মিট মিট করে হাসে................

অশ্রুহীন মন

মানুষের দেয়া শাস্তি থেকে মানুষ বাঁচতে পারে, পালাতে পারে, উচ্চ আদালতে সে আপিলও করতে পারে। কিন্তু প্রকৃতির দেয়া শাস্তি থেকে মানুষ কোন দিন বাঁচতে পারেনা, কোথায় পালাতেও পারে না, কোন আদালতে আপিল করতে পারেনা...........

অশ্রুহীন মন › বিস্তারিত পোস্টঃ

২০১২ সালে শীর্ষ ১০ আয়কারী খেলোয়াড়

১১ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

১. টাইগার উডস : চলতি বছর টাইগার উডসের ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে যাওয়ার পাশাপাশি বড় কোনো প্রতিযোগিতায় ধারাবাহিক ব্যর্থতার পরও এই বছরের ধনী খেলোয়াড়দের মধ্যে তার অবস্থান সবার ওপরে। গলফে তার বেতন ছিল ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এ বছর আয় করেছেন প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। ২০১২ সালের শীর্ষ ধনী খেলোয়াড়ের এক জরিপের তালিকায় তার অবস্থান সবার ওপরে।



২. কোবে ব্রায়ান্ট : এনবিএ বাস্কেটবলের সবচেয়ে জনপ্রিয় এবং পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন কোবে ব্রায়ান্ট। অনেক উঁচুতে লাফিয়ে উঠে বাস্কেটে বল গলানোর জন্য বিখ্যাত এই সুপারস্টার আয় করেছেন ১৪ কোটি মার্কিন ডলার এবং তার বেতন ছিল ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বার্ষিক আয়ের পরিমাপের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।



৩. লেব্রোন জেমস : এনবিএ বাস্কেটবলের আরেক সুপারস্টার লেব্রোন জেমসকে সবাই ‘কিং জেমস’ বলেই ডাকেন। গত বছর জেমসের জার্সিটি বেস্ট সেলারের তালিকায় ছিল। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার নিঃসন্দেহে তার ৩ নম্বরে উঠে আসায় প্রভাব রেখেছে।



৪. রজার ফেদেরার : টেনিস গ্রান্ড স্লামের রাজা ফেদেরারের বেতনের চেয়ে বাড়তি আয় বেশি। সুইস এই টেনিস স্টারের সঙ্গে চুক্তি আছে রোলেক্স, ক্রেডিট সুইস, নাইকি এবং উইলসনের মতো জনপ্রিয় ব্রান্ডের। ফেদেরারের বেতন ৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।



৫. ফিল মিকেলসন : গলফের আরেক স্টার ফিল মিকেলসন মাঠের বাইরে বিভিন্ন অঙ্গনে পদচারণার জন্য প্রচুর পরিমাণে অর্থ পেয়ে থাকেন। বাঁহাতি এই গলফারকে ২০১১ সালে ‘হল অব ফেম’ উপাধি দেয়া হয়। তার বেতন ৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার।



৬. ডেভিড বেকহ্যাম : ইংলিশ ফুটবল সুপারস্টার বেকহ্যাম ফুটবলারের পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল আইকন হিসেবেও পরিচিত। মাত্র ১৭ বছর বয়স থেকে ইংলিশ বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা শুরু করেন। তিনি কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন যেগুলো হলো ‘গোল-২’, ‘লিভিং দ্য ড্রিম ইন ২০০৮’। তার নিট বেতন ৪ কোটি মার্কিন ডলার এবং সানডে টাইমসের ধনীর তালিকায় তার মোট আয় দেখানো হয়েছে ১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।



৭. ক্রিশ্চিয়ানো রোনালদো : বর্তমান সময়ের জনপ্রিয় এবং সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম তিনি। বর্তমানে স্প্যানিশ লা লিগার জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের স্টাইকার। মাত্র ২৬ বছর বয়সের পতুর্গিজ এই উইঙ্গারের বেতন ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। জনপ্রিয়তার সঙ্গে তার সম্পদের পরিমাণও অনেক। শুধু ধনীর তালিকায় নয়, সামাজিক ওয়েবসাইটে অন্য অ্যাথলেটদের তুলনায় রোনালদো ফ্যানের সংখ্যার দিক থেকেও প্রথম সারিতে।



৮. অ্যালেক্স রডরিগুয়েজ : ‘এ-রড’ খ্যাত এই বেসবল খেলোয়াড়কে বলা হয় সর্বকালের সেরা অলরাউন্ডার বেসবল খেলোয়াড়। ৩৫ বছর বয়সী এ নিউইয়র্ক ইয়ানকিস স্টারের বেতন ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা তাকে বিশ্বে ৮ম ধনী খেলোয়াড় হিসেবে স্থান করে দিয়েছে।



৯. মাইকেল শুমেখার : ফর্মুলা ওয়ানের সাবেক এই রেসিং চ্যাম্পিয়ন ৪২ বছর বয়সেও ট্রাকে যে কোনো প্রতিযোগীকে কুপোকাত করতে সক্ষম। রেসিং ট্রাকের আয় এবং বিভিন্ন কর্মকা- ও স্পন্সরশিপ বাবদ তার আয় ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। জার্মান এই রেসার সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।



১০. লিওনেল মেসি : মাত্র ২৩ বছর বয়সেই সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় তার নাম। ক্লাব দল বার্সেলোনা এবং আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে তার মোট পারিশ্রমিক ৩ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। ফুটবলের এই জাদুকরের সঙ্গে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির স্পন্সরশিপ চুক্তি রয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ রাত ২:২৭

ভূতাত্মা বলেছেন: কবে যে ডলার গুনবো!!! :(

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

অশ্রুহীন মন বলেছেন: এক দিন অবশ্যই অনেক অনেক ডলার গুনবেন। আপনার প্রতি রইল শুভকামনা।

২| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:২১

পাস্ট পারফেক্ট বলেছেন: অন্যান্য খেলা মেনে নেওয়া যায়, কিন্তু প্রায় শ্রমহীন খেলা গলফ খেলে এত কাড়ি কাড়ি টাকা ইনকাম করার কোন যৌক্তিকতা আমি এতদিনেও খুজে পেলাম না

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

অশ্রুহীন মন বলেছেন: গলফ ক্লাবের মেম্বার হতে হলেও লক্ষ টাকার মত লাগে।

৩| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেব্রোন জেমসের টিম তো আজকে হারছে :)

প্লেয়ারদের এত সেলারি কেন হয় সেটা একটা বিগ প্রশ্নবোধক চিহৃ !

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫

অশ্রুহীন মন বলেছেন: হাতি যেমন বাচলে লক্ষ টাকা তেমনি মরলেও লক্ষ টাকা

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

দি সুফি বলেছেন: ফ্লোয়েড মেওয়েদার আর ম্যানি প্যাকিআও কই? B:-) B:-)

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

অশ্রুহীন মন বলেছেন: তারা হয়তো দশের পরে আছেন............

৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:০৪

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: তারা হয়তো দশের পরে আছেন............

কেমনে সম্ভব? B:-) B:-/ বক্সিং এ কি আইজকাল আকাল চলতেছে নাকি! :-&

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫

অশ্রুহীন মন বলেছেন: আমারতো জানা নাই আপনি বলুন কি করে সম্ভব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.