নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শাকিল আমি লেখালেখি করতে অনেক ভালবাসি আমি আমার দেশকে অনেক ভালবাসি

মো:শাকিল হোসেন

আমি শাকিল সহজ সরল

মো:শাকিল হোসেন › বিস্তারিত পোস্টঃ

সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব!

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

সর্বকালের সেরা ওয়ানডে অলরাউন্ডার ইমরান খানের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে গত সাত-আট বছর যাবত অলরাউন্ডার শব্দটির সমার্থক শব্দ বলতে গেলে সবার আগে তার নাম নিতেই হবে।

২০০৬-০৭ এর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব ২০০৮-০৯ এর দিকে এসে নিজেকে সত্যিকারের অলরাউন্ডারে পরিণত করেন। সেই সময় শেন ওয়াটসন, জ্যাকব ওরাম, জ্যাক ক্যালিসরা র‍্যাঙ্কিংয়ে উঠানামা করত। কিন্তু সাকিবের উত্থানের পর নাম্বার ওয়ানের জায়গার সাথে বাকিদের দূরত্ব তার নিজের পারফর্মেন্সেই তৈরি হতে থাকে।

সময় বদলে সাকিবের সাথে প্রতিযোগিতা এখন অ্যাঞ্জেল ম্যাথিউস, বেন স্টোকস ও অন্যান্যদের সাথে। কিন্তু সাকিব ঠিকই নিজের মহিমায় উজ্জ্বল। কিন্তু বছরের পর বছর ধারাবাহিকতা বজায় রেখে ঠিকই ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন তিনি।

একই গতিতে এগোতে থাকলে সাকিব হয়ত ক্যারিয়ার শেষ করবেন ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে। এমনটাই বিশ্বাস ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

ফেইসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে সাকিবের ব্যাটিং গড় ৩৫ ও বোলিং গড় ২৮। এটা ভুলবার নয় যে তিনি খেলেন বিশ্ব ক্রিকেটের দুর্বলতম দল গুলোর একটিতে। এখন যদি আপনি ম্যাচ ও সিরিজ জেতানো পারফর্মেন্স খুঁজতে যান, তাহলে দেখা যায় তিনি এই দিক থেকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সেরা ক্রিকেটার। ঠিক গ্রেট ইমরান খানের পরেই তার অবস্থান। ওয়ানডে ক্রিকেটে এখন সাকিব আল হাসানের চেয়ে ভালো অলরাউন্ডার কেউই নেই।’

শুধু ওয়ানডে ক্রিকেট নয়, সাকিব আল হাসান তিন ফরম্যাটের ক্রিকেটেই একই সাথে সেরা অলরাউন্ডারের খেতাব জেতা ক্রিকেটার। টেস্ট ও টি-টুয়েন্টিতেও শেষ কবে সেরা তিনের বাইরে গেছেন সাকিব, সেটা মনে করা দুস্কর হয়ে পড়বে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.