নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শাকিল আমি লেখালেখি করতে অনেক ভালবাসি আমি আমার দেশকে অনেক ভালবাসি

মো:শাকিল হোসেন

আমি শাকিল সহজ সরল

মো:শাকিল হোসেন › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ছাড়া আমার চলবে না।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

প্রতিটা মানুষ চায় কেউ একজন তাকে ভালোবাসুক,তার কেয়ার করুক তার ভালো লাগাকে প্রাধান্য দিক।জীবনের প্রতিটি মোড়ে তার হাতটি শক্ত করে ধরুক,সে চায় তার ভালোবাসার মানুষটির কাছে স্পেশাল হয়ে থাকতে।
তার মন খারাপ হলে সে চায় কেউ একজন এসে, নিমিষেই তার মনটাকে আনন্দে ভরিয়ে দিক।তার অব্যক্ত কথা গুলা কেউ বলার আগেই,কেউ এসে তার মনের ভাষা গুলো বুঝবে।যখন চোখের কোণে জলে টপ টপ করবে,তখন কেউ একজন তার চোখের জল মাটিতে পড়ার আগেই মুছে দিবে।চারিদিক যখন অন্ধকারে ছেয়ে যাবে, কেউ একজন এসে জোনাকি পোকার মতো এসে জীবনটাকে আলোকিত করে রাঙ্গিয়ে দিবে।
পাহাড়সম অভিমান নিয়ে যখন গাল ফুলিয়ে বসে থাকবে,কেউ একজন এসে তার শত অভিমানকে হাওয়ার সাথে মিশিয়ে দিবে।মাঝে মাঝে যখন হতাশায় আঁকড়ে ধরবে, তখন কেউ একজন এসে বলুক,আমি তো আছি পাশে এত চিন্তা কিসের।
শত অভিমান নিয়ে নিজেকে যখন আড়াল করে লুকিয়ে রাখবে, তখন কেউ একজন থাকে খুঁজে বের করুক।সে চায় তার শূন্যতায় কেউ তাকে মিস করুক,কেউ একজন তাকে বলুক তোমাকে ছাড়া আমার চলবে না।
প্রতিদিন প্রতিটি মূহুর্তে নিশ্বাস নেওয়ার জন্য,আমার চলার পথের প্রতিবিম্ব হিসেবে তোমাকেই পাশে চাই।সে চায় কেউ একজন তার জন্য নিজেকে অপূর্ণ ভাবুক,আয়নার সামনে তার পাশে তাকে দাঁড় করিয়ে বলুক।এখন আমি পরিপূর্ণ তোমার জন্য তোমার উপস্থিতিতে আর তোমার অনুপস্থিতিতে, আমি তোমার শূন্যতায় শূন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.